সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন, আশাকরি ভাল লাগবে। অপনার কম্পিউটারে অবশ্যয় কিছু গুরুত্বপূর্ণ অথবা গোপনীয় কিছু ফাইল বা ডকুমেট আছে যা আপনি কারো সাথে সেয়ার বা দেখাতে চান না। সেজন্য আপনকে আপনার সেই ড্রাইভ টি লক করে রাখতে হবে, কিন্তু কিভাবে করবেন চলুন দেখা যাক-
এর জন্য কোন সফটওয়ার লাগবে না
1. প্রথমে যে ড্রাইভটি লক করবেন সেটি নির্দিষ্ট করুন এবং তার উপর রাইট বাটনে ক্লিক করুন।
2. তার পর অপশন থেকে Turn on BitLocker অপশনে ক্লিক করুন।
3. Use a password to unlock the drive এ টিক দিন এবং ৮ সংখ্যার একটি
4. Password দিন এবং পুনরাই password-টি দিন এবং Next এ ক্লিক করুন।
5. এবার BitLocker Recovery Key সংরক্ষন করতে হবে।এবং Next এ ক্লিক করুন।
6. এবার Start Encryption ক্লিক করুন।
7. এখন একটি নতুন ইউন্ড আসবে এখানে অপনার কত শতাংশ Encryption হয়েছে সেটা দেখাবে কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে কম্পিটিউটারটি Restart দিন।
দেখুন অপনার ড্রাইভটি লক হয়ে গেছে, এবার password টি দিন এবং ড্রাইভে প্রবেশ করুন।
টিউনটি পচ্ছন্দ হলে কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ সবাইকে।
Farhad Hossain
Mob: +8801748867090
আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনার যিনি টিউন করেছেন , তিনি ই প্রথম কমেন্ট দিয়েছেন । আবার তিনি ই গুড রেটিং দিয়েছেন । আমার ভালো লেগেছে 🙂
Good