ফোন দিয়ে একটি ছবি তুলে নিন এবং সেটির মাধ্যমেই সার্চ করুন সেই ছবির সাথে জড়িত তথ্য। বিষয়টি চাঞ্চল্যকর তাতে সন্দেহ নেই। এই যেমন ধরুন খুব সুন্দর একটি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছেন? ছবি তুলে নিন, গুগলে সার্চ দিন ওই ছবি দিয়েই, পেয়ে যাবেন সেই ব্রিজ সংক্রান্ত সমস্ত তথ্য। কিম্বা ধরুন একটি প্রোডাক্টের লোগো, কোন কোম্পানী জানেন না, ছবি তুলে নিয়েই গুগলে সার্চ দিন, সব তথ্য পেয়ে যাবেন কোম্পানী সম্বন্ধে। কিম্বা ধরুন একটি ভালো বই দেখলেন কারো বাড়িতে, ছবি তুলে নিন, গুগলে সার্চ করেই পেয়ে যান বইয়ের দাম, কোন কোন স্টোরে পাওয়া যাবে ইত্যাদি।
বুঝে নিন, ঠিক কতো কোটি ছবির ডেটাবেস তৈরী হলে গুগল এইভাবে ছবি ম্যাচিং পদ্ধতিতে নতুন সার্চ নিয়ে এলো?
গুগলের এই নতুন সার্চ পদ্ধতি এন্ড্রয়েড ফোনের জন্য। তবে অন্যান্য যেসব ফোনে সাপোর্ট করে সেই তালিকায় গুগল লিখেছে -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
প্রচন্ড দরকারি তথ্য দিলেন, আমার প্রচন্ড উপকার হবে