Google Goggles:- লিখেও নয়, মুখে বলেও নয়, এবারে ছবি দিয়ে সার্চ?

ফোন দিয়ে একটি ছবি তুলে নিন এবং সেটির মাধ্যমেই সার্চ করুন সেই ছবির সাথে জড়িত তথ্য। বিষয়টি চাঞ্চল্যকর তাতে সন্দেহ নেই। এই যেমন ধরুন খুব সুন্দর একটি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছেন? ছবি তুলে নিন, গুগলে সার্চ দিন ওই ছবি দিয়েই, পেয়ে যাবেন সেই ব্রিজ সংক্রান্ত সমস্ত তথ্য। কিম্বা ধরুন একটি প্রোডাক্টের লোগো, কোন কোম্পানী জানেন না, ছবি তুলে নিয়েই গুগলে সার্চ দিন, সব তথ্য পেয়ে যাবেন কোম্পানী সম্বন্ধে। কিম্বা ধরুন একটি ভালো বই দেখলেন কারো বাড়িতে, ছবি তুলে নিন, গুগলে সার্চ করেই পেয়ে যান বইয়ের দাম, কোন কোন স্টোরে পাওয়া যাবে ইত্যাদি।

goggles_landmark

বুঝে নিন, ঠিক কতো কোটি ছবির ডেটাবেস তৈরী হলে গুগল এইভাবে ছবি ম্যাচিং পদ্ধতিতে নতুন সার্চ নিয়ে এলো?

গুগলের এই নতুন সার্চ পদ্ধতি এন্ড্রয়েড ফোনের জন্য। তবে অন্যান্য যেসব ফোনে সাপোর্ট করে সেই তালিকায় গুগল লিখেছে -

  • Android-powered devices
  • Most Java-enabled (J2ME) mobile phones
  • Palm devices with Palm webOS and Palm OS 5+
  • All color BlackBerry devices
  • Windows Mobile devices with Windows Mobile 5.0+
  • All 3G Symbian devices

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রচন্ড দরকারি তথ্য দিলেন, আমার প্রচন্ড উপকার হবে

ঠিক এইটাই খুজসিলাম। যাক এখন আর কোন কিছুই কঠিন রইল না।

অনেকদিন থেকে এটার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। থ্যাংকু রিয়া আপু।

অনেকদিন আগে থেকে এটার এটার আইডিয়া মাথায় আসছিল। মানে এরকম কিছুই অনেক আগে থেকেই খুজছিলাম। কিন্তু শুধু মোবাইলে জন্যে বলে দুঃখ পেলাম 🙁

আমি যদি ভূল না করে থাকি …….. এই প্রযুক্তিটিই সেই “Augmented reality” ……….. তাই না?

    হ্যাঁ, এক্কেবারে ঠিক ধরেছেন, এই টেকনোলজিই গুগল খুব সুন্দর করে ব্যবহার করেছে।

Level 0

সাম্প্রতিক তথ্য নিয়ে দারুন একটি টিউন! আমার সিমবিয়ান সেট টিতে ট্রাই করে দেখি কি হয়…
ভাল থাকুন।

Level 0

সিনেটের নিউজটা মিস করে গিয়েছিলাম। রিয়া আপনাকে ধন্যবাদ।

গুগল যখন পিকাসায় ফেস রিকগনিশন টেকনোলজী এড করলো, তখনই বুঝা গিয়েছিল এমন কিছু হতে যাচ্ছে। সামনে হয়ত আমরা আরো আধুনিক কিছু দেখতে পাব। ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য।