বিটিসিএল টেলিফোন সংযোগ (নতুন সংযোগ গ্রহণের তথ্য রয়েছে)

মুঠোফোন বা মোবাইল ফোনের সহজলভ্যতার কারণে ল্যান্ডফোনের ব্যবহার অনেক কমে গেছে। তবুও অফিসে এর চাহিদা এখনও রয়ে গেছে।  সাশ্রয়ী বিল  এবং নেটওয়ার্কের মানের দিক দিয়ে এখনো এগিয়ে রয়েছে ল্যান্ডফোন। ল্যান্ডফোন সংযোগ আগের তুলনায় অনেক সহজ। বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) হওয়ার পর সরকারি টেলিফোন সেবার গতি আরও বেড়েছে। এখন আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিলে এক দিন থেকে সাত দিনের মধ্যেই ঘরে চলে আসে বিটিসিএল টেলিফোন সংযোগ।
ঠিকানা

বিটিসিএল, তেজগাঁও ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা। ফোন নম্বর ৮৩১৪১৫৫, ব্যবস্থাপনা পরিচালক ৮৩১১৫০০ এবং ওয়েব সাইট http://www.btcl.gov.bd

 

ফরম সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা
ল্যান্ডফোনের সংযোগ পেতে প্রথমেই বিটিসিএলের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া যায় এই আবেদন পত্র। ইন্টারনেট (www.btcl.gov.bd) থেকেও ফরম সংগ্রহ করা যায়। এটি পূরণ করে জমা দিতে হবে বিটিসিএলের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী বরাবর। দুজন করে বিভাগীয় প্রকৌশলী আছেন গুলশান, মিরপুর, শেরেবাংলা নগর, নীলক্ষেত, মগবাজার ও খিলগাঁওয়ে। আর উত্তরা, ক্যান্টনমেন্ট, চকবাজার, সায়েদাবাদ ও গেন্ডারিয়া বিভাগে আছেন একজন করে প্রকৌশলী। ফরমের সঙ্গে জমা দিতে হয়

  • আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স/ ড্রাইভিং লাইসেন্স/  কর্মস্থলের পরিচয়পত্র এর ফটোকপি

টাকার পরিমাণ ও জমা দেওয়ার স্থান
নির্ভূলভাবে পূরণকৃত ফরম বিভাগীয় প্রকৌশলী বরাবর জমা দিলে আবেদনকারীকে ডিমান্ড নোটের তিনটি কপি দেওয়া হয়। এই তিনটি কপির তথ্যাদি পূরণ করে ২০০০ টাকা সহ বেসিক ব্যাংকে জমা দিতে হয়। এই দুইহাজার টাকার এক হাজার টাকা সংযোগ ফি ও এক হাজার টাকা জামানত হিসেবে জমা রাখা হয়। ব্যাংক একটি ডিমান্ড নোট রেখে বাকি দুটি ডিমান্ড নোট ফেরত দেয়।
সংযোগ প্রক্রিয়া

দুটি ডিমান্ড নোটের একটি আবেদনকারীকে নিজের কাছে রেখে অপরটি বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে জমা দিতে হয়। জমা দেওয়ার এক থেকে সাত দিনের মধ্যে বাসায় টেলিফোনের সংযোগ দেওয়া হয়।

 

অভিযোগ

সংযোগ পেতে দেরী হলে বা অন্য কারনে কোন সমস্যা থাকলে মৌখিক বা লিখিত আকারে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বিভাগীয় প্রকৌশলীদের কাছে অভিযোগ করা যায় । গ্রাহকদের ভোগান্তির কথা শুনতে এবং তা সমাধান করতে বিটিসিএলের রয়েছে এসএসআই (সার্ভিস অ্যান্ড সিস্টেম ইম্প্রুভমেন্ট) সেবা। এসএসআইয়ের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তাঁর টেলিফোন নম্বর: ৮৩৬২৫৯৯।

 

বিটিসিএল ডায়ালআপ ইন্টারনেট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

 

আমার পূর্ববর্তী আরও কিছু পোস্ট

* ফোর-জি প্রযুক্তির মোবাইলের নানা দিক

* যারা জার্মানীতে পড়াশোনা বা কাজের সন্ধানে যেতে চাইছেন তাদেরকে বলছি। আসুন জেনে নিই জার্মানীর ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়।

* জাপানে উচ্চ শিক্ষা গ্রহণের কথা ভাবছেন? আসুন জেনে নিই জাপানে পড়াশোনা করার বিভিন্ন দিক সম্পর্কে

* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা (কোথায় পড়বেন, এক্ষেত্রে ভবিষ্যত সম্ভাবনা কেমন) সকল তথ্য + আরও কিছু ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা

* বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত কিছু তথ্য (আইইএলটিএস, টোফেল, স্যাট সহ বিশ্বের কয়েকটি দেশে পড়তে যাওয়ার তথ্য)

* জেনে নিন কীভাবে অফলাইন ও অনলাইনে জিডি করবেন (না দেখলে মিস করবেন)

* অনলাইন সিটিজেন হেল্প রিকোয়েস্টের নানা দিক

* সরাসরি ইমিগ্রেশন ও ভিসা (বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির নিয়মাবলী ও ট্যুরিস্ট, স্টুডেন্ট ও ইমিগ্রেশন ভিসার তথ্য রয়েছে)

* আসুন জেনে নিই আমেরিকার ইমিগ্র্যান্ট ভিসা সম্পর্কে (ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় পেপার, খরচ, মেডিকেল সকল তথ্য রয়েছে)

Level 0

আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম…কাজের জিনস। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই, আপনার বেশীরভাগ টিউনসই কপি-পেষ্ট(নকল)/চুরি…উপর্যুক্ত টিইনস সমূহ যদি আপনারই কতৃক অন্য কোন ওয়েবে প্রকাশিত হয়ে থাকে তবে বলে নিন যে আমরদ্বারা অমুক ব্লগে প্রকাশিত নতুবা অন্য কেউ প্রকাশ করে থাকলে বলে নিন লেখাটি অমুক স্হানে প্রকাশিত। এভাবে কপি-পেষ্ট আসল লেখকের পরিশ্রমকে অসম্মান দেখানো হয়। আপনার কপি পেষ্ট এতটাই নিখুত যে কোন ভুল বানানও বাদ পরে না, এমনকি সঠিকও করা হয় না।
আপনি যখন অন্যের পরিশ্রম কে মূল্যায়ন করবেন তখন থেকে অন্যরাও আপনার পরিশ্রমকে মূল্যায়ন করবে।
আপনার বর্তমান লেখাটি http://online-dhaka.com/0_0_1505_0-btcl-telephone-connection-dhaka.html এখানে প্রকাশিত,@https://www.techtunes.io/edutunes/tune-id/156310(বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত কিছু তথ্য (আইইএলটিএস, টোফেল, স্যাট সহ বিশ্বের কয়েকটি দেশে পড়তে যাওয়ার তথ্য) এটিও http://online-dhaka.com/105_511_0-higher-education-abroad.html প্রকাশিত।
মডুরা কি বলেন?….

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন তবে এখানে যদি কোনোভাবে সোর্স এর নাম দেয়া হয় তাহলে দেখা যায় সেটা পাবলিশ হয় না। তাই বাধ্য হয়ে সোর্স এর নাম না দিয়েই পাবলিশ করতে হয়। আর আপনি যেই ওয়েব সাইটের কথা বলছেন সেটার সাথে আমি নিজে জড়িত। তাই কপি পেস্ট বা চুড়ির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো জানানোর উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভালো থাকবেন।

Vai amader akhane sudhu Ishwardi EPZ k e dite hobe 5000/- per line, aita kemon niyom?

ধন্যবাদ