কানাডা ভ্রমন
বাংলাদেশী নাগরিকদের কানাডা ভ্রমনের আগে অস্থায়ী আবাসন ভিসা প্রয়োজন। অন্যান্যও দেশের নাগরিক যারা এদেশে বৈধভাবে আছেন এবং যাদের অস্থায়ী আবাসন ভিসা প্রয়োজন তারা অস্থায়ী আবাসন ভিসা আবেদন ভি এফ এস, কানাডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে জমা দিবে।
কিভাবে আবেদন জমা দিবেন?
অস্থায়ী আবাসন ভিসা আবেদনকারী নিম্ন নিখিত লিঙ্কে প্রবেশ করে আনলাইনে আবেদন করবেন।
http://vfs-canada.com.bd/checklists.aspx
এবং তা প্রিন্ট করে বেলিডেট ফরমের কপি এবং অন্যান্য কাগজপত্র জমা দেয়ার সময় নিয়ে আসবেন।
কানাডিয়ান হাই কমিশন নতুন ভিসা আবেদন ফরম Temporary Resident Visa Made Outside of Canada (IMM 5257) সুচনা করেছে। ওটার সাথে অতরিক্ত ফরম এবং নির্দেশিকা দেওয়া আছে। দয়া করে নির্দেশিকা ভাল করে পড়ুন কারন তাতে কিভাবে ফরম পুরন করবেন তার তথ্য দেওয়া আছে।
খিয়াল করবেন, প্রত্যেক আবেদনকারীকে ফরম পুরন এবং সাক্ষর দিতে হবে এমনকি পরবারের সাথেও যদি আবেদন করে।
আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের এর নিচে হয় তাহলে তাদের ফরম তার পিতামাতা অথবা অভিভাবক সাক্ষর করবে।
১. আবেদন ফরম ডাউনলোড করুন Temporary Resident Visa Made Outside of Canada [IMM 5257] নতুন ফরম কম্পিউটার এ পুরন এবং সংগ্রহ করা যাবে।
২. যদি আপনার অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট অংশ প্রিন্ট করে পুরন করুন এবং আবেদন ফরমের সাথে লাগিয়ে দিন।
৩. আবেদন ফরম প্রিন্ট করার আগে বেলিডেট বাটন ক্লিক করুন যা আপনি ফরমের নিচের দিকে এবং উপরের দিকে পাবেন।
৪. আবেদন ফরম সাক্ষর করার সময় খিয়াল রাখবেন ফরমের যেন শেষ পাতা সংযুক্তি থাকে (৫ নম্বর পাতা) যা আপনার তথ্য বারকোডে থাকবে।
কানাডিয়ান ভিসা আবেদন কেন্দ্র, ভি এফ এস, এ অন্যান্য কাগজপত্র, ফি সহ আবেদন ফরম জমা দিন।
বেশিরভাগ সিদ্দান্ত কাগজপত্র এবং আবেদন এর তথ্য এর উপর নির্ভর করে। দয়া করে আবেদন ফরম সতর্কতার সহিত পুরন করুন এবং প্রয়োজনও সাহায্যকারী কাগজপত্র জমা দিন।
প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র কি?
• অনলাইনের করা বৈধ অস্থায়ী আবাসন ভিসা আবেদন ফরম।
• ৬ মাসের বৈধতা সহ পাসপোর্ট।
• ২ কপি ছবি।
• প্রসসেসিং ফি।
• ভ্রমনের জন্য তহবিলের এর প্রমান এবং বাংলাদেশে অর্থনীতিক বন্ধন।
• আয়কর সম্পর্কিত কাগজপত্র।
আমি abedinmd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইরকম একটা টিউন খুজছিলাম। এবং এক ভাইয়ের কাছে চাইছিলাম,অবশেষে অনেক পরে হলেও পেলাম।