একই সাইটের একাধিক ID দিয়ে লগইন করা প্রয়োজন? একাধিক Browser প্রয়োজন নেই

অনেকেই আছেন যাদের একই সাইটে কাজ করার জন্য একাধিক ID আছে। এক্ষেত্রে তারা সাধারণত Login করার জন্য ভিন্ন ভিন্ন Browser ব্যবহার করেন। এতে Low-Speed এর কম্পিউটার গুলোর জন্য অসুবিধার সৃষ্টি হয় এবং কম্পিউটার Slow হয় বিধায় কাজে ব্যঘাত ঘটে। এক্ষেত্রে ব্যবহারকারী চাইলে একই ব্রাউজার দিয়ে যতখুশি ID দিয়ে Login করতে পারেন। তাও আবার সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার Firefox ব্যবহার করে।

এটি করতে mozila.org সাইট থেকে Firefox এর লেটেস্ট ভার্সনটি Download করুন যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে।

হয়ে গেলে  br.mozdev.org/multifox  থেকে Firefox এর Multifox এক্সেটশনটি ডাউনলোড করে ইনস্টল করুন। সাইজ খুব ছোট।

এখন Firefox এ একটি Login থাকা অবস্থায় New tab এড করুন এবং নতুন ট্যাবের গায়ে মাউসের Right Click করে Open in a new identity profile নির্বাচন করুন। এবার এই উইন্ডোতে একই সাইটে অন্য আইডি দিয়ে Login করুন। দুইটি উইন্ডোতেই কাজ করতে পারবেন।

;) এবার ফেসবুকে নিজের সাথে নিজেই চ্যাট করুন!


Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kire vai monta kharap koira dilen ?? vabsilam koyek ta adds on niya tunes korbo ..But apni kore dilen

আমি সত্যিই দু:খিত ভাই। জানলে অবশ্যই কাজটি করতাম না। এটি একটি এক্সেনশন। আপনি অন্যান্য এডঅনগুলো নিয়ে লিখুন।

Level 0

ধন্যবাদ ভাই । । ভাল লাগল ।

আপনাকেও অনেক ধন্যবাদ। ঈদ মোবারক!

না ভাই অনেক ভাল হইসে । আমি এমনিতেই একটু মজা করলাম । হ্যাঁ আমি সামনে লিখব , অ্যাড অন্স নিয়ে

ধন্যবাদ। লিখুন, তবে আরো বেশী নতুন গুলো নিয়ে।

ধন্যবাদ

@স্যামথীসিস্ট vai apnar mozillar opure 235.3kbps/11.2kbps dekha jass. plz bolben tools tar nam ki??? r link dite parle aro valo hoy.

Bhaia, apnar download speed dekhar jonno jinish ta diben ki?

Software tar nam- DU Meter : download kore nin- expertbd24.com/?p=140

I appreciate this informative post, thank you!!

স্যামথীসিস্ট thnkz bro :* 🙂

ভাইয়া আপনার পোস্ট আমার ব্লগ এ পোস্ট করার অনুমতি চাচ্ছি। অথবা আপনি প্লিজ আমার ব্লগ এ ও ছোট খাট পোস্ট করেন প্লিজ । আমার ব্লগ http://www.godhuli.org