যারা সেলফ-হোস্টেড ওয়ার্ডপ্রেস থিম ব্যাবহার করেন, তারা চাইবেন সবরকম ভাবে তাদের ব্লগকে আকর্ষনীয় করে তোলার, এবং অনেকগুলি পদক্ষেপের মধ্যে মূল একটি হল দুর্দান্ত প্রফেশনাল থিম ব্যাবহার করা। ব্লগ থিম এমনই একটি জিনিস যা প্রথম নজরেই পাঠককে আকৃষ্ট করতে পারে। আমরা অনেকেই থিম বানাইনা, বানায় প্রফেশনাল থিম ডিজাইনাররা এবং স্বাভাবিকভাবেই তারা তাদের নাম ও ওয়েবসাইটের প্রতি ক্রেডিট দেবেন থিম ফুটার অংশে। কিন্তু, এখানেই কি শেষ? না, যেকোনো উপায়ে ব্লগ থেকে কিছুটা টাকা আয় করতে পারা প্রত্যেক ব্লগারের স্বপ্ন। থিম ডিজাইনাররাও ফুটার অংশে লিঙ্ক বিক্রয় করেন এবং তার থেকে বেশ কিছুটা আয় হয় তাদের। অনেক প্রিমিয়াম থিম ফুটারে ডিজাইনারের ক্রেডিটের পাশাপাশি অন্যান্য লিঙ্ক থাকে যা বানিজ্যিক উদ্দেশ্যে দেওয়া হয়। ইন্টারনেটে পাইরেসির সীমা নেই, তাই প্রিমিয়াম থিম ফ্রি'তে পাওয়া যায় এবং আমরা অনেকেই সেইগুলি ব্যাবহার করার সময়ে ফুটার অংশের সব লিঙ্ক মুছে ফেলি। থিমের ফুটার এডিট করেন না এমন সৎ ব্লগারের সংখ্যা খুবই কম। সেইজন্য থিম ডিজাইনাররা অনেক সময়ে এনকোড করে দেন ফুটার অংশটি। সেক্ষেত্রে অনেক আকর্ষনীয় থিম ব্যাবহার করায় বাঁধা উঠে আসে। ব্লগিং করার শুরুর দিকে আমিও এই সমস্যায় ভুগেছি; বর্তমানে এই সমস্যায় যদি কেউ জর্জরিত থাকেন, তাদের অবগতির জন্য এই টিউন। How to decode WordPress theme footer.
কিভাবে ডিকোড করবেন ওয়ার্ডপ্রেস ব্লগ ফুটার? ইন্টারনেট ঘেঁটে ডিকোডার খুঁজবেন? বহু ডিকোডার ডাউনলোড করেও ডিকোড করতে পারলেন না? এক্ষেত্রে কি করবেন তাহলে? থিমের যেকোনো ফাইল যতোই এনকোড করা হোক, ব্লগ পাতা ব্রাউজারে লোড হওয়ার সময়ে তা নিজে নিজেই ডিকোড হবে এবং এই সুত্রটিই কাজে লাগাতে হবে। খুব সহজ যে উপায়টি আমি জেনেছিলাম তা হল এইরকম - থিম ডাইরেক্টরি খুলে index.php ফাইল খুলুন। খুঁজে বের করুন এই লাইনটি - <?php get_footer(); ?> how to edit a wordpress theme
এই লাইনের উপরে আর নিচে একটি কমেন্ট দিয়ে দিন কেবল, তাতেই চিহ্নিত করা যাবে ফুটার অংশটি কতোখানি জায়গা জুড়ে আছে এবং পাওয়া যাবে তার কোড। কমেন্ট দেবেন এইরকম -
<!-– footer_content_starts_here –->
<?php get_footer(); ?>
<!–- footer_content_ends_here –->
এবারে index.php সেভ করুন এবং ব্লগ প্রধান পাতা খুলুন ব্রাউজারে। পুরো পাতা লোড হয়ে গেলে Page Source খুলুন এবং উপরে দেখানো দুটি কমেন্টের মাঝের অংশটি কপি করে ফেলুন। এবারে আবার থিম ডাইরেক্টরিতে গিয়ে footer.php ফাইল খুলে কপি করা অংশটি পেস্ট করে দিন। নিশ্চিত হওয়ার জন্য আবার ব্লগের প্রধান পাতা খুলে দেখুন ঠিকঠাক হল কিনা সব। সব ঠিক থাকলে এবারে ইচ্ছেমতো ফুটারের অংশটি এডিট করে নিন নিজের মতো করে। (এই কাজ করার সময়ে footer.php ফাইলের ব্যাকআপ নিয়ে রাখবেন, ভুল হলে যাতে রিপ্লেস করে দিতে পারেন) wordpress theme decoding process
বিঃদ্রঃ - অনেক ডিজাইনারের মূল্যবান কাজ কপিরাইট লাইসেন্স করা থাকে, তাদের ফুটার কোনোভাবে বদলানো একেবারেই বেআইনি। সুতরাং বুঝেশুনে এই কাজ করা ভালো। ধরা পড়লে বিরাট কোনো আইনি পদক্ষেপ না নিতে পারলেও আপনার হোস্টিং একাউন্ট বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতেই পারে তারা। সুতরাং যা করবেন বুঝেশুনেই করবেন এবং নিজ দায়িত্বে করবেন।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
:):(:)