বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
শর্টহ্যান্ড নিয়ে টিউন করার ইচ্ছে অনেকদিন মনে পুষে রেখেছিলাম। আজ দিচ্ছি তবে শর্টহ্যান্ডের কোনো টিউটেরিয়ল না। শর্ট হ্যান্ডের ইতিহাস। স্টুডেন্ট লাইফে এবং তার পরেও আমি অনেক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালিখি করতাম। কখনও নামে কখনও বেনামে।
শর্টহ্যান্ড হলো সাংকেতিক ভাষা। কিছু রেখা চিত্র ও সাংকেতিক কোনো চিহ্নের মাধ্যমে লেখাই হল শর্টহ্যান্ড। অনেক দ্রুত কোনো কিছু লেখার জন্য শর্টহ্যান্ড অনেক দরকারি।
আমরা জানি, চীনে মানব সভ্যতা গড়ে উঠেছে অনেক আগে। ৪৮১খ্রিষ্টপূর্ব থেকে ২২১খ্রিষ্টপূর্বের মধ্যে চীনে প্রথম শর্টহ্যান্ড লেখার পদ্ধতি উদ্ভাবিত হয়। তবে তা এখনকার মত রিপোটিং, সাক্ষাৎকার কিংবা প্রেস কনফারেন্সের উদ্দ্যেশ্যে না। তখন চীন জুড়ে ছিলো যুদ্ধ বিগ্রহ। যাতে অল্প লেখায় অনেক বেশী কিছু লেখা সম্ভবও হয় আবার শত্রুপক্ষও যাতে বুঝতে না পারে এজন্যই শর্টহ্যান্ড লেখা শুরু হয়। চীনের শক্তিশালী “চু” প্রদেশের রাজাগণের শর্টহ্যান্ড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
১. ঐ সময়ের শর্টহ্যান্ড ছিলো চীনা লিপির সংক্ষিপ্ত রূপ।
২. সে সময় এই শর্ট হ্যান্ড দিয়ে কালিগ্রাফি চর্চা হতো।
৩. এই শর্টহ্যান্ড লিপিগুলো পড়তে হতো উপর থেকে নিচের দিকে এসে ডান থেকে শুরু করে বামে।
৪. ১০০ইং সালের পরে চীনারা ভিন্ন আর একধরনের শর্টহ্যান্ড লেখার উদ্ভাবণ করেন।
(ইংরেজি বর্ণমালার শর্টহ্যান্ড)
একটি স্মৃতি মনে হলো, একবার আমি কোনো এক গ্রাম্যো বিয়েয় গিয়েছিলাম। আমার পাশে কয়েকজন মেয়ে আমার কাছে অজানা এমন ভাষায় কথা বলছে। কিছুই বুঝতে পারছিনা। পরে অবশ্য তাদের কাছ থেকেই ঐ শর্টহ্যান্ড টাইপের ভাষাটা কিছুটা শিখতে পেরেছিলাম। যেমন-"কিটামোন ইটাছো?" অনেক আগ্রহভরে বন্ধু-বান্ধবদের কাছে ভাষাটি শেয়ার করলাম। একি!!! এতো দেখি অনেকেই জানে। এগুলো আসলে অনেক দিন থেকেই ব্যবহ্রত হয়ে আসছে। এই শহুরে জমানায় এই ভাষা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে?
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ইন্টারে জিপিএ ৫ পেতে এই সাবজেক্টটা নাকি অনেক সাহায্য করে।আমি পরিসংখ্যানে পড়ায় এই সুবিধা পাই নি।চায়নিজের বর্তমান লেখাগুলোও অনেক সংক্ষিপ্ত।একটি ১০-১৫ অক্ষরের বা তার চাইতেও বড় ইংরেজি শব্দ লিখতে মাত্র ২ টি চায়নিজ চিহ্ন লাগবে।