শর্টহ্যান্ড লেখা :: জেনে নিন বিস্তারিত!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

শর্টহ্যান্ড নিয়ে টিউন করার ইচ্ছে অনেকদিন মনে পুষে রেখেছিলাম। আজ দিচ্ছি তবে শর্টহ্যান্ডের কোনো টিউটেরিয়ল না।  শর্ট হ্যান্ডের ইতিহাস। স্টুডেন্ট লাইফে এবং তার পরেও আমি অনেক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালিখি করতাম। কখনও নামে কখনও বেনামে।

শর্টহ্যান্ড হলো সাংকেতিক ভাষা। কিছু রেখা চিত্র ও সাংকেতিক কোনো চিহ্নের মাধ্যমে লেখাই হল শর্টহ্যান্ড। অনেক দ্রুত কোনো কিছু লেখার জন্য শর্টহ্যান্ড অনেক দরকারি।

শর্টহ্যান্ড কিভাবে এলো

আমরা জানি, চীনে মানব সভ্যতা গড়ে উঠেছে অনেক আগে। ৪৮১খ্রিষ্টপূর্ব থেকে ২২১খ্রিষ্টপূর্বের মধ্যে চীনে প্রথম শর্টহ্যান্ড লেখার পদ্ধতি উদ্ভাবিত হয়। তবে তা এখনকার মত রিপোটিং, সাক্ষাৎকার কিংবা প্রেস কনফারেন্সের উদ্দ্যেশ্যে না। তখন চীন জুড়ে ছিলো যুদ্ধ বিগ্রহ। যাতে অল্প লেখায় অনেক বেশী কিছু লেখা সম্ভবও হয় আবার শত্রুপক্ষও যাতে বুঝতে না পারে এজন্যই শর্টহ্যান্ড লেখা শুরু হয়। চীনের শক্তিশালী “চু” প্রদেশের রাজাগণের শর্টহ্যান্ড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বিশ্বের সর্বপ্রথম শর্টহ্যান্ডের প্রচলণ সর্ম্পকে কিছু তথ্য

১. ঐ সময়ের শর্টহ্যান্ড ছিলো চীনা লিপির সংক্ষিপ্ত রূপ।

২. সে সময় এই শর্ট হ্যান্ড দিয়ে কালিগ্রাফি চর্চা হতো।

৩. এই শর্টহ্যান্ড লিপিগুলো পড়তে হতো উপর থেকে নিচের দিকে এসে ডান থেকে শুরু করে বামে।

৪.  ১০০ইং সালের পরে চীনারা ভিন্ন আর একধরনের শর্টহ্যান্ড লেখার উদ্ভাবণ করেন।

(ইংরেজি বর্ণমালার শর্টহ্যান্ড)

একটি স্মৃতি মনে হলো, একবার আমি কোনো এক গ্রাম্যো বিয়েয় গিয়েছিলাম। আমার পাশে কয়েকজন মেয়ে আমার কাছে অজানা এমন ভাষায় কথা বলছে। কিছুই বুঝতে পারছিনা। পরে অবশ্য তাদের কাছ থেকেই ঐ শর্টহ্যান্ড টাইপের ভাষাটা কিছুটা শিখতে পেরেছিলাম। যেমন-"কিটামোন ইটাছো?" অনেক আগ্রহভরে বন্ধু-বান্ধবদের কাছে ভাষাটি শেয়ার করলাম। একি!!! এতো দেখি অনেকেই জানে। এগুলো আসলে অনেক দিন থেকেই ব্যবহ্রত হয়ে আসছে। এই শহুরে জমানায় এই ভাষা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে?

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টারে জিপিএ ৫ পেতে এই সাবজেক্টটা নাকি অনেক সাহায্য করে।আমি পরিসংখ্যানে পড়ায় এই সুবিধা পাই নি।চায়নিজের বর্তমান লেখাগুলোও অনেক সংক্ষিপ্ত।একটি ১০-১৫ অক্ষরের বা তার চাইতেও বড় ইংরেজি শব্দ লিখতে মাত্র ২ টি চায়নিজ চিহ্ন লাগবে।

    @Ochena Balok: চাইনিজ “ঈ” শব্দটি থেকে নাকি ২০০ রকম অর্থ করা সম্ভব। চায়নিজ ভাষাটা চিত্র ভিত্ত্বিক। করিয়ান ভাষা অনেক সহজ আলফাবেট মাত্র ১৩টি।
    একটি ভাষা ভালোভাবে জানা যায়, সেই ভাষার সাহিত্য থেকে। কোরআনের ভাষা আর বর্তমান এ্যারাবিকের মধ্যে বিস্তর ফারাক। অনেকে অনেক ভালো ইংরেজি জানে কিন্তু সেক্সপিয়র পড়তে পারে না।
    আপনার জন্য একটি তথ্য- বাংলাভাষায় এক সময় সেক্সপিয়ার কে সেক্ষপিয়ার, ম্যাক্সমুলারকে মেক্ষমুলার বলা হত। ক্ষ (ক+ষ) এজন্য। সর্বপ্রথম সেক্সপিয়ার কথাটি ব্যবহার করেন “সৈয়দ মুজতবা আলী”। তখন তাকে নিয়ে অনেক ব্যাঙ্গ বিদ্রুপ করা হয়েছিলো।
    আপনার সাথে কথা বলতে ভালোলাগছে। উত্তরের প্রতিক্ষায় থাকলাম। আর বর্তমান বানান রীতি অনূযায়ী শর্টহ্যান্ডের সঠিক বানান সর্টহ্যান্ড।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: একটি মজার ব্যাপার হল চায়নিজ ভাষায় আলাদা বর্ণমালা নেই।এখানে প্রতিটি চিহ্নের কয়েকটি করে অর্থ আছে এবং প্রতিটি একই উচ্চারণের শব্দের কয়েকটি করে চিহ্ন আছে।একটি শব্দ বা চিহ্ন এর সাধারনভাবেই ৪টি আলাদা উচ্চারণ হয় এবং ৪টিরই আলাদা অর্থ হয়।আর দেখবেন অনেকেই বলে থাকেন ম্যান্ডারিন ভাষায় সবচাইতে বেশি লোক কথা বলে,আসলেই তাই ২০০কোটির বেশি মানুষ যে দেশের সে ভাষায় তো অবশ্যই সবচাইতে বেশি লোক কথা বলবে

        @Ochena Balok: আসিফ ভাই অচেনা বালক কিন্তু চাইনিজ মাল!!!! 😎 😎 😎
        আপনে চাইনিজ শিখতে পারেন!!!! 😆 😆 😆

          @নিয়াজ মেহেদী খান: নিয়াজ ভাই মজা লুটে পুটে খাচ্ছেন।আমার হৃদয়ে বাংলাদেশ(চ্যানেল আই এর বিজ্ঞাপন হল না তো?):P একজন চায়নিজের ঠিকভাবে লেখা ও বলা শিখতে ১৪ বছর সময় লাগে,খুব সহজ না একটু রিডিকুলাস

        @Ochena Balok: আপনার মজার কথা জেনে ভালো লাগলো। ধন্যবাদ!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আসিফ ভাই অচেনা বালক কিন্তু চাইনিজ মাল!!!! 😎 😎 😎
      আপনে চাইনিজ শিখতে পারেন!!!! 😆 😆 😆

জবর জিনিস । শর্টহান্ডের সঠিক উচ্চারণ সর্টহান্ড হবার কারণ ইংরেজি যে সকল শব্দে “s” থাকে তার উচ্চারণ “স” দিয়ে শুরু হয় । যেমন স্কুল,স্টেশন এই রকম আরকি । আর শেক্সপিয়ারের জিনিসটার জানানোর জন্য ধন্যবাদ ।

Level 0

bapreee….short hand xam diya bujsi……!!!! HSC te chilo

Level 0

atooo vibooor sokaleooo tcn A asiii tooo lya kisu sikhboooe apnader kas theke chalia jan sobae dhonobad sobae kke:}

কলেজ জীবনের কথা মনে পরে গেলো।এইচ.এস.সি তে আমার সাবজেক্ট ছিলো।মজা একটা বিষয়।

Level 0

শর্ট হ্যান্ড জিনিসটা মজার বুঝলাম। কিন্তু এটা নিয়েও আলাদা সাবজেক্ট আছে তা এখন শোনলাম। এটা হয়ত সাং বাদিকতার জন্য উপযোগি। যাই হক টিউনের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

নকল টকল কইরা A+ ছিল 😛 😛

Level 0

k nokol kore na sobai kore to !!!!……nijer brain theikai to nokol kore 😉

Level 0

balo post korcen bhai, bt, miss korlam apnar post ta, ami ai bosor HSC diye disi ar onek koste sorthand sikhlam ,, amra sorthand k ador kore daki noodles 😀

আমি ষাটলিপি কোর্সটা শিখতে চাই। কিভাবে, কোথায়, ইহার বইপত্র কোথায় পাওয়া যায়। আমি থাকি আশুলিয়া, সাভারে। একটু মেহেরবানী করে জানালে উপকৃত হতাম । ছালাম-০১৯২৬-৬২৩৭৬৮