মারাত্মক ভাইরাসের কবলে ম্যাক :: সকল নিরাপত্তা ভেস্তে গেলো!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমার অসম্ভব রকমের প্রিয় একজন ব্যক্তিত্ব গ্রাফিক্যাল ইন্টারফেস অপারেটিং সিস্টেমের জনক স্টিভ জবস। স্টিভ জব চলে গেছেন পরপারে কিন্তু তার ম্যাক অপারেটিং সিস্টেমে ভাইরাস এসে জুটেছে। স্টিভ জবস সাহেব বেঁচে থাকলে কি বলতেন জানি না।

সবচেয়ে বেশী নিরাপদ ওপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত ম্যাক অপারেটিং সিস্টেম। তাদের এই দম্ভকে ভেঙে দিয়ে এই বছর একটি ভাইরাসের আক্রমন চোখে পড়ে। তবে ঐ ভাইরাসটি তেমন মারাত্বক ছিলো না।

গত ২৮শে জুলাই দ্বিতীয় দফা ভাইরাসের আক্রমন পরিলক্ষিত হয়। তবে এবারের ভাইরাসটি মারাত্মক শক্তিশালী।

ভাইরাসের নাম

'ব্যাকডোর ওএসএক্স মোরকাট' (Backdoor_OSX_Morcut)

 

ভাইরাসটি প্রথম সনাক্ত করেন

 

ইন্টারনেট ও কম্পিউটারের নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ল্যাব

 

ভাইরাসটি যে সব ক্ষতি করতে সক্ষম

১. ভাইরাসটি ব্যবহারকারীর কম্পিউটার থেকে ই-মেইেল ও তাৎক্ষণিক চ্যাটিং অপশনেরও নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

২. 'ব্যাকডোর ওএসএক্স মোরকাট ভাইরাসটি সহজেই ইন্টারনেট ভিডিও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম স্কাইপ, এমএসএন আইডির নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম।

৩. ওয়েবক্যাম থেকে তোলাছবি সরিয়ে দিতে পারে।

৪. প্রত্যেকটি লগ-ইন পাসওয়ার্ড পাস করতে পারবে।

৫. এক্সুকিউটিভ অ্যাপ্লিকেশন, ব্রাউজ হিস্টোরি, ডকুমন্টের স্ক্রিনশট, মাইক্রোফোনের নিয়ন্ত্রণ, ক্যালেন্ডারের তথ্য ও বিভিন্ন আইডিতে জমা রাখা ঠিকানাও নিয়ে নিতে পারবে।

প্রতিরোধ ও প্রতিকার

২০১২ইং এর শুরুর দিকে ম্যালওয়্যার প্রতিহত করতে “লেপার্ড” ও “লায়ন” নামে সিকিউরিটি প্যাক ১০.৬ এবং ১০.৭ সংস্করণ প্রকাশ করে অ্যাপল। তবে 'ব্যাকডোর ওএসএক্স মোরকাট ভাইরাসটি প্রতিরোধ করতে এটি অচল। এখন পর্যন্ত কতগুলো এ্যাপল কম্পিউটার 'ব্যাকডোর ওএসএক্স মোরকাট ভাইরাসে আক্রান্ত তাও এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয় নি।

আরও বিস্তারিত জানার জন্য এই লিংক দুটি দেখা যেতে পারে।

 

http://www.securelist.com/en/blog/719/New_malware_for_Mac_Backdoor_OSX_Morcut

http://www.kaspersky.com/about/news/virus/2012/New_Mac_OS_X_Backdoor_Being_Used_for_an_Advanced_Persistent_Threat_Campaign

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল কিচু জানলাম

Level 0

তথ্য প্রযুক্তি সং বাদের সাথে আপডেটেট রাখার জন্য ধন্যবাদ।

কোন কিছুই আসলে অপ্রতিরোধ্য না,আশা করি ম্যাক এ সমস্যা থেকে মুক্ত হবে

    @Ochena Balok: দেখুন, ম্যাককে বলা হতো কোনদিন ভাইরাসে আক্রান্ত হবে না। টাইটানিক যখন ডুবতে পেরেছে ম্যাকে ভাইরাস এসেছে এটা আশ্চর্য হবার মতো কোনো বিষয় না। ধন্যবাদ!!!!

সত্যি বলতে কি, আমার একটু ভালই লাগছে। ম্যাক এর ঐ অহংকার আমার ভাল লাগত না।