আপনাদের মধ্যে যারা SEO নিয়ে যথেষ্ট ভাবনাচিন্তা করেন তারা নিশ্চয় keywords meta tag নিয়ে প্রচুর গবেষণা করেছেন, কিভাবে ভাল ভাল কীওয়ার্ড দিয়ে গুগল সার্চ ইঞ্জিনে উন্নততর স্থান পাওয়া যায় এবং আরো বেশি পাঠককে আপনার ব্লগ কিম্বা ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট করা যায় ইত্যাদি নিয়ে। কিন্তু এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এই Meta Keywords Tag'কে একেবারেই মূল্য দেয়না। অন্ততপক্ষে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করার ক্ষেত্রে তো নয়ই। গুগল রোবট Googlebot'এর কাছে এখন মেটা কীওয়ার্ড ট্যাগ সম্পুর্ণরূপে মৃত। কোনোই মূল্য নেই এই ট্যাগের।
আমি এখনও সঠিক জানিনা যে গুগলের অন্যান্য রোবট অর্থাৎ এডওয়ার্ড রোবট (Adsbot-Google), এডসেন্স রোবট (Mediapartners-Google) এসব রোবটের কাছে এর কোনো মূল্য আছে কিনা। তবে Search Engine Optimization'এর ক্ষেত্রে Meta Keywords Tag এখন একেবারেই অর্থহীন বস্তু।
অনেকেই মনে করেন এডসেন্স বিজ্ঞাপনগুলি পেতে সাহায্য করে মেটা কীওয়ার্ড ট্যাগ। কিন্তু এটা ভ্রান্ত ধারনা। অনেকের ব্যাক্তিগত ব্লগ আছে যা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিত্তি করে নয়। তারা মেটা ট্যাগে নির্দিষ্ট কীওয়ার্ড ব্যাবহার করেন না কারন তাদের এক একটি ব্লগ পোস্ট আলাদা আলাদা বিষয়ের উপরে লেখা থাকে। তাদের সব বিজ্ঞাপন আসে পাতায় লেখা বিষয়বস্তুর উপরে ভিত্তি করেই, রোবট ব্লগ/ওয়েবসাইটের লেখা থেকেই কীওয়ার্ড নেয়।
কিন্তু কেন সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কীওয়ার্ড মেটা ট্যাগ অর্থহীন? কারন একই কীওয়ার্ড আমি, আপনি এবং বিশ্বের কোটি কোটি ইউজার তাদের ব্লগ/ওয়েবসাইটে ব্যাবহার করলে কিভাবেই বা গুগল সার্চ ইঞ্জিনে আমাদের স্থান নির্ধারন করবে? কীওয়ার্ডের ক্ষেত্রে কোনোই কপিরাইট হয়না। তাইনা? সুতরাং একই কীওয়ার্ড অনেকেই ব্যাবহার করছেন। তাছাড়া, আমি মেটা ট্যাগে যা লিখলাম, আসল ওয়েবসাইটের পাতায় সেই বিষয়বস্তু নাও থাকতে পারে। এইভাবে অনেক স্প্যাম হচ্ছে। ইন্টারনেট জগতে স্প্যামার তো কম নেই!
এই কীওয়ার্ড মেটা ট্যাগের প্রচলন প্রথমে শুরু করেছিল Infoseek এবং AltaVista (১৯৯৬'এর দিকে), তার পরেই Inktomi শুরু করে দেয় এর ব্যাবহার ১৯৯৭'এর দিকে, তার পরেই Lycos। এখন শুধুই Inktomi এই ট্যাগ ব্যাবহার করে, বাকিরা নয়। গুগলের এই বিষয়ে ব্লগ পোস্ট আছে, সেটি পড়ে নিতে পারেন Google Webmaster Cental ব্লগে। এখানে গুগল নিজেই জানিয়েছে যে তারা কীওয়ার্ড মেটা ট্যাগ একেবারেই গণ্য করেনা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করার ক্ষেত্রে।
গুগল ইমেজ সার্চ থেকে এই মজার ছবিটি পেলাম এই বিষয়ে...
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
ধন্যবাদ