অন্য রকম মজার হিসাব !!!
এবার আপনিও আমার পরিবারের সদস্য সংখ্যা কত তা বলে দিতে পারবেন ।
[ হয়তোবা অনেকেই জেনে থাকবেন । তাতে সমস্যা কী? সবাই তো সব জান্তা নয়। সবাইকে জানার জন্যই তো এ আয়োজন ।]
এবার আমার সাথে আপনার হিসাব মিলান ।
আপনার বাড়িতে আপনার বাবা মা আছেন । তারা সংখ্যাতে দুজন ;
তাই............
ক) প্রথমে ২ নিন ।
খ) এরপর এর সাথে আপনার বোনের সংখ্যা যোগ করুন , না থাকলে ০ যোগ করবেন ।
গ) যোগফলের সাথে ২ গূন করুন ।
ঘ) গুনফলের সাথে ১ যোগ করুন ।
ঙ) অতঃপর একে ৫ দ্বারা গুন করুন ।
চ) সবশেষে আপনার ভাইয়ের সংখ্যা যোগ করুন ।
যোগফল যা হল তা আমাকে বললেই আমি আপনাকে বলে দিব আপনার ভাই এবং বোনের সংখ্যা কত হবে ।
এবার সমাধান দেখুনঃ
আপনি আমাকে যে মোট যোগফল বলবেন তা থেকে আমি ২৫ বিয়োগ করব।
বিয়োগফলের বাম পাশের অংক হবে বোনের সংখ্যা এবং ডান পাশের অঙ্ক হবে ভাইয়ের সংখ্যা ।
উদাহরণঃ
৫ বোন ও ৩ ভাই বিশিষ্ট পরিবারের হিসাবঃ
২+ ৫* ২+ ১ *৫ +৩= ৭৮
উত্তরঃ ৭৮-২৫=৫৩
বোন= ৫ এবং
ভাই= ৩
বলুন তো আমরা কয় ভাই বোন? আমার মোট যোগফল ( ৪৬)
আমি Rakib Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন , অনেক মজা পেলাম