অন্য রকম মজার হিসাব !!! এবার আপনিও আমার পরিবারের সদস্য সংখ্যা কত তা বলে দিতে পারবেন ।

অন্য রকম মজার হিসাব !!!
এবার আপনিও আমার পরিবারের সদস্য সংখ্যা কত তা বলে দিতে পারবেন ।
[ হয়তোবা অনেকেই জেনে থাকবেন । তাতে সমস্যা কী? সবাই তো সব জান্তা নয়। সবাইকে জানার জন্যই তো এ আয়োজন ।]

এবার আমার সাথে আপনার হিসাব মিলান ।
আপনার বাড়িতে আপনার বাবা মা আছেন । তারা সংখ্যাতে দুজন ;
তাই............
ক) প্রথমে ২ নিন ।
খ) এরপর এর সাথে আপনার বোনের সংখ্যা যোগ করুন , না থাকলে ০ যোগ করবেন ।
গ) যোগফলের সাথে ২ গূন করুন ।
ঘ) গুনফলের সাথে ১ যোগ করুন ।
ঙ) অতঃপর একে ৫ দ্বারা গুন করুন ।
চ) সবশেষে আপনার ভাইয়ের সংখ্যা যোগ করুন ।

যোগফল যা হল তা আমাকে বললেই আমি আপনাকে বলে দিব আপনার ভাই এবং বোনের সংখ্যা কত হবে ।

এবার সমাধান দেখুনঃ
আপনি আমাকে যে মোট যোগফল বলবেন তা থেকে আমি ২৫ বিয়োগ করব।
বিয়োগফলের বাম পাশের অংক হবে বোনের সংখ্যা এবং ডান পাশের অঙ্ক হবে ভাইয়ের সংখ্যা ।

উদাহরণঃ
৫ বোন ও ৩ ভাই বিশিষ্ট পরিবারের হিসাবঃ
২+ ৫* ২+ ১ *৫ +৩= ৭৮
উত্তরঃ ৭৮-২৫=৫৩
বোন= ৫ এবং
ভাই= ৩
বলুন তো আমরা কয় ভাই বোন? আমার মোট যোগফল ( ৪৬)

Level 0

আমি Rakib Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল টিউন , অনেক মজা পেলাম

    @power24: আমকেও বেশ ভালো লাগলো। কমেন্ট করার জন্য।

@power24: Thank You

Level 0

ভাই আপনারা ২ বোন ১ ভাই। ধন্যবাদ আপনাকে ।

Level 0

ভাই আপনারা ২ বোন ১ ভাই। ধন্যবাদ

    @azambd: ভাই আপ্নাকেও ধন্যবাদ। আপনি সফলকাম। অপু.পশ্চিমবাংলা ভাই তাঁর কমেন্টে তো একেবারে ফাটায়া দিছে।

আরেহ দারুনতো । পুরা ফাটাইআ দিলেন । খুবই মজা পাইলাম ।আরো মজার কিছু থাকলে শেআর কইরেন । আপনাকে অনেক ধন্যবাদ ।

হেই রহম টিউন ভাইরে। মুই চাই এই রহম টিউন আরও করেন

reverse korlai to hoi..moja pai nai

ভাই আমার ১১ ভাই এবং ২ বোন একটু হিসাব টা মিলায়ে দিন তো

    @Emrul islam: ভাই আপনার হিসাব টা একটু ঝামেলায় আছি। এখানে সূত্রের সীমাবদ্ধতা/ব্যতিক্রমতা দেখতে পাচ্ছি, আর এটি তো স্বাভাবিক ব্যাপার।অনেক হিসাব ই মিলছে ,তবে আপনার টা………।

ভাই একটা পরিবারে মা আছে বাবা নেই,৩ বোন ২ ভাই টোটাল ৬ জন।আপনার সুত্র মতে তো মিলল না।হিসেব তা মিলিয়ে দিন তো।

    @মুরাদ: ভাই আপনি তো অনেক আগেই সমাধান পেয়েছেন অপু.পশ্চিমবাংলা ভাইয়ের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, অপু ভাইকে ধন্যবাদ।

মুরাদ ভাই আমি আপনাকে একট্য সাহায্য করছি । আপনি বলেছেন – আপনার সূত্র মত মিলল না ! আসলে একটু –গভীর ভাবে ভাবলে দেখবেন । এতা একটা সিম্পল ম্যাথ পাজল । পাজল টার ভেতরে একটু ধুকে দেখা যাক কি বলতে চাইছে ।
ধরি বোনের সংখ্যা x ও ভাই এর সংখ্যা =y
তাহলে ফর্মুলা দাঁড়ায় –
[ (2+x ) 2+1] 5 + y
= [4+2x +1] 5 +y
= [5+2x] 5 +y
=25 +10x + y
এই ত সহজ ফর্মূলা
এখান থেকে ২৫ বাদ দিলে পড়ে থাকে 10x +Y
অর্থাৎ দশকের ঘরের সংখ্যাটা বোনের ও এককের ঘরের সংখ্যা তা ভাই এর

এবার আসি আপনার সমস্যা টাতে –
আপনার সমস্যায় বাব নেই মা আছে , তাই প্রথমে যেখানে আমরা ২ বসিয়েছি সেখানে ১ বসাতে হবে।

[(1+x ) 2+1] 5 + y
= [2+2x +1] 5 +y
= [3+2x] 5 +y
=15 +10x + y

আপনার ক্ষেত্রে তাই 15 বিয়োগ করতে হবে ।
দেখুন মিলল কিনা
[(1+x ) 2+1] 5 + y
= [2+2x +1] 5 +y
= [3+2x] 5 +y
=15 +10x + y
=15+30+2
=47

এবার ১৫ বিয়োগ করলে ৪৭-১৫=৩২ । ৩ বোন ২ ভাই

একই রকম ভাবে যদি পরিবারে বাবা মা কেউ না থাকে কি হবে নিজে নিজেই ফর্মূলা ।বের করা যাবে । ওঙ্কের মোল টিপস X কে 10x ও y কে শুধু এককের ঘরের y রাখতে হবে ।

Level 0

জটিল হইছে, চালিয়ে যাও। আমরা আছি আপনার সঙ্গে।

Thank you