Perfect Money তে একাউন্ট খোলার সহজ পদ্ধতি

অনলাইনে ডলার লেন-দেন এর ক্ষেত্রে আমরা সাধারনত  Payza, PayPal, Liberty Reserve প্রভৃতি  কেই বেশি প্রাধান্য দেই। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি অনলাইন ডলার লেন-দেন এর একাউন্ট Perfect Money এর সাথে। অনেকেরেই হয়তো এখানে একাউন্ট আছে। আর যাদের নেই তাদের বলবো খুলে ফেলুন একটা একাউন্ট। হয়তো প্রয়োজন হতে পারে কোনো এক দিন।

Perfect Money এর সুবিধা গুলো হলো-

-   এটি সম্পুর্ন ফ্রি।

-   সব ধরনের ফরেক্স সাপোর্ট করে।

-   সব ধরনের ইনভেস্টমেন্ট সাইট যেমন JustBeenPaid সাপোর্ট করে।

-   এর সিকিউরিটি অত্যান্ত ভালো।

-   টাকা তোলাও অনেক সহজ।

তো শুরু করা যাক....

প্রথমে এখানে ক্লিক করুন

Perfect Money এর Home পেইজ আসবে।

সেখান থেকে Signup এ ক্লিক করুন। নিচের ছবিটার মতো একটা পেইজ আসবে।

নিচে দেখুন Create an Account এর নিচে একটা ফর্ম আছে। পুরো ফর্মটি ভালভাবে পূরণ করুন এবং অবশ্যই একটি সিকিউরড মেইল ব্যবহার করুন এখানেই আপনার টি আসবে যা আপনার একাউন্ট এ লগিন করার জন্য প্রয়োজন।

Account type টি Personal ই রাখুন ।

এবার I agree with terms and conditions. এ ক্লিক করে এ ক্লিক করুন।

নতুন একটি পেইজ ওপেন হবে সেখান থেকে My Account এ ক্লিক করুন।

নিচের মতো একটি পেইজ ওপেন হবে

এখানে আপনার Member ID:, Password: এবং Turing number: যথাযথ ভাবে দিয়ে এ ক্লিক করুন।

এবার আপনি প্রবেশ করবেন আপনার Member Area তে

এভাবেই পেয়ে আপনার একাউন্ট।

বি: দ্র: আপনার ই-মেইল এ দুটো মেইল যাবে Perfect Money থেকে, এর প্রথমটিতে আপনি আপনার Member ID পাবেন

ধন্যবাদ।

আমার ওয়েবসাইট

ফেসবুকে আমি

Level New

আমি Arif akhanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরিফ আখন্দ ১৯৯০ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি YITAI Group এ Manager (Marketing) পদে কর্মরত আছেন। তার Website Address: www.ebookbd.net । ভালবাসেন প্রযুক্তির সাথে থাকতে এবং নতুন কিছু শিখতে। প্রিয় উক্তি: দেশ আপনাকে কী দিয়েছে সেটা না ভেবে আপনি দেশকে কী দিয়েছেন সেটা ভাবুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valoi laglo. Apni ki er maddhome taka tulte perechen?

Level New

ভাই আমি Perfect Money এর মাধমে ডলার ট্রান্সফার করেছি কোনো সমস্যা ছাড়াই, কিন্তু টাকা তোলা হয়নি

LR is better than PM.
PM এর ইউজার কম।

Level New

অবশ্যই লিবার্টি বেটার, আমি তো বলব শুধু বেটার না অন্যান্য একাউন্ট এর চাইতে বেস্ট…. কারণ এর নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ….

ভাই মেম্বার id কি একাউন্ট নাম্বার । মানে payza যেমন ইমেইল দিতে হয় perfect money তে কোনটা দিতে হবে।

Perfect money id বের করতে পাছিনা plz…help me…..

Level 0

perfect money ki national id deia verify korte hoi naki..