পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপানদের একটু চিন্তা করতে বলবো যদি এমন হতো পৃথিবীতে ইন্টারনেট নামের জিনিসটা যদি না থাকে তাহলে কি হতো? আমাকে যদি কেউ বলে ইন্টারনেট ছাড়া একটা পৃথিবী আমি বলবো এর মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আপনার কাছে কি মনে হয়? একটা সময় ছিলো যখন নতুন টেকনোলজি বলতে আমর কাছে ছিলো Sony Walkman cassette player এই ক্যসেট প্লায়ার ছিলো ১৯৯৮ সালে। এটাই ছিলো আমর কাছে ওই সময়ের নতুন টেকনোলজি। আমার থেকে বয়শে বড় কেউ এই পোস্ট টি পড়লে তারা আরো ভালো এই বেপারে বলতে পারবে। আগে কোনো সংবাদ জানতে হলে খবরেরকাগজ পড়তে হতো কিন্তু এখন পাশে ইন্টারনেট আছে বলে যখন ইচ্ছা তখন প্রথমআলো ব্লগ বা বিডিনিউজ ২৪ এ গিয়ে এই এখন কি হলো দেশে তা জেনে নিতে পারি। কাওকে চিঠি পাঠালে সেই চিঠি কবে পৌছাবে তার কোনো ঠীক নাই। চিন্তা করতে গেলে নিজের মনের ভেতরে ভয় পেয়ে যাই। এটা চিন্তা করতে অনেক অবাক লাগে ১০ বা ১২ বছরেই আমাদের দেশ কতো বদলে গেছে। তাই বলে আমি এটা বলবনা যে আমাদের দেশ অনেক এগিয়ে আছে। পৃথিবীর অন্যান্য দেশের থেকে এখনো অনেক পিছিয়ে আছে। যাই হোক আজকের পোস্টে আপনাদের কিছু জানানোর নাই কিন্তু অনেক কিছু যা আপনাদের কাছ থেকে জানার আছে। এখন Facebook আর Twitter সময়ে এসে এই সব পুরনো জিনিস না নিয়ে আলোচনা না করাটাই ভালো। আপনারা আমার থেকে অনেক ভালো জানেন।
তাই আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এই বর্তমান অবস্থায় কি মনে করেন? পৃথিবীটা কোনদিকে যাচ্ছে বা কোনদিকে গেলে ভালো হয়? এই ইন্টারনেট জগত টাকে কি বদলানো উচিত? এই ইন্টারনেট জগতটা কি আমাদের আরো অধপতনের দিকে নিয়ে যাচ্ছে? যদি অধপতনের দিকে নিয়ে যায় তাহলে এখন থেকে কি করা উচিত?
আমি আসিফ বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সুন্দর তথ্যবহুল টিউন। ইন্টারনেট দুনিয়াকে অবশ্যই উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সন্দেহ নেই তবে আগুন কে ভাল এবং মন্দ দুই কাজেই ব্যাবহার করা যায়। চূড়ান্ত ভাবে আমরা ধীরে ধীরে কেয়ামতের দিকে ধাবিত হচ্ছি বলেই এই পথটা একদিন বেঁকে যাবে।
আমরা ধন্য এই তথ্য প্রযুক্তরি যুগে জন্মে। এরপরও যদি আমরা আমাদের মঙ্গল করতে না পারি এর জন্য দায়ী তো আমরাই।
উৎসাহিত করছি আপনাকে।