কেমন আছেন সবাই? কাজের কথায় আশি। আমরা প্রায় সবাই জানি ভিডিও দেখার সব থেকে বড় সাইট হচ্ছে You Tube কিন্তু ছবি/চিত্র দেখার ভালো সাইট গুলোর নাম কি জানেন? আমর মনে হায় অনেকেই হাত জানেন কিন্তু যারা জানেন না তারা আজ জেনে নিন। এই রকন অনেক সাইটই আছে আমি আপনাদের কাছে আমার কিছু পছন্দের ছবি/চিত্র সাইট নিয়ে আলোচনা করবো।
ছবি সন্ধান করার জন্য Flickr হচ্ছে সব থেকে বড় গেলারি। এখানে আপনি যেকোনো ধরনের ছবি দেখে নিতে পারেন। আপনার পছন্দ ছবি খুঁজে নিতে হবে। আপনি রেজিস্ট্রেশন করতে পারেন না করলে কোনো ধামেলা নেই। রেজিস্ট্রেশন করতে হলে ইয়াহু একাউন্ট হলেই চলবে।
গুগল এর নিজেস্য একটি ছবি গেলারি আছে আপনি সেখান থেকে ছবি নামিয়ে নিতে পারেন। এ জন্য আপনাকে কোনো একাউন্ট করতে হবে না আপনাকে সুদু গুগল সার্চ ইঞ্জিন এ Google Image Search শব্দটি লিখতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন গুগলের ছবি গেলারি।
ওপেন ক্লিপ আর্ট লাইব্রেরী এখান থেকেও আপনি প্রচুর পরিমানে ছবি নামিয়ে নিতে পারেন। এটাও একটি জনপ্রিয় ওয়েবসাইট ছবি নামাতে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। পছন্দের ছবি বের করে নিতে সার্চ করে বের করতে হবে।
ক্রিয়েটিভ ১২৩ এখান থেকেও আপনি প্রচুর পরিমানে ছবি নামিয়ে নিতে পারেন। এটাও একটি জনপ্রিয় ওয়েবসাইট ছবি নামাতে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। পছন্দের ছবি বের করে নিতে সার্চ করে বের করতে হবে।
এনিমেল ফটোস ইনফো যারা পশু প্রাণী বা জীবজন্তু পছন্দ করেন তাদের জন্য এ সাইট যথেষ্ট। এখানে সব ধরনের জীবজন্তু ছবি আছে। এটাও একটি জনপ্রিয় ওয়েবসাইট ছবি নামাতে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। পছন্দের ছবি বের করে নিতে সার্চ করে বের করতে হবে।
আমি আসিফ বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
valo tune