ধুমপান ছাড়া টা অনেক কষ্টকর কারণ এটা অন্যান্য এডিকসন মতই। যারা ধুমপান করে তারা প্রতেকেইধুমপান ছাড়তে চায় কিন্তু কোনো না কোনো কারণে পারেনা। বর্তমানে এই সিগারেট এর দাম এত বেরেগেছে তবুও ধুমপাইরা এটা খেয়েই জাচ্ছে। যারা সিগারেট খায় তারা যদি ধুমপান ছাড়তে পাড়ে তাহলে তাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আমরা সবাই জানি যে ধুমপান করলে শরীরের কতটা ক্ষতি হয় এবং যে ধুমপান করছে তার আসে পাশের লোকজনেও অনেক ক্ষতি হয়। আর একজন ধুমপাই তার ধুমপান ছাড়ার জন্য এই কারণ গুলো যথেষ্ট। তবুও যারা ধুমপান ছাড়তে পারতেছেন না তাদের জন্য আমি আজকে কিছু মোবাইল এপ্লিকেশন নিয়ে এসেছি যা আপনার ধুমপান ছাড়তে সাহায্য করবে। আর কথা না বাড়িয়ে কি কি এপ্লিকেশন আছে তা আপনাদের জানাই। এই এপ্লিকেশন গুলো Android iOS ও Blackberry ফোন গুলোতে কাজ করবে।
এটি একটি অবিশ্বাস্য পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত Android এপ্লিকেশন যা ধুমপানএর মতো বাজে অভ্যাস দূর করতে সাহায্য করবে। এই এপ্লিকেশনএর রেটিং (Google Play 4.5 stars) এই এপ্লিকেশন আপনাকে বলে দিবে কিভাবে আপনি ধূমপান থেকে বিরত থাকবেন।
QuitNow! আপনাকে বলে দিবে কখন আপনি লাস্ট ধূমপান করেছেন, কটা সিগারেন আপনি খেয়েছেন এবং কি পরিমান সময় আপনি বাঁচিয়েছেন। এটা আসলে একটা খেলার মতো আপনি যত কম সিগারেটখাবেন ততো বেশি টাকা, সময় রক্ষা করতে পারবেন
এটা অনেক দামি একটি এপ্লিকেশন যার মধ্যেমে আপনি ধূমপান করা বন্ধ করতে পারেন। এটা দামি বলে এটার বৈশিষ্ট্য অনেক বেশি। আপনি যদি চিন্তা করেন যে এত দামি এপ্লিকেশন কিনে ব্যবহার করবনা তাহলে আপনাকে আমি বলবো এক প্যকেট বেনসন সিগারেট কিনে তো ঠিকই খাচ্ছেন। তখন তো টাকার হিসাব করেন না! এই এপ্লিকেশন কে সুদু আপনি বলবেন আর এপ্লিকেশনটি আপনাকে কিছুক্ষণ পড় পড় আপনাকে রিমাইন করেদিবে ধূমপান থেকে বিরত থাকুন।
এই এপ্লিকেশন টি ফ্রী এই এপ্লিকেশন যাদের টাকা খরচ করার কোনো ইচ্ছা নাই তারা এই এপ্লিকেশন বাবিহার করতে পারেন। আপনি সুদু লিখবেন দিনে পানি কত গুলি সিগারেন খান এবং কতো টাকা খরচ হয়। যখন আপনার সিগারেট খাওয়া কমে জাবে এপ্লিকেশন টি বলে দিবে কতো টাকা আপনি সভ করেছেন আর বুযতে পারবেন কতো টাকা আপনি এই সিগারেট এর পেছনে খারচ করেছেন।
অনেক বেশি লিখে ফেলেছি আর লিখতে পারতেছি না। লিখায় কোনো ভুল থাকলে ক্ষমা করেদিয়েন। আর কেমন লাগলো তা জানাবেন। ধন্যবাদ পোস্ট টি পারার জন্য।
আমি আসিফ বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই ! ভালো লাগল । আরো একবার চেষ্টা করে দেখব !
একটা কথা বলি –
সিগারেট ছাড়া খুব সহজ , কারন আমি অনেকবার ছেড়েছি !
না না এটা আমার কথা না , প্রবাদ প্রতিম মার্ক টোয়েন এর কথা ।
যাই হোক আরো একবার দেখাই যাক । আর পোস্টের গন্য এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা