সালাম
ক্যামন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আজকে আবাএ একটা টিউন নিয়ে এলাম। টিউন টা খুব বেশি বড় কিনা কিনা জানিনা। তবে যারা জানেননা তাদের হয়ত কাজে লাগতে পারে। আমার নিজের আইফোনে বাংলা লিখতে পারছিলাম না। তাই ভাব্লাম খুজে দেখি কোনো উপায় আছে কিনা। খুজে পেয়ে গেলাম অভ্র দিয়ে বাংলা লেখার উপায়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগে পোস্ট হলে ক্ষমা করবেন
অনেকেই আইফোন দিয়ে বাংলা সাইট ব্লগ গুলো ভিজিট করেন, কিন্তু বাংলায় কমেন্ট লিখতে পারেন না। আইফোনেও ঠিক পিসির মতই অভ্র দিয়ে বাংলা লেখা যায়। কিভাবে লিখবেন সেটা নিচে বলছি।
আইওএস এ কোন অফিসিলিয়াল ইনপুট মেথড নেই বাংলা লেখার জন্যে। তবে অভ্র সফটওয়ার একটি প্ল্যাটফর্ম বানিয়েছে যেটা দিয়ে আপনি বাংলায় লিখতে পারবেন আইফোনে।
প্রথমে আপনার আইফোন/আইপড/আইপ্যাড এর সাফারি ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইট এ যেতে হবে http://www.VistaArc.com/iAvroPad/
এবার ব্রাউজারের শেয়ার বাটনে ট্যাপ করুন নিচের ছবির মত।
এবার Add Home Screen এ ট্যাপ করুন। এর ফলে আপনার হোম স্ক্রিনে অভ্রোর টাইপপ্যাড থাকবে।
ব্যাস হয়ে গেলো। এখন আপনি বাংলা লিখতে চাইলে হোম স্ক্রিন থেকে iAvroPad এ ক্লিক করুন। একটা এডিটর আসবে। এখানে এখন আপনি ফোনেটিক ফরম্যাটে বাংলা লিখতে পারবেন।
আপনি যদি ব্লগে বাংলায় কমনেট করতে চান, তাহলে এখানে বাংলায় লিখে কপি করে ব্লগে পেস্ট করে দিন। লেখা কপি করতে লেখা শেষ হলে এডিটরের ওপরে ট্যাপ করে ধরে রাখুন, একটা মেনু আসবে, সেখানে select all ক্লিক করুন, তার পর আরেকটা মেনু আসবে, এখান এ copy ক্লিক করুন। এবার ব্লগ পোস্ট এডিটরে যেয়ে আবার ট্যাপ করে ধরে রাখুন, paste অপশন পাবেন, ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।
আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন
স্মার্টফোন এর জন্য এরকম কোন সিস্টেম আছে কি?
মানে এন্ড্রোয়েডে বাংলা লেখা বা দেখার কোন উপায় আছে কি???