ডিএসই এর সাইটে, কোন শেয়ার এর দাম, আপনার আগে থেকে সেট করা দামে পৌছানোর সাথে সাথে যদি আপনার মোবাইলে মেসেজ দেয় তবে কি আপনার উপকার হবে?

এমন যদি হয়, আপনি কোনো ওয়েবসাইটকে বলে রাখলেন যে, তিতাস গ্যাস এর শেয়ার এর দাম ৭৩০ টাকা হলে আমাকে একটা এসএমএস দিও।এখন আপনার হয়ে ডিএসই এর সাইট সারাক্ষন মনিটর করবে সেই ওয়েবসাইটটি আর আপনি মনের সুখে আফিসের কাজ করতে থাকলেন কিম্বা মনের আনন্দে গান গাইতে গাইতে বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকলেন। আর ওয়েবসাইটটি আপনার বলা দাম ধরে মনিটর করতে থাকল এবং শেয়ার এর দাম আপনার আগে সেট করা দামে পৌছানোর সাথে সাথে আপনাকে এসএমএস করে দিল আর আপনি এসএমএস পাওয়ার সাথে সাথে ফোন করে কিনে নিলেন আথবা বিক্রি করে দিলেন আপনার শেয়ারটি। শত ব্যাস্ততার মাঝেও আপনি কোন প্রকার খাটনি ছাড়াই এভাবে যদি নটিফিকেশন পান তাইলে কি আপনার উপকার হবে? যদি পার এসএমএস ৫ টাকা কিম্বা ১০ টাকা চার্জ করা হয় তাহলে কি আপনি মনে করেন যে আপনার ৫/১০ টাকা ব্যাপার না তারপরও এরকম একটা সুযোগ থাকলে সুযগটা নিবেন, আপনার উপকার হবে?

জ্যি না আমি জানি না এমন কোনো সাইট ঢাকার শেয়ার বাজার মনিটর করে এমন সার্ভিস দেয় কিনা। তবে আমি এরকম একটা এ্যপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছি, কিন্তু শেয়ার মার্কেট সমম্পকে ভালো ধারণা নেয় বলে আমি ঠিক বুজছি না, এটা আসলে  মানুষের কেমন উপকারে আসবে, কিম্বা মানুষ এই ৫/১০ টাকা করে এসএমএস চার্জ ধরলে সেবাটিকে কিভাবে নিবে। আর আমি সেবাটি ফ্রী দিতে পারছি না কারণ, আমার এসএমএস পাঠাতে টাকা লাগবে, এ্যডভের্টাইজ করতে হবে, একটা সারভার নিতে হবে – মানে আমার ইনভেস্টমেন্টের সাথে অপারেটিং কস্টও পড়বে। তবে আমি নিজেই প্রোগরামার বলে এ্যপ্লিকেশন ডেভেলপ করতে মোটামুটি আমার মাথা আর শ্রম ই যথেষ্ট । হ্যা আপনাদের এইসব বলছি কারণ, আমি একা একা আসলে এটা শুরু করলে সফলভাবে শেষ করা কঠিন হবে কারণ, আমি চাকরি করি।সময়টা আমার জন্য আনেক বড় ব্যাপার।সুতরাং মার্কেটিং এর হেল্প দরকার, ইনভেস্টমেন্টের হেল্প দরকার। তবে ইনভেস্টমেন্ট খুব বেশি লাগবে না। তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সাথে এই বিজনেসে ইনভেস্ট করতে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনভেস্ট খুবই কম লাগবে, সমস্ত টেকনিক্যাল বিষয় আমি দেখব। সুতরাং আপনার প্রোগরামিং জ্জান শুন্য হলেও সমস্যা নাই। তবে মার্কেটিং এ আমি প্ল্যানিং এ হেল্প করব কিন্তু এক্টিভ থাকতে হবে আপনাকে। আর টেকনিক্যাল বিষয় পুরাটা আমি একাই দেখব। আপনি যদি আমার সাথে এই বিজনেস করতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করুন।

আর সেবাটি নিতে চান কিনা, বিজনেসটা আদৌ চলবে কিনা, কেন চলবে না, এর আসুবিধা কি এইগুলো একটু কমেন্টস আকারে জানালে উপকার হয়। ধান্যবাদ।

মোবাইল ঃ +৮৮০১৯১৯০৯৪২৪৬

ইমেইল ঃ [email protected]

Level 0

আমি programmermamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am mamun,Software Engineer.Passed from KUET at March,2008.Now working in Nitol TATA as software engineer.My cell is 01919094246


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আরে মামুন ভাই যে, আমাকে বলতে না বলতেই টিউন করে ফেললেন.. এবার বুঝেছি পুরা ব্যপারটা। খুবই ভালো উদ্দোগ। আমি আছি আপনার পাশে।

আইডিয়াটা আমার পছন্দ্য হয়েছে ,,,,,,,,…….. যেহেতু এই ধরনের সার্ভিস বর্তমানে বাজারে নেই, আমার মনে হয় সার্ভিসটার প্রতি একটু কেয়ার নিলে এটাকে দাড় তরানো সম্ভব। আমিও পাশে আছি মামুন ভাই!

Level 0

There is already similar service in the market. GP’s bull provide this alert service for regular sms charge [2tk+vat]. So I think it will be difficult to get clients who will pay 5 or 10 tk. Other than that the idea is good.

হ্যা আইডিয়াটা যে ভাল তাতে কোন সন্দেহ নেই। কিন্তু যদি সেটা ফ্রিতে দেয়া যেত তবে অনেক বেশী উপকৃত হত সবাই।

মামুন ভাই কেমন আছেন ? আপনার প্রস্তাবটি মন্দ না, কিন্তু সার্ভিস চার্জ কমাতে হবে, ২ টাকা প্রতি এস.এম.এস অথবা তারও কম। মান্থলি সাবস্ক্রিপসন ফি ধার্য করা যেতে পারে। টাকা পয়সা তো নাই ভাই “দরিদ্র বঙ্গ সন্তান” তবে গতরে খাটতে (মার্কেটিং বা এডমিন এর কাজ করতে) রাজী আছি। প্রয়োজন পড়লে আওয়াজ দিয়েন, পাশে থাকব ইনশাআল্লাহ..। মেইল আইডি : [email protected]

ভাই এত কষ্ট করে আইডিয়াটা বের করেছেন অথচ কি দুঃখের কথা এই কাজ DSE আগেই করে ফেলেছে। এই লিংক এ ক্লিক করে Dsebd.org সাইট থেকেই দেখে নিন। http://www.dsebd.org/dse_faq.php

সাইটির নিচের দিকে চলে যান লেখা দেখতে পাবেন।

BlogBD bhai,বুল সাভিস মাসিক ১৫০ টাকা কাটে। ১৭৩।৫০ টাকা ভেট সহ