কি ভাবে উইন্ডোজ এক্সপি কে উইন্ডোজ সেভেন এর রুপ দিবেন?

আমার জানা মতে অনেক পাবলিক আছে যারা এক্সপি ব্যবহার করতে পছন্দ করেন।কিন্তু তাদের এই কথাটি মানতে হবে যে এক্সপি থেকে দেখতে ভিসতা সুন্দর আর ভিসতা থেকে উইন্ডোজ সেভেন।যা হোক কাজের কথায় আসি যারা এক্সপি ব্যবহার করতে পছন্দ করে আবার উইন্ডোজ সেভেন সুন্দর রুপটাও চায় তাদের জন্য এই টিউন।
নিচের ধাপ গুলা অনুসরণ করে আপনি আপনার উইন্ডোজ এক্সপি কে উইন্ডোজ সেভেন এর রুপ দিতে পারবেন।তবে সবার আগে আপনাকে সিস্টেম রিস্টোর পয়েন্ট সেট করে নিতে হবে যাতে কোন রকম ভুল হলে আগের জাগায় ফিরে আসতে পারেন।

যে ভাবে করবেন -

১* এখানে ক্লিক করে ১৪ মেগা বাইটের ফাইলটি ডাউনলোড করুন।

২* ফাইলটি আনজিপ করে win7files ওপেন করুন।এবার আপনি দেখতে পাবেন ৭টি ফোল্ডার।
t1

৩* step 1 - win7 theme ফোল্ডারটি ওপেন করুন।তারপর theme ফোল্ডারটি ওপেন করুন।

৪* এবার theme.exe ফাইলটি ইনস্টল করে Apply করুন।দেখবেন আপনার টাস্কবার ও background পাল্টে গেছে।

৫* এবার আবার step 1 - win7 theme ফোল্ডারটিতে ফিরে গিয়ে Styler toolbar ফোল্ডারটি ওপেন করুন।
t2

৬* এবার আপনি দুটি exe ফাইল দেখতে পাবেন।প্রথমে First install me ফাইলটি ইনস্টল করুন এবং তারপর then run me ফাইলটি ইনস্টল করুন।
t3

৭* এবার আপনাকে start > All programs > Styler > styler ক্লিক করতে হবে।
t4

৮* এবার Styler আইকন এ ক্লিক করে Show তে ক্লিক করুন।
t5

৯* SevenVGRT তে ডাবল ক্লিক করুন এবং দেখুন।

১০* এবার আবার step 1 - win7 theme ফোল্ডারটিতে ফিরে গিয়ে iconized taskbar hack ফোল্ডারটি ওপেন করে install.Reg ফাইলটি ইনস্টল করুন। তারপর Log off করে আবার লগ ইন করুন এবং দেখুন আইকন বদলে গেছে।
t6

১১* এবার আবার step 1 - win7 theme ফোল্ডারটিতে গিয়ে Fonts ফোল্ডারটি ওপেন করে Fonts.exe ইনস্টল করে নিন।

১২* এবার আমরা মেইন ফোল্ডার (win7files) থেকে step 2 - win7 icons ফোল্ডারে গিয়ে icon theme ফোল্ডার ওপেন করে First install me ফাইলটি ইনস্টল করবো এবং তারপর then run me ফাইলটি ডাবল ক্লিক করে Apply করুন।

এবার আমরা উইন্ডোজ সেভেন এর আরো কিছু জোস ফিচার যোগ করবো।

১৩* win7files ফোল্ডার থেকে step 3 - Aero Shake ফোল্ডারে গিয়ে Aero Shake.exe ইনস্টল করবো যাতে আমরা Aero দিয়ে Shake করে উইন্ডো মিনিমাইজ করতে পারি।

১৪* win7files ফোল্ডার থেকে step 4 - Aero Snap ফোল্ডারে গিয়ে Aero Snap.exe ইনস্টল করবো যাতে আমরা নিচের মত উইন্ডো কে Snap করতে পারেন।
t7

১৫* win7files ফোল্ডার থেকে step 5 - taskbar shuffler ফোল্ডারে গিয়ে taskbar shuffler.exe ইনস্টল করবো যাতে আমরা টাস্কবারের আইকন ড্রাগ এন্ড ড্রপ করতে পারি।

১৬* win7files ফোল্ডার থেকে step 6 - Drive icons ফোল্ডারে গিয়ে VistaDriveicon_1.4_Setup ইনস্টল করুন এবং All programs থেকে চালু করুন।

১৭*win7files ফোল্ডার থেকে step 7 - Show Desktop ফোল্ডারে গিয়ে Show Desktop.exe ইনস্টল করুন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম………….ধন্যবাদ।

উইন্ডোজ এক্সপি কে উইন্ডোজ সেভেন এ রূপান্তরিত করলে পিসি স্লো হবে কিনা ?

    নিশ্চিত থাকুন। স্লো হবেই। তারপর রেজিষ্ট্রিতে এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম সবশেষে এক্সপি সেটআপ দিয়েই মুক্তি।

    Level New

    কিছুটা স্লো হতে পারে কিন্তু তারপরও ব্যবহার করে মজা পাওয়া যাবে।
    @ কামরুল ভাই সিস্টেম রিস্টোর পয়েন্ট সেট করা থাকলে এক্সপি সেটআপ দেওয়া লাগবে না।

Level 0

ধন্যবাদ । খুবই সুন্দর টিউন ।

http://www.KnowForLife.com

এই ওয়েব সাইটটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ওয়েব সাইট। যা বাংলাদেশের সকল নাগরিকের-ই কাজে আসবে । এখন থেকে আপনাকে আর অন্য কোন ওয়েব সাইট এর নাম মনে না রাখলেও চলবে । শুধু এই ওয়েব সাইটটির নাম মনে রাখুন,
নিজে ভিজিট করুন ,অন্যকে ভিজিট করতে বলুন,
———– ধন্যবাদ ———–

Level 0

Thnz for the tune. tobe amar kono kaje aslo na ami win7 ultimate registered version use. thnz abaro karon jara win7 monobab niye kaj kore tader eta besi proyojon.

Level 0

ভালো লাগলো জিনিস টা জোটিল

Level 0

আমার মনে হয় windows 7 স্বাদ পেতে windows 7 transformation pack টি ব্যবহার করলে সবচেয়ে ভাল হবে যা আমি বতর্মানে ব্যবহার করছি এখন পযর্ন্ত কোন সমস্যা পাইনি।

download করতে এখানে ক্লিক করুন।

khub valo hoise vai thakns………………..

ata ki theme na puro 7

ata ki theme na purotai windows7

টিপ্স টা অনেক সুন্দর। তবে বিষয়টা বেশ জটিল। উইন্ডোজ এক্স-পি ছেড়ে সেভেন এর স্বাদ নিতে গিয়ে না যানি এক্সপিটাই বরবাদ হয়??? তার পর ও ধন্যবাদ আপনাকে।

Level 0

খুবই ভাল ট্রিক্স। ধন্যবাদ।