এয়ারটেলের প্রতারণা থেকে সাবধান(সাবধানতামূলক পোস্ট)

প্রিয় টিউনার গণ,অনেকেই বলতে পারেন হারামীটেল আবার নতুন কি প্রতারণা করল!!!বলতে পারেন প্রতারণার এক নতুন ও অভিনভ পন্থা আবিষ্কার করেছে ননসেন্স গুলা।বিভিন্ন সময় এই টিউন সেই টিউনের নামে ফোন দিয়ে আমাদের মত গ্রাহকদের বিরক্ত করে।টিউনের ঘ্যান ঘ্যান শুনানো শেষ হলে বলে এই বাটন প্রেস করুন।কিন্তু এসব ফোন রিসিভ করলে প্রতারণার ফাঁদে পা দিয়ে দেয়া সেটা আজ বুঝতে পারলাম।

ঘটনাটি গতকাল দুপুরেরঃ ৩/০৫/২০১২ আজ দুপুর ২:৩৪মিঃ অফিসে বসে কম্পুতে কাজ করছিলাম।হঠাৎ হারামীটেলের ফোন।নম্বর দেখে বুঝতে পারছিলাম।

নম্বরঃ ২০৫০৫

ফোনটা রিসিভ করে টেবিলে ফেলে রেখেছিলাম।দেখি ১:৫৮ সেঃ পর নিজে থেকেই কেটে গেল।

অফিস থেকে বের হয়ে এক ফ্রেন্ড কে ফোন দিলাম।সর্বোচ্চ গেলে ১৯ সেঃ এর মত কথা হয়েছে।এর পরের বার আমার ফ্রেন্ড আবার আমাকেই কল ব্যাক করে।

বাসায় ফেরার সময় মা ফোন দিয়েছিল।বাসার খুব কাছে ছিলাম বিধায় মাকে কল ব্যাক করে ১৪সেঃ কথা বলি।

কিছুক্ষণ আগে অর্থাৎ ৭:৪৪মিঃ আমি আমার এক ফ্রেন্ডের সাথে ৫৮সেঃ কথা বলি।কথা বলার শেষে দেখি আমার ব্যালেন্সে নাকি ০.০১ টাকা রয়েছে।আমি তো পুরাই থ।বলে কি?????মাথা তখন পুরাই হট।অন্য আরেকটা নম্বর থেকে কেয়ার দিলাম ফোন।

এক বলদ ফোন রিসিভ করে আমার এই বক্তব্য শুনল।শুনার পর বলল, "স্যার আপনি আপনার এয়ারটেল নম্বর থেকে কল করুন।তাহলে আমরা আপনার অভিযোগ গ্রহণ করতে পারব।আমি বললাম,আপনি দেখছেন না যে সিম আমার নামে রেজিষ্ট্রেশন করা।তবুও ঐ ননসেন্স বলল,আপনার এই মৌখিক অভিযোগ আমরা অন্য নম্বর থেকে গ্রহণ করতে পারব না। আমি বললাম,ভাই টাকা থাকলে তো ঐ নম্বর থেকেই অভিযোগ দিতাম তাই না।অন্য নম্বর থেকে ফোন দিতাম না।"

কি আর করা তাড়াতাড়ি করে টাকা রিচার্জ করে আবার কেয়ারে কল দিলাম।যতই শর্টকার্ট করে ০ চেপে কেয়ারে যেতে চাইছিলাম,কিন্তু পারলাম না।ননসেন্স গুলোর ঐ ঘেউ ঘেউ পুরোটা শুনার পর বলল "পেইন কেয়ার এক্সুকিউটিভের সাথে কথা বলতে হলে আন্ডা(০)" চাপুন। ছাগুর দল এতক্ষণ যে দিলাম কাজ করে নাই।এটা শুনার পর দিলাম সাথে সাথে কল ঢুকল।

অতঃপর এক সুকন্ঠী কল রিসিভ করে বলল(নাম বলে নাই),"আমি আমার এই পুরা ইতিহাস আবার বললাম।মেয়েটি বলল,আপনি কি ফোনটা রিসিভ করে রেখে দিয়েছিলেন।আমার সরল জবাব হ্যাঁ।আমি বললাম,আপনারা ওয়েলকাম বা কলার টিউনের জন্য ফোন করেন,টিউন শুনানো হলে বলেন টিউনটি পছন্দ হলে ১ বা ২ ইত্যাদি বাটন প্রেস করুন।কিন্তু আমি তো কিছুই করি নি।আর যদি করতাম তাহলে আমাকে তো আপনারা মেসেজ দিয়ে জানিয়ে দিতেন তাই না।মেয়েটি কিছু বলে না!!!

কিছুক্ষণ পর বলে,স্যার আমরা আপনার অভিযোগ গ্রহণ করলাম।৭২ ঘন্টার ভিতরে আপনাকে সমাধান দেয়া হবে।আর যদি ভুল বশত আপনার ব্যালেন্স থেকে টাকা কাটা হয় তাহলে সেটা আপনাকে ফিরিয়ে দেয়া হবে।"

এই সান্ত্বনা নিয়ে ফোন কেটে দিলাম।জানি না টাকা ফেরত দিবে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে ঐ কল টা অর্থাৎ (২০৫০৫) এই নম্বর থেকে ফোন আসার পর কিন্তু আমি যে সকল ফোন করেছি এরপর আমাকে ব্যালেন্স দেখায় নি।তবে বিকালে যখন ব্যালেন্স চেক করেছিলাম তখন ও ২১(সম্ভবত) টাকার মত ছিল।আমি ওদের পুরো ঘটনাটি জানিয়ে মেইল করেছি।ব্যালেন্স কত ছিল সিউর ছিলাম না বলে ১৫-২০ দিয়ে দিয়েছি।আমি এটাতে বেসিক অর্থাৎ কথা প্যাকেজ ইউজ করি।

আমি যদি এত টাকার কথা বলেই থাকি তাহলে আমাকে *১২২*২# এ ডায়াল করলে দেখাবে।অথবা ওদের পলিসি অনুযায়ী ক্যাশ ব্যাক ও পেতাম।আমি তেমন কিছুই পাইনি।আর যে নম্বর (২০৫০৫) থেকে কল এসেছিল সেটা যদি কোন ওয়েলকাম বা কলার টিউনের জন্য সেট করতাম তাহলে ও তো আমাকে সাথে সাথে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হত।কিন্তু এমন কোন প্রকার এসএমএস আমি পাই নি।আমি যতবার *১২২*২# ডায়াল করেছি ততবার আমাকে দেখাচ্ছে আমি আজকে ১.৪৭ টাকার কথা বলেছি।তাহলে তো এখন নিশ্চয়ই প্রশ্ন আসে আমার বাকি টাকা গেল কই???

 

টিউনারদের উদ্দেশ্যেঃ টিউনার গণ আপনারা হারামীটেলের এসকল নম্বর থেকে ফোন রিসিভ করা থেকে যতটা পারেন বিরত থাকিয়েন।কারণ আমি ওদের এই প্রতারণার শিকার হয়ে গেছি।সুতরাং আপনারা ও সাবাধান থাকিবেন সেই অনুরোধ রইল।

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar ek friend airtel office e call dichilo
opar theke ekta chele dhorar por amr friend bollo ./ hoi phoneta apne dhorlenke ekta meike dite parlen na.
tokhon cheleta bollo sir apnar somossata bolun..
tokhon amr friend bollo eitai to amr somossa phonta ekta meike dilen na keno..
emon aro mojar mojar sob kotha record kora ache amr kache

vai, ami oi num dekle r doriina call. kete di. akbaro dorini kokono.

ai harami tel er er arek kahini boli shuen tahole.ami khilkhet e thaki.amader ekhane airtel er full network [majhe majhe kono network e thake na]. jokhon amar mobile diye internet use korte jai tokhon pray 12-20 min por connect hoy.kintu dukkher bishoy holo connect houar por ami borojor 10-20 second internet use korte pari.ei ghotona ta ami care centre e janale tara bole je amar configuration e problem ase.kintu aro dukkher bishoy holo ei configuration gula haramitel thekei pathano.aro ajob ajob ghotona ase ei haramitel er bepar e ja bole shesh kora jabe na.eto problem kintu tao tader sim tai use korte hoy karon tader call rate ta ektu kom.ei jinish ta tara onek valo vabei bujhe.

    @••ƑЭɅЯ••:
    ওরা কাস্টমার কেয়ার না দাদা,পেইনকেয়ার।আপনাকে পেইন দেয়াই ওদের একমাত্র সেবা।

Namta onet sundur hoica .haramitel ha ha ha

    @MD. JIHADUR RAHMAN NOYON:
    গ্রাহকের টাকা মেরে খাচ্ছে।এটা তো হারাম তাই না।এর জন্য হারামীটেল।কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Vai Namta onet sundur hoica .haramitel ha ha ha

সব কমেন্ট ইংরেজি তে কেনো?

এয়ারটেল আড্ডা প্যাকেজ এ আগে ৩০সে. পালস ছিলো।এখন ৬০সে. পালস।এমন জিদ উঠে।কিন্তু কিছু করার নাই।কারন FNF ৮ টা।যেকোনো নাম্বার এ।যেকোনো অপারেটর এ ১.৩৭ টাকা মিনিট।এয়ারটেল FNF এ ৩৩ পয়সা মিনিট।

Level New

এয়ারটেল নিয়ে অভিযোগের খাতা লিখতে গেলে টেকটিউনসের আবার ১২টা বাজার সম্ভাবনা আছে! বাপ্পা ভাইকে বলবো আপনি আপনার সেলফ কেয়ারে গিয়ে ঐদিন কতো টাকার কথা, এসএমএস, ইন্টারনেট ব্রাউজিং হয়েছে সেটা চেক করুন। তাহলেই টাকা খরচের হিসাবটা পেয়ে যাবেন। কেননা ২০৫০৫ থেকে যেই ফোন আসে সেখানে কোনো নাম্বার টিপার ব্যাপারো নাই, কোনো টাকা কাটার সিস্টেমও নাই। এখানে বলে যে ওমুক সময় ওমুক সেলিব্রিটির সাথে কথা বলতে কি করতে হবে সেটা।
তবে আমি ভাই নেটওয়ার্ক নিয়ে কস্টে থাকলেও এয়ারটেল নিয়ে শান্তিতে আছি। কেননা একদম ওয়ারিদের শুরুতে জাহি ৫০০ নামে একটা পোস্টপেইড প্যাকেজ ছিল যেটার লাইনরেন্ট ছিল ৫০০ টাকা/মাস। সেটা নিয়ে শান্তিতে আছি। বাংলাদেশে এর চেয়ে ভালো কোনো প্রিপেইড/পোস্টপেইড প্যাকেজ নাই। কিন্তু হারামিটেল যেইদিন ওয়ারিদ নাম চেঞ্জ করছে সেই দিন থেকেই এই প্যাকেজের নতুন সংযোগ বন্ধ করে দিছে। তবে আমাদের বলেছে আমরা আজীবন এটা ব্যবহার করে যেতে পারবো। আলহামদুলিল্লাহ।

এখানে http://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,199142&_dad=portal&_schema=PORTAL Registration করুন তারপর আপনার খরচের history দেখুন । আর জদি উল্টাপাল্টা হিসেব দেখেন তাহলে একটা screen short নিয়ে তাদের কে mail পাঠান । তবে আমার মনে হ্য় টাকা back করবে না

    @জানতে চাই:
    ভাইরে রেজিঃ তো করেছিলাম।কিন্তু পাসওর্য়াড দিতে গেছি তখনই ঝামেলা করেছে।পরে আবার নতুন ভাবে রেজি করতে গিয়েছি তখন দেখায় আমার নম্বর নাকি পূর্বেই রেজি করা।

    উপরোক্ত সমস্যা ও মাই এয়ারটেল একাউন্ট নিয়ে মেইল দিয়েছি।ননসেন্স গুলা এখনো কোন রেসপন্স করে নাই।

      Level New

      @বাপ্পা: পূর্বেই রেজিস্ট্রেশন করা থাকলে পাসওয়ার্ড ফরগেট অপশনে ক্লিক করুন। কি করতে হবে নির্দেশনা পেয়ে যাবেন।

    Level New

    @জানতে চাই: যদি প্রমাণ করা সম্ভব হয় যে কোনো এক্টিভিটিস ছাড়াই টাকা চলে গেছে তাহলে ফেরত পাবার সম্ভাবনা থাকে। একবার গ্রামীণ আমার একাউন্টে ১১০০ টাকা ফিরিয়ে দিয়েছিল।
    আবার উলটো ঘটনাও আছি। একবার সেলফ কেয়ার পোর্টালে ঢুকে দেখি গত ৩ দিনে ১২০ টাকা নেট বিল দেখাচ্ছে। অথচ আমি নেত ব্যবহারই করি নাই। পরে বুঝে দেখলাম সেটে ইন্সটল করা নতুন একটা এপ্লিকেশন এই কান্ড করেছে। সে নিজে থেকেই একটু পরপর আমার অজান্তেই কানেক্ট হচ্ছিলো।

      @সেতু:
      তাই নাকি দাদা।যদি গ্রামীন দেয় তাহলে হারামীটেলের ও দেয়া লাগবে।দাদা টাকা কাটার সময় দেরী করে না,কিন্তু যখন ফেরত দেয়ার প্রশ্ন আসে তখন ইনকোয়ারী বোর্ড গঠন করায়।

      হারামীরদল গুলা-ফালতু হারামীটেল

Level 0

আমি ভাই ব্যবহার করাই বাদ দিয়ে দিসি… আমার টা আবার ওয়ারিদ আমলে কেনা… এখনো ওয়ারিদ লেখা অপারেটর লোগো আসে তাই বাসার নষ্ট মবাইলটাতে লাগিয়ে ফালে রেখেছি। কতমাস ধরে যে মবাইলে চার্জ দেওয়া হয় না আল্লাহ ই জানেন

    @suomynonna:
    ভাইরে অনেক গুরুত্বপূর্ন জায়গায় নম্বরটা আছে বিধায় ছাড়তে পারছি না।

Level 0

আমার ও একই ভাবে টাকা কেটে নিচে কল করছিলাম বলছে ৭২ ঘণ্টার মধ্যে দিবে কিন্তু দেই নাই । কল করসি যে অই টাকা টাও জলে গেছে ।

    @Mehedi707:
    কি বলেন কি???ব্যাটা হারামীগুলা আপনার সাথে ও ফ্রড বাজী করছে।

Level 0

আমার ২৩ টাকা কাটছিল

    @Mehedi707: তাই নাকি।আমার ঠিক মনে নেই।তবে ১৫-২০ এর মধ্যে হবে।

আমি আগে ওয়ারিদ ইউস করতাম…এখন যেখানে পড়াশুনা করতেছি সেখানে এয়ারটেল এর নেটওয়ার্ক ই নাই 😀
by the way…আমি পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তে পরি…এবং,এটাই ব্লগ এ করা আমার ১ম কমেন্ট 🙂

Level 0

আচ্ছা বাপ্পা ভাই, হারামিটেল এর এইসব বিরক্তিকর নাম্বার থেকে কল আসা কি বন্ধ করা যায় না? যদি স্থায়ী কোন সমাধান থাকে প্লিজ জানাবেন। ধন্যবাদ।

    @simulation: ভাই জানি না।তবে এবার আমার শিক্ষা হয়েছে।ওদের ভাল করে ঝেড়ে আসব যেন ভবিষৎতে এসব কল যেন না আসে।

    ভাই রাত দুইটা-তিনটার সময় ও কল করে বসে হারামীগুলা।আর এসএমএস তো আছেই।

Level 2

এয়ার টেল আসলেই চোর কারন আমার আম্মার এয়ার টেল এর ব্যালেন্স থেকে ১৫, ২০ টাকা করে অনেক টাকা কেটে রেখেছে কোন কল করা ছারাই ।

    @rez: ঝিপির মত ডাকাতি শুরু করছে।আগে ঝিপি এই ভাবেই গ্রাহকের ব্যালেন্সের টাকা মেরে দিত।

গ্রামিনহারামি ফোন কে নিয়ে কিছু বলা যাইত 🙁

আমার যত বন্ধুদের এয়ারটেল নিয়া সমস্যা হয় তারা সবাই আমার সিম থেকে কল দেয় । কোন দিন তো সমস্যা করে নি? আর পারসনালি বলব এয়ারটেল পোস্টপেইড হল সব চাইতে ভাল ।

    @ইমরান: আগে ভাল ছিল।যখন ওয়ারিদ ছিল।কিন্তু ইয়ার্কিটেল অর্থাৎ হারামীটেল হইয়াই যট ঝামেলার শুরু।

বাপ্পা ভাই আমিও আপনার মতো পুন মারা থাইসি। ২০৫০৫ নাম্বার থেকে আমারও কল আসছিল ২,৩ বার রিসিভ করি নাই এরপরের দিন বিকালে আবার কল দিল বিরক্ত হয়ে কলটা রিসিভ করে টেবিলের উপর রেখে দিলাম ওমা ১ মিনিট পর একটা মেসেজ আসলো মেসেজটা হলো-

“Thank you for subscribing. You have been charged TK20 plus VAT. Dial 20505 at 29/min plus VAT to talk to your favorite celebrity Bappa Majumdar on 27th April at 8PM”

এরপর ব্যালেন্স চেক করে দেখলাম ২৩ টাকা নেই। আমি আপনার মতো পেইন কেয়ারে কল দেইনি। কারণ কল দিলে আমার ব্যালেন্সে যা ছিল তাও থাকত না।

ভাই শুরুতে মুখটা খারাপ করলাম কিছু মনে করিয়েন না।

    @ইমতিয়াজ: আপনাকে তো এসএমএসে মাধ্যেম জানিয়েছে।আমাকে তো না জানিয়ে টাকা কেটেছে।

Level 0

airtel 100% bastard coz amar sate ay rokom korse 15 days ago.but taka pai ne

    @badman: তাই নাকি।দাঁড়ান আগামীকাল ফোন দিলে এসব কথা গুলো ও বলব।

Level 0

ami sob bhai der ke bolchi apnara amar moto koren airtel sim e sudu phone recive korben dial korbenna ar taka o recharcge korar dorkar nai

    @Redoy94: ভাল বলেছেন দাদা।এই কাজই করা দরকার।

Level 0

জানানোর জন্য অনেক ধন্যবাদ

আসলে আমরা সবাই কেমন যেনো এক সমাজে বসবাস করি , যেখানে সাধারন যনগণ কে ইচ্ছা মতো ঠকানো যায় কোন জবাবদিহীতা ছারা । যেকোন company , সেবাদাতা , হটেল , রেস্টুরেন্ট , bank , phone company , কস্মমেটিক্স company , internet provider ……………………………………… বলতে গেলে শেষ করা যাবে না । আমরা প্রতিনিয়ত এদের কাছে ঠকছি ।

যেমন
আমরা আনেকেই সিটিং বাসে যাতায়ত করি , তারা ভারা বেশি নেয় সিটিং জন্য , বেশিরভাগ সময় রাস্তা থেকে লোক তোলে আবার দারিয়ে লোক নেয় । এর জন্য জবাবদিহীতা তো দুরের কথা উল্টা সবার সাথে তর্ক করবে , তাদের কথা শুনে মনে হয় তারা কোন অপরাধ করেনাই বরং আমরা যারা গাড়িতে উথেছি তারাই অপরাধী ।

আপনার internet এ link নাই , হয়ত call করলেন তখন তাদের কছু নিরধারিত কথা আপনাকে শুনিয়ে দিবে । যেমন বলবে “স্যার একটু technical problem আছে বা BTCL এর problem ” এরকম কিছু record আমাদের শুনায় । কিন্তু মাস শেষে কখনই কেউ বলবে না যে “এ মাসে লিঙ্ক সমস্যা ছিলো টাকা কম দেন”

………………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………….
…………………………. n ( infinity )

কিছু দিন আগে অস্ট্রেলিয়ার KFC কে ৮৩ লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হলো একটা মেয়েকে খারাপ খাবার দেয়ার জন্য । কখনো কি আমরা আমাদের দেশে এরকম কল্পনা করতে পারি ?

আমাদের দেশে সাধারন জনগনের নিয়ম টা হলো কারোর কাছে service নেয়ার জন্য আগে টাকা দিন এবং তার পিছে পিছে দৌরান ………………… ধর্য ধরুন আর কষ্ট সহ্য করুন , এটাই আমাদের এক মাত্র সমাধান ।

    @জানতে চাই: দাদা আপনার যুক্তিকে স্যালুট জানাচ্ছি।দেখুন এই হারামীটেল আমার কাছে থেকে ২৩ টাকা কেটে নিয়েছে।টাকাটা বড় ব্যাপার না,যদি আমার একার এই সমস্যা টা হত।এখানে অনেক টিউনার ভাইয়েরা একই সমস্যার সম্মুখীন হয়েছে।

    একজনের কাছে থেকে ২৩ টাকা কেটে নেয়া বড় কিছু না।যদি হারামীটেলের ৫০০০০(এক্টিভ গ্রাহক{এটা এমনিই মনে করা এর কম বেশীও হতে পারে}) থাকে এবং প্রত্যেক জনের কাছে থেকে যদি ১ বার করে ২৩ টাকা কেটে নেয়া হয় তাহলে দাঁড়ায়
    ৫০০০০*২৩=১১৫০০০০টাকা যা প্রতারণার মাধ্যমে ফাও ইনকাম করে নিল।

    আমরা এমন এক দেশেই বাস করি যে দেশে কোন সুবিচার নেই।আমাদের বড় দোষ আমাদের এই দেশে জন্ম।

Level 0

ঠিক ই বলছেন। হারামীটেল গুলার কোন ভাল প্লান নাই, সব টাকা মাইরা নিতেছে।

faltu…..

Level 0

ek number chor salara,hudai tk kaita niya bundle offer dhoraiya dey , r customer care a call kore ovijog korle bole, sir apnar mobile theke sms aseche bundle offer chalur jonno. sala hijacker gula

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।