আমি টেকটিউনস এর একজন ভক্ত যখনই সময় পাই লন্ডন এ কাজের ফাকে ভিসিট করি। এখান থেকে অনেক কিছু ই আমি শিখেছি তাই সেই কৃতজ্ঞতা বোধ থেকে ই আমার আজকের এই টিউন। আশা করি যারা UK-তে student আছেন, তাদের জন্য এই টিউনটি অনেক উপকারে আসবে। এবার মুল কথায় আশা যাক,
আমি ২০০৯ সালে student visa য় UK-তে আসি। সত্যি কথা বলতে আমার উদ্দেশ্য ছিল পড়া শোনার পাশাপাশি টাকা উপার্জন করব। যেমনটা আরো অনেকে চিন্তা করেছিল। ভাগ্যের লিখন হটাত করে Uk সরকার থেকে দিন দিন কঠিন নিয়ম কানুন আরপ করতে থাকে ফলে student দের কাজের সুযোগ একেবারে কমে যায় এবং অনেক কলেজকে Black Listed করে দেয়া হয় ফলে তখন অনেক student ই দেশে ফেরত আসতে বাধ্য হয়। আর যারা এখন আছেন UK-তে তারা ও এখন প্রতিনিয়ত উদ্বেগ উত্কন্ঠার মধ্যে আছেন। তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম কি করা যায় ঠিক তখনই আমার সাথে দেখা হলো পরিচিত এক আঙ্কেলের তিনি দীর্গ দিন যাবত লন্ডন এ বসবাস করেন। তিনি আমার বর্তমান পরিস্থিতি শোনার পর আমাকে এক ভাইয়ের ঠিকানা দিলেন এবং বললেন আসা করি সে কিছু করতে পারবে তোমার জন্য। তখন আমি আঙ্কেলের কথা মতো সেই ভাইয়ার সাথে দেখা করলাম। তারপর তার সাথে সমস্ত কিছু বলার পর তিনি আমাকে বললেন বর্তমানে uk এর যা পরিস্থিতি হয় আপনাকে ভালো কোনো university তে ভর্তি হতে হবে নতুবা অন্য যে ভিসা গুলো আছে সেগুলোতে switch করতে পারেন ।তারপর আমি বললাম যেটা আমার Future-এর জন্য ভালো হয় সেটাই আমাকে বলুন। তারপর ফায়সাল ভাই আমাকে বললেন একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে যদি University-তে ভর্তি হন তাহলে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করতে হবে। কাজের সুযোগ কম তারপর আবার পড়ার শেষে বাংলাদেশে চলে যেতে হবে। তার চেয়ে ভালো আপনি Student ভিসা থেকে Tier-1 Entrepreneur visa-এ Switch করুন। তাহলে আপনি তিন বছরের ভিসা পাবেন যা দিয়ে আপনি Full Time কাজ করতে পারবেন। তারপর আমি উনার Advice মতো Paper Processing শুরু করলাম এবং সব Documents উনি Ready করে দেয়ার পর আমি Embassy-তে ফাইল Submit করলাম এবং 10 weeks এর ভিতরে আমি ভিসা পেয়ে গেলাম।
uk এর স্টুডেন্ট দের সুবিদার্থে বলা দরকার এ ভিসায় switch করতে যা যা লাগবে:
এগুলো সবই আমি ফায়সাল ভাই এর সহযোগিতা নিয়ে করি
আমি ফয়সাল ভাই কে Thanks দেই কারন তিনি আমার মতো এমন অনেকের উপকার করে আসছেন। যদি কারো কোন Information জানার থাকে তবে আমাকে E-mail করতে পারেন। আমি আমার সাদ্য মত উত্তর দেয়ার চেষ্টা করব।
আমি ahsanuk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
asa করি অনেকদিন থাকবেন এবং দেশের উন্নতির জন্য অনেক বইদিশিক মুদ্রা পাঠাবেন!!!!!!!!!! 😀