আস-সালামু-আলাইকুম।
আমার আগের টিউন দেখতে এই লেখা টি ক্লিক করুন
এইবার আসি কাজের কথায়।
বাংলালায়ন বর্তমান সময়ে সেরা ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার।কারো কাছে সেটা কিউবি হতে পারে।আবার কেউ কেউ এদের কাউকেই পছন্দ করেন না।যাই হোক,
আপনি কখনো এই সার্ভিস ব্যবহার করে তাদের ফাপর(Fair Usage Policy) এ আক্রান্ত হয়েছেন?অনেকেই হয়তো হয়েছেন।তাহলে জেনে নিন তাদের ফাপর এর পলিসি টা কেমন।
বাংলালায়ন তাদের কাস্টোমার দের কাছে হয়তো কমপ্লেইন পাওয়ার পর ফাপ এর নীতি তে পরিবর্তন এনেছে।আজ তাদের কাছে এই ব্যাপার এ মেইল করলে তারা এর উত্তর দেয়।সেটা এইরকম।
Dear Valuable Customer,
We do not apply FUP for Limited Postpaid Plan. So any 25GB postpaid plan (Safari 25 GB or Voyage 25 GB or Expedition 25 GB) is excluded from FUP. But 256 Unlimited Plan is applicable for FUP. Please visit our website to know details about FUP and allowed Data Limit.
এখানে 25GB বলেছে কারন আমি তাদের কাছে 25Gb এর ব্যপারে জিজ্ঞাসা করেছিলাম।
আরো বিস্তারিত হলো
ফাপর এর আওতায় আছে
তাই যারা উপরের তিনটা প্যাকেজ এর যেটা ব্যবহার করেন তারা সাবধান।তবে বেশি চিন্তার কিছু নেই।কারন ফাপর এ ধরবে শুধুমাত্র পিক আওয়ার এ।আর পিক আওয়ার বর্তমান এ রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত।তাই এই সময় টুকু তে একটু সাধান হতে হবে।ফাপর এ কিভাবে আক্রান্ত হতে পারেন সেটাও দেখে নিন
Original Speed | Volume/Data Allowed in Every 30 Minutes During Peak Hours* | FUP Speed |
256kbps | 39.375 MB | 128 kbps |
512kbps | 78.75 MB | 256 kbps |
1 Mbps | 157.5 MB | 512 kbps |
2 Mbps | 315 MB | 1 Mbps |
5 Mbps | 787.5 MB | 2 Mbps |
প্রতি ৩০ মিনিট এ কেউ যদি উক্ত ডাটা থেকে বেশি ডাউনলোড করেন তবে ফাপর এ আক্রান্ত হয়ে যাবেন,আক্রান্ত হলে স্পীড হয়ে যাবে অর্ধেক এ।আক্রান্ত লাইন ভোর ৬টার পর ঠিক হয়ে যাবে,
তাই যারা নরমাল পোষ্টপেইড লাইন ব্যবহার করছেন তারা ধুমায়া ডাউনলোড করেন আর যারা আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করেন তারা রাত ১০টার পর এক্তু সাবধান এ ব্যবহার কইরেন।হেহেহে।
বাবা আর ছেলে ছুটির দিনে ঘরে বসে আছে।বাবা অবসরপ্রাপ্ত চাকুরিজিবি।
হঠাত জানালার সামনে একটা পাখি বসলো।বাবা ঠিক মত দেখতে পায়না তাই ছেলে কে জিজ্ঞাসা করলো
বাবাঃ "খোকা,এইটা কি পাখি" ?
ছেলেঃ "দাড় কাক বাবা"।
বাবাঃ "খোকা,এই টা কি পাখি "?
ছেলেঃ "দাড় কাক ।বললাম না"।
বাবাঃ "এইটা কি পাখি বাবা"?
ছেলেঃ"আহ,বললাম না যে এইটা একটা দাড়কাক,বারবার জিজ্ঞেস করে বিরক্ত করছো কেন"?
বাবাঃ "এইটুকু তে বিরক্ত হয়ে গেলি? আর তোর বয়স যখন তিন, তখন এই কথা টা তুই আমাকে ২৭বার জিজ্ঞেস করেছিলি।আমি ২৭বার বলেছিলাম এইটা একটা দাড়কাক।কিন্তু একবার ও বিরক্ত হইনি"।(এই গল্প টা যখন লিখছি তখন আমার চোখ ছলছল করছে কারন আমার বাবা মারা গেছে আজ ৮বছর হতে চললো।)
সবাইকে ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
এটা ভালভাবে জানার জন্য চেষ্টা চালাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।
আপনার পিতার আত্মার শান্তি কামনা করছি।
ভাল থাকবেন।