জেনে নিন বাংলালায়ন(বাংলার বিলাই) এর ফাপর ( ফেয়ার ইউসেজ পলিসি) পলিসি।

আস-সালামু-আলাইকুম।

 

আমার আগের টিউন দেখতে এই লেখা টি ক্লিক করুন

 

এইবার আসি কাজের কথায়।

বাংলালায়ন বর্তমান সময়ে সেরা ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার।কারো কাছে সেটা কিউবি হতে পারে।আবার কেউ কেউ এদের কাউকেই পছন্দ করেন না।যাই হোক,

আপনি কখনো এই সার্ভিস ব্যবহার করে তাদের ফাপর(Fair Usage Policy) এ আক্রান্ত হয়েছেন?অনেকেই হয়তো হয়েছেন।তাহলে জেনে নিন তাদের ফাপর এর পলিসি টা কেমন।

বাংলালায়ন তাদের কাস্টোমার দের কাছে হয়তো কমপ্লেইন পাওয়ার পর ফাপ এর নীতি তে পরিবর্তন এনেছে।আজ তাদের কাছে এই ব্যাপার এ মেইল করলে তারা এর উত্তর দেয়।সেটা এইরকম।

Dear Valuable Customer,

We do not apply FUP for Limited Postpaid Plan. So any 25GB postpaid plan (Safari 25 GB or Voyage 25 GB or Expedition 25 GB) is excluded from FUP. But 256 Unlimited Plan is applicable for FUP. Please visit our website to know details about FUP and allowed Data Limit.

এখানে 25GB বলেছে কারন আমি তাদের কাছে 25Gb এর ব্যপারে জিজ্ঞাসা করেছিলাম।

আরো বিস্তারিত হলো

ফাপর এর আওতায় আছে

  • SAFARI KING
  • VOYAGE KING
  • EXPEDITION KING

তাই যারা উপরের তিনটা প্যাকেজ এর যেটা ব্যবহার করেন তারা সাবধান।তবে বেশি চিন্তার কিছু নেই।কারন ফাপর এ ধরবে শুধুমাত্র পিক আওয়ার এ।আর পিক আওয়ার বর্তমান এ রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত।তাই এই সময় টুকু তে একটু সাধান হতে হবে।ফাপর এ কিভাবে আক্রান্ত হতে পারেন সেটাও দেখে নিন

 

Original SpeedVolume/Data Allowed in Every 30 Minutes During Peak Hours*FUP Speed
256kbps39.375 MB128 kbps
512kbps78.75 MB256 kbps
1 Mbps157.5 MB512 kbps
2 Mbps315 MB1 Mbps
5 Mbps787.5 MB2 Mbps

প্রতি ৩০ মিনিট এ কেউ যদি উক্ত ডাটা থেকে বেশি ডাউনলোড করেন তবে ফাপর এ আক্রান্ত হয়ে যাবেন,আক্রান্ত হলে স্পীড হয়ে যাবে অর্ধেক এ।আক্রান্ত লাইন ভোর ৬টার পর ঠিক হয়ে যাবে,

তাই যারা নরমাল পোষ্টপেইড লাইন ব্যবহার করছেন তারা ধুমায়া ডাউনলোড করেন আর যারা আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করেন তারা রাত ১০টার পর এক্তু সাবধান এ ব্যবহার কইরেন।হেহেহে।

বিস্তারিত জানতে এখানে দেখুন

 

 

একটা ছোট গল্প

বাবা আর ছেলে ছুটির দিনে ঘরে বসে আছে।বাবা অবসরপ্রাপ্ত চাকুরিজিবি।

হঠাত জানালার সামনে একটা পাখি বসলো।বাবা ঠিক মত দেখতে পায়না তাই ছেলে কে জিজ্ঞাসা করলো

বাবাঃ "খোকা,এইটা কি পাখি" ?

ছেলেঃ "দাড় কাক বাবা"।

বাবাঃ "খোকা,এই টা কি পাখি "?

ছেলেঃ "দাড় কাক ।বললাম না"।

বাবাঃ "এইটা কি পাখি বাবা"?

ছেলেঃ"আহ,বললাম না যে এইটা একটা দাড়কাক,বারবার জিজ্ঞেস করে বিরক্ত করছো কেন"?

বাবাঃ "এইটুকু তে বিরক্ত হয়ে গেলি? আর তোর বয়স যখন তিন, তখন এই কথা টা তুই আমাকে ২৭বার জিজ্ঞেস করেছিলি।আমি ২৭বার বলেছিলাম এইটা একটা দাড়কাক।কিন্তু একবার ও বিরক্ত হইনি"।(এই গল্প টা যখন লিখছি তখন আমার চোখ ছলছল করছে কারন আমার বাবা মারা গেছে আজ ৮বছর হতে চললো।)

 

সবাইকে ধন্যবাদ।


আমার ব্লগ দেখুন

 

 

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা ভালভাবে জানার জন্য চেষ্টা চালাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।
আপনার পিতার আত্মার শান্তি কামনা করছি।
ভাল থাকবেন।

Level 0

sorry for ur dad ……..

    @mehadi_19: বেপার না।অভ্যাস হয়ে গেছে।আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

গল্প টা অসাধারন হয়েছে…:)

গল্পটা খুব খুবই ভাল লেগেছে

    @বাপ্পী: @GM অর্ণব: আপনাদের কে ধন্যবাদ।আমি কিন্তু গল্পের জন্য টিউন করিনাই।আসল কাহিনি পড়েছেন তো?

আমার কাছে কিন্তু গল্প মনে হয়নি……… বরং বাস্তব বড়ই কঠিন এ কথাটি পুনরায় মনে পড়ে গিয়েছে।।

আচ্ছা! এই কাহিনী। আমিত চাইতেসিলাম কল দিব।হারামজাদারা এইটা প্রথম পেজ এ বলতে পারলনা? প্রথম পেজ এ তো কি সুন্দর লেইখা দিসে আমি আজ থেকে FUP মানি না। BL এর এক কর্মকর্তাকে জিজ্ঞেস করেসিলাম এ বিষয়ে বলল এখন কোন FUP নাই।তারা যে পিক আওয়ার এর ফাইজলামি শুরু করসে বললেই পারে।

    @এম.এইচ.রিয়াদ: আমি খুজে না পেয়েই তাদের মেইল করেছিলাম।পরে এই খবর জেনে খুশি লাগ্লো।এখন থেকে ধুমায়া ডাউনলোড দিবো।কারন এত দিন ফাপর এর ভয়ে সীমিত ডাউনলোড করতাম।ধন্যবাদ।

ফুপ থিকা বাচার উপায়: রাত ১০ টার আগে লাইন কানেক্ট কইরা ৬ টা পর্যন্ত একটিভ রাখা। স্পীড কমবেনা 🙂

মুকুট ভাইকে ধন্যবাদ।

    @মিনহাজুল হক শাওন: জটিল জিনিশ কইছেন ভাইজান।কিন্তু সমস্যা হইলো আমি আবার কিং প্যাকেজ ব্যবহার করিনা।হেহেহে।
    আপনে কমেন্ট করছেন সেই জন্য অনেক ধন্যবাদ।

    @রায়হান: এটা বিজ্ঞাপন দেয়ার জায়গা না।আপনি আগেও এমন কাজ করতেন।

like

আপনার গল্পের ভিডিওটা আমার কালেকশানে আছে। আসলেই গল্পটা (এটাকে আমি গল্প বলতে না রাজি- বাস্তবে প্রায়ই হয়ে থাকে) প্রাণ ছুঁয়ে যায়।

    @অক্ষর: এই গল্পের ভিডিও আছে কিনা জানা নাই।এটা ফেসবুক থেকে পেয়েছিলাম।

512কেবিপিএস স্পীড-এ দিনে অন্তত পক্ষে 3জিবি ডাউনলোড করা যায়। সে হিসেবে আনলিমিটেড ইউজার মাসে অন্তত 50 জিবি ডাউনলোড করতে পারে। কিন্তু আমি রাতে 10টার পর থেকে সারা রাত কানেক্ট করে রেখে আর রাত 2 টা থেকে 3 টা পর্যন্ত ডাউনলোড করেছি। এফইউপি তে পড়ি নাই।

ভাই , গল্পটি ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করব। আপনি অনুমতি না দিলেও।।

    @আরিফ: ভাইরে…গল্প টা আমার না।ফেসবুক এ একটা ফ্যান পেজ এ দেখেছিলাম।ভুলতে পারিনি।
    যত পারেন শেয়ার করেন।

Level 0

Allah apnar baba ke Jannat nasib korok. Amar o baba beche nai……………Babake Khob miss kori……………………………

আপনার পিতার আত্মার শান্তি কামনা করছি। গল্পটা ভাল লেগেছে । আপনাকে ধন্যবাদ ।

আমার বাবা 2012 er feb te মারা গেসে… গল্প টা পড়ে বাবার কথা খূব মনে পড়ছে ।

disconnect না করে ৫১২kbps পাওয়া যায় কিন্তু কারেন্টের যা অবস্থা

    @সবুজ ভাই: হুম।কিন্তু ওদের সফটওয়্যার এর সাথে কি চালাকি করতে পারবেন?

Level 0

bai qubee te ea rokom kuno sorto ase kina janaben

http://www.youtube.com/watch?v=2kpLDkWg5DA
ভিডিওটির লিঙ্ক দিলাম।

    @প্রবাসী: লিঙ্ক টির জন্য ধন্যবাদ।ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্যেও।আপনি আমার প্রিও একজন টিউনার।আপনার নেট এর স্পীড কত এবং আপনি কোন দেশে থাকেন জানাবেন।

      আসলে আমার নেটের গতি কত আমি নিজেও জানিনা। একখানে লেখা আছে গতি 10.0 Mbps.কম না বেশী?কিংবা ধরুন idm ছাড়া ৫০০ মেগাবাইটের একটা ফাইল নামাতে ৫০ মিনিটের মত লাগে আবার idm দিয়ে লাগে ১৫/২০ মিনিট।আমি ইতালিতে থাকি।ধন্যবাদ আপনাকে।

        @প্রবাসী: বাপরে!!!!!!! এই গতির নেট কবে যে ব্যবহার করতে পারবো কে জানে।ধন্যবাদ প্রবাসী ভাই

Level 0

qubee এর fup সম্পর্কে বিস্তারিত জানাতে পারলে উপক্রিত হতাম

ভাই qubee এর FUP হচ্ছে ৫১২কেবিপিএস এর জন্য ৩০গিগা লিমিট, ১ এমবিপিএস এর জন্য ৪০ গিগা লিমিট, ২ এমবিপিএস এর জন্য ৫০গিগা লিমিট। এর বেশি ব্যাবহার করলে স্পিড ৪ভাগের ১ ভাগ বানায়া দিব। এই দুঃখে আমার Qubee মডেম ফালায়া রাখসি।এখন বিলাই চালাই।@skynet and tech no.

Level 0

টিউন এর জন্য ধন্যবাদ ……… বাবার জন্য দোয়া রইল

@মুকুট: জি ভাই safari king 512kbps

Level 0

বাংলার বিলাই , ভাল বলেছেন৷

Level 0

jotil

আল্লাহ আপনার বাবাকে বেহেস্ত নসিব করুক ।। আমিন