পেন ড্রাইভ থেকে উইন্ডোজ এক্সপি ইন্সটল করুন !

এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম যা লাগবে তা হলো সর্বনিম্ন এক গিগাবাইট ধারণক্ষমতার একটি ইউএসবি ড্রাইভ। বেশি হলেও সমস্যা নেই। তবে অবশ্যই দেখে নিতে হবে যে সেটি FAT ফাইল সিস্টেম সাপোর্ট করে কি না। সাধারণত অধিক ধারণক্ষমতা সম্পন্ন অর্থাৎ আট বা ষোল গিগাবাইটের অধিকাংশ পেন ড্রাইভগুলো শুধুমাত্র FAT32 ফাইল সিস্টেম সাপোর্ট করে। আর তাই সবার আগে এই বিষয়টি নিশ্চিত হতে হবে। আর লাগবে Windows XP এর একটি সিডি। সরাসরি সিডি ব্যবহার করেও কাজটি করা যায়, কিন্তু কাজের সুবিধার্থে একটি ব্যাকআপ হার্ডডিস্কে রেখে দিন। সিডি ব্যবহার করে Windows XP সেটাপের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, ঐ সিডিতে যদি স্ক্র্যাচ থাকে তাহলে ফাইল মিসিংয়ের একটি আশংকা থেকে যায়। যেটি পেন ড্রাইভের ক্ষেত্রে নেই বললেই চলে।

যাই হোক কিভাবে করবেন এবার সেই প্রসঙ্গে আসি। প্রথমে Bootable পেন ড্রাইভ তৈরির জন্য প্রয়োজনীয় টুলসটি ডাউনলোড করে নিন। এবার নিচের ধাপগুলো ক্রমান্বয়ে অনুসরন করুন।

  • টুলসটি এক্সট্রাক্ট করে নিন এবং এর ভিতরে bootsect ও usb_prep8 নামে দুইটি ফোল্ডার পাবেন।
  • এবার আপনার পেন ড্রাইভটি ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করুন।
  • usb_prep8 ফোল্ডারের ভিতরে usb_prep8.cmd নামক ফাইলটি ওপেন করুন। একটি কমান্ড প্রম্পট খুলবে।
  • এবার যেকোন কী চাপলে PeToUSB উইন্ডোটি খুলবে। নিচের স্ক্রিনশটটি দেখুন।
  • PeToUSB উইন্ডোটিতে কোন পরিবর্তন না করে Start বাটনে ক্লিক করে পেন ড্রাইভটি ফরম্যাট করে নিন।
  • ফরম্যাট হলে উইন্ডো দুটি (usb_prep.cmd ও PeToUSB) বন্ধ করবেন না। এবার Start>Run এ গিয়ে cmd লিখে নতুন একটি কমান্ড প্রম্পট খুলুন। bootsect.exe ফাইলটি যে ফোল্ডারে আছে তার Path লিখতে হবে।
  • মনে করুন, আপনার ফোল্ডারটি হার্ডডিস্কের F ড্রাইভে আছে। সেক্ষেত্রে প্রথমে F: লিখে Enter চাপুন। তারপর cd usbxp\bootsect লিখে Enter দিন। এবার লিখুন bootsect.exe/nt52 J: (J এর স্থলে পেন ড্রাইভের Drive Letter লিখুন)। bootsect.exe রান করার সময় লক্ষ রাখুন যাতে পেন ড্রাইভের কোন উইন্ডো
  •  Open না থাকে।
  • Enter Press করার পর সব OK হলে “Bootcode was successfully updated on all targeted volumes” ম্যাসেজটি দেখতে পাবেন। এরপর এই কমান্ড প্রম্পটটি Close করে দিন। কিন্তু usb_prep8 কমান্ড প্রম্পটটি Close করবেন না।
  • এখন PeToUSB উইন্ডোটি Close করুন। এবার usb_prep8 কমান্ড প্রম্পটটি নিচের ছবির মত দেখা যাবে।
  • উল্লেখ্য, এখানে ১-৩ নম্বর পর্যন্ত নির্ভুল তথ্য প্রদান করতে হবে। তাই নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন।
  • Press 1 and then Enter. একটি Folder Browse Window খুলবে। এখান থেকে হার্ডডিস্কে রাখা Windows XP এর ব্যাকআপ কপিটির লোকেশন দেখিয়ে দিন।
  • Press 2 and then Enter. ভার্চুয়াল ড্রাইভ তৈরির জন্য Drive Letter হিসেবে T চাপুন এবং Enter দিন।
  • Press 3 and then Enter. পেন ড্রাইভের Drive Letter দিন।
  • Press 4 and start the process.
  • এবার তৈরিকৃত ভার্চুয়াল ড্রাইভটি ফরম্যাট করবেন কি না তা জানতে চাইবে। Y চাপুন এবং Enter দিন।
  • ফরম্যাট হয়ে গেলে Enter চাপুন। এখন দেখতে পাবেন যে XP ব্যাকআপ থেকে ভার্চুয়াল ড্রাইভে কপি হচ্ছে। এটি প্রায় ৩-৫ মিনিটের মত সময় নেবে। সম্পন্ন হলে আবার Enter চাপুন।
  • তারপর ভার্চুয়াল ড্রাইভ থেকে ইউএসবি ড্রাইভে কপি হবে কি না জিজ্ঞেস করবে। অবশ্যই Yes এ ক্লিক করবেন। প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ১৫ মিনিট লাগবে। তবে এটি নির্ভর করবে পেন ড্রাইভের গতির উপর।
  • প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি popup window আসবে। Click Yes.
  • এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হলে Yes বাটনে ক্লিক করে ভার্চুয়াল ড্রাইভটি Unmount করুন।

ব্যাস হয়ে গেল আপনার Bootable Pen Drive. এখন BIOS এ ঢুকে First Boot Device হিসেবে USB সিলেক্ট করে দিলেই Boot করানো যাবে। তবে কিছু BIOS এ Boot Priority নির্বাচন করে দিতে হয়। কম্পিউটার রিস্টার্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে একটি মেনু দেখা যাবে। তাতে GUI Mode এবং Text Mode নামে দুইটি Option থাকবে। এবার Text Mode নির্বাচন করে দিলেই পেন ড্রাইভ থেকে Windows XP Setup করা যাবে। আশা করি সহজেই করতে পারবেন।

Level 0

আমি -MITHUN-। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vi tune ta porlam.Sotti ki kaj hobe.Amar notebook a dvd rom na thakay onek problema aci.Apnar poddoti ta try kore dekhi.

Level 0

Thanks for share.

Level 0

ভাল লাগলো ভাইয়া ।
এই রকম আরও আশা করি।
আমার ওয়েব সাইট তা অনেক লাভবান হল।
http://www.technologynewsupdate24.com

Level 0

Windows XP এর ব্যাকআপ কপিটি কি Windows XP র Cd থেকে কপি করে নিতে হবে। বিস্তারিত বললে ভাল হত।

Baiya Amra Fat system kibabe check corbo? Doya cora bolben ke? amar Pendriv 4Gb.

ফরম্যাট হলে উইন্ডো দুটি (usb_prep.cmd ও PeToUSB) বন্ধ করবেন না। এবার Start>Run এ গিয়ে cmd লিখে নতুন একটি কমান্ড প্রম্পট খুলুন। bootsect.exe ফাইলটি যে ফোল্ডারে আছে তার Path লিখতে হবে।
মনে করুন, আপনার ফোল্ডারটি হার্ডডিস্কের F ড্রাইভে আছে। সেক্ষেত্রে প্রথমে F: লিখে Enter চাপুন। তারপর cd usbxp\bootsect লিখে Enter দিন। এবার লিখুন bootsect.exe/nt52 J: (J এর স্থলে পেন ড্রাইভের Drive Letter লিখুন)। bootsect.exe রান করার সময় লক্ষ রাখুন যাতে পেন ড্রাইভের কোন উইন্ডো

Bi ai jinishta partasena………………

এতো ঝামেলার প্রয়োজন কি?? rufus_v1.1.6f সফটওয়্যার ব্যবহার করলেই তো এক নিমিষেই হয়ে যায়, এই পোষ্টের নিয়ম টা অনেক ঝামেলার…

    Level 0

    @মোঃ নজরুল ইসলাম: vai apni ki amak janaban j (rufus_v1.1.6f) সফটওয়্যার ব্যবহার করলেই তো এক নিমিষেই হয়ে যায়?
    ami nathon thi jani na .
    pls amk janaban.

bhai amar pc te windows xp sutep dite partecina, kinto windows 7 sutap hoy ,keo ki help kor te parben ,my pc model holo == acer aspire 4333