বেশ কিছু দিন আগে একটি বই আমার হাতে আসে । ঐ বইটিতে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলে আমার (যা আগে পেলে ভালো হতো )। যখন আমি একদম নবিস ছিলাম এই জগতে তখন এইসব প্রশ্নের উত্তর খুজতাম বিভিন্ন স্থানে । বলায় বাহুল্য, কিছু টা কষ্ট করেই বুঝে নিয়েছিলাম । আমি চাই নি আজ যারা নতুন এই জগত টাতে প্রবেশ করছে তারা আমার মতো প্রশ্নের উত্তর খুঁজে ক্লান্ত হোক । তাই এইখানে সংক্ষিপ্ত আকারে শেয়ার করা । এইসব তথ্য অপ্রতুল হতে পারে তবে কিছুটা ধারণাও মিলবে । একদম নতুনদের জন্য আমার একটি প্রচেষ্টা মাত্র । যদি কোন আপত্তি থেকে থাকে কারও জানাবেন আমাকে ।( অনুরধ রইলো )
ওয়েব সাইট কি ?
ওয়েব সাইট হলো কত গুলু ওয়েব ফাইলস এর সমন্বয় । A web site is the collection of related web page . যেমনঃ ইয়াহু , এটি হচ্ছে একটি ওয়েব সাইট যেখানে রয়েছে অনেক গুলু ওয়েব পেজ । আপনি যদি আপনার ব্রাউজার এ লিখেন http://WWW.Yahoo.com তাহলে আপনার সামনে জা আসবে তাই হচ্ছে ওয়েব সাইট । আমাদের টেকটিউনস একটি ওয়েব সাইট , কিন্তু এইটি একটি ব্লগ সাইট ।
ওয়েব পেজ কি ?
ওয়েব পেইজ হলো তথ্যর উপস্থিতিতে সু শৃঙ্খল একটি তথ্য ভাণ্ডার । যেখানে থাকতে পারে অনেক রকম ইমেজ , ভিডিও , কিংবা অন্য কোন তথ্য যার জন্য আপনি আপনার ওয়েব পেজ তৈরি করেছেন ।
ব্লগ কি ?
ব্লগ হচ্ছে একটি ব্যাক্তিগত ডায়েরী বা পারসোনাল ওয়েব সাইট । মূলত ব্লগ হচ্ছে এক ধরনের ওয়েব সাইট যেখানে প্রতিদিন কিছু তথ্য পোষ্ট করা হয় একটি নির্দিষ্ট অর্ডারে । ব্লগ হচ্ছে এমন একটি ওয়েব সাইট যেখানে সাধারন জনগন তাদের মতামত গুলু সবার সাথে শেয়ার করতে পারে । সাধারন তো ব্লগে প্রতিদিন নতুন নতুন তথ্য আপডেট হয় । যেমন আমাদের প্রিয় টেকটিউনস এবং অন্য অনেক ব্লগ সাইট ।
CMS কি ?
CMS= Content Management System .
CMS হচ্ছে একটি সফটওয়্যার যা দিয়ে আপনি খুব সহজে অল্প সময়ে প্রতিটি কন্টেন্ট কে আপনার ওয়েব সাইট এ রাখতে পারবেন এবং দেখাতে পারবেন । কন্টেন্ট হতে পারে টেক্সট , ফটো , মিউজিক , ভিডিও , ডকুমেন্ট অনেক কিছু । যেমন সবার পরিচিত ওয়ার্ডপ্রেস একটি দারুন সি এম এস ।
Server কি ?
Server হচ্ছে একটি বিশেষ কম্পিউটার যেটি অন্য কম্পিউটার যেমন ব্যবহারকারীকে সার্ভিস প্রদান করে এবং আপনি আপনার ডায়নামিক ওয়েব সাইট ঐ কম্পিউটার চালাতে পারবেন । আপনি যে কোন একটি সাধারন কম্পিউটার কেও সার্ভার এ পরিণত করতে পারবেন ।
ফ্রীলেন্সিং কি ?
ফ্রীলেন্সিং এমন একটি চাকরি যা আপনাকে দিবে স্বাধীন ভাবে যেকোনো স্থানে কাজ করার অধিকার । এখানে নিজেই নিজের অধীন । আপনি আপনার পচ্ছন্দ মাফিক যত খুশি তত কাজ করে উপার্জন করতে পারেন । মোট কথা আপনি পাবেন আপনার পূর্ণ স্বাধীনতা । কিছু উল্লেখযোগ্য ফ্রীলেন্সিং সাইট
এই ব্লগ টি সময় নষ্ট করে এবং কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । কত টুকু কাজের ব্লগ হল বুঝতে পারতেছি না । ভালো লেগে থাকলে জানাবেন ।
আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!
ধন্যবাদ কস্ট করে টিউনটি করার জন্য, তবে টিউনের মান নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এটা ঠিক কথাগুলো অনেকের ই জানা না ও থাকতে পারে ।