কিভাবে বিনামূল্যে ফেসবুক Fans, টুইটার Followers ওয়েবসাইট Hits বাড়াবেন?

ব্লগ বা ওয়েবসাইট promote করার সবচেয়ে গুরুত্ব পূর্ণ একটি ক্ষেত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অনলাইনে হাজার হাজার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মধ্যে  ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইউটিউব এবং ডিগ হচ্ছে সবচেয়ে সেরা। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক fans, টুইটার followers মাইস্পেস friends,গুগল friends circle, ইউটিউব subscribers, এবং ডিগ followers বাড়াবেন। এই সব সেবা একসাথে যে সাইটটি দেয় তার নাম হচ্ছে Youlikehits.com.

 Youlikehits.com একটি ব্রোকার সাইট। এটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ইউজারদের কে একত্রিত করে এবং একজনকে দিয়ে অন্যজনকে follow বা subscribe করিয়ে দেয়।

Follow বা   subscribe এর মাপকাঠি নির্ভর করে Points এর উপর। যার যত বেশী পয়েন্ট সে তত বেশী followers পাবে।

পয়েন্ট সংগ্রহ করার দুটি উপায়ঃ

১) অন্যদের follow বা subscribe করে।

২) টাকা দিয়ে পয়েন্ট কিনে।

Youlikehits.com এর সেবা সমুহঃ

  • ফেসবুক fans,
  • টুইটার followers
  • মাইস্পেস friends.
  • গুগল friends circle
  •  ইউটিউব subscribers.
  • Stumbleupons followers
  •  ডিগ followers.
  • ওয়েবসাইট hits ( ২০ সেকেন্ড)।

 কিভাবে শুরু করবেন?

  • প্রথমে Registration  করুন।
  • লগিন করুন।
  • এবার মনিটর এর বাঁ দিকে “your setting” এ ক্লিক করে আপনার নিজের  Face book account, twitter account, My space account, you tube account, Google + , digg account , website url জুক্ত করুন।
  • এবার Payout value set (আপনাকে follow বা subscribe করতে কত পয়েন্ট খরচ করতে চাইছেন) করুন।
  • এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্ট সংগ্রহ করা। মনিটর এর মাঝ বরাবর “Get started tabs” থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।

আরও কিছু তথ্যঃ

  • প্রতিদিন ৫০ পয়েন্ট আপনাকে ফ্রী দেওয়া হবে।
  • প্রতি ৩০ দিন অন্তর, অব্যাবহার করা পয়েন্ট Reset হয়ে যায়।
  • এখানে রেফারেল পদ্ধতি রয়েছে। প্রতি active referral এর জন্য আপনি পাবেন ৫০ পয়েন্ট।

যা করবেন নাঃ

  • একাধিক অ্যাকাউন্ট  খোলা।
  • অ্যাকাউন্ট কেনা বেচা করা।
  • ভাল সাইট এর নামে রিপোর্ট ।
  • Bots, Scripts ব্যবহার।

এটা কি Scam? :

না, এখন পর্যন্ত অনলাইনে যতগুলো রিভিউ দেখেছি , তাতে মনে হয় এটি scam নয়।

আশা করি পোস্ট টি আপনাদের ভাল লেগেছে । আমার যদি কোন ভুল হয় , দয়া করে গঠন মুলক সমালোচনা করবেন। বাজে কমেন্ট না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

আমার পূর্ববর্তী পোস্ট সমুহঃ

কিভাবে ফ্রীল্যান্স BID জিতবেন?

কিভাবে মাত্র একদিনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন?

Level 0

আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু কয়েকটা রেফার পয়েন্ট আর লাইকের জন্য এই বালের পোষ্ট আর কতবার পোষ্টাবেন ?

ওই মিয়া , সাবধানে কথা বলেন……………

আপনার ভাল না লাগলে , শুয়ে ঘুমান

    @জামাল হোসেন শুভ: @জামাল হোসেন শুভ:
    হাহাহাহা।ভাইজান,টেক্টিউন্স এ এখন সব নতুন টিউনারদের দখলে।ভালো টিউন খুব একটা হয়না।আর একটা টিউন যদি রিপিট হয় তাহলে তো কথাই নাই। এই লিন টি দেখুন।https://www.techtunes.io/internet/tune-id/99494/ এবং কমেন্ট গুলো পড়ুন।

পাসওয়ার্ড চুরি হয় । সাবধান ফালতু পোস্ট…
লিঙ্ক দেখেন http://www.mywot.com/en/scorecard/youlikehits.com খারাপ রেকর্ড আছে ।

এই আরেক পণ্ডিত আসছে……।

ভাই এই টিউনটা দেখলাম https://www.techtunes.io/how-to/tune-id/tips-and-tricks/tune-id/94382/
ভাল ভাবে বুঝলাম না দয়া করে আপনার মোবাইল নাম্বার টা জানাবেন । [email protected]

এইটার সবই ঠিক আছে, তবে অতিরিক্ত মাত্রায় লাইক দিতে থাকলে ঐ একাউন্ট এবং পেইজ, দুইটাই বন্ধ হবার সম্ভাবনা আছে। সুতরাং একটু সাবধানে, একটু বুদ্ধি খাটিয়ে।

এটা একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ এখানে লেখকরা যা ইচ্ছা তাই লিখবে আপনার ভাল লাগেনি আপনি কমেন্টস না করে চলে যাবেন । গালিগালাজ করেন কেন ? এটি একটি প্রযুক্তি বিষয়ক সাইট কোন চাটির সাইট না গালিগালাজ করে সাইটটির পরিবেশ নষ্ট করেন কেন ।

Level 3

মাইর পিট বন্ধ করে আমার ব্লগটা দেখেন ,আরাম পাইবেন আপনারা
মজার সকল বিষয় নিয়ে ব্লগটা দেখা সবারি দরকার……।।

http://robinmym.blogspot.com/

vai ragistration to hochena? password erorr dekhay

First 4000 members get 100 free coins immediately upon signing up! Go signup here: http://youlovehit.com