টেকটিউনস-এ আমার প্রথম পোস্ট "XMLHttpRequest Level 2 ( যেটাকে আমি Ajax2 বলি) , দিয়ে ফাইল আপলোড"
টা লিখার পর অন্জন দাদা দেখে বলল কোড গুলো হাইলাইটেড হলে ভাল হত। 😥 আর আমিও ওটা লিখার সময় কোন টুল এডিটরে পাইনি 😡 ।
তাই কমেন্টস দিয়েছিলাম "সিনট্যাক্স হাইলাইটার টা কিভাবে ব্যবহার করে আমি জানি না" কেউ একজন "টেকটিউনস সজিপ্র" এর লিন্কটা দিল। আর আমি পড়ে নিলাম "কিভাবে টেকটিউনসে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড সঠিক ভাবে দেখানো যাবে?" "তাওহিদুল ইসলাম" ভাইএর লিন্কে গিয়ে জানলাম "কিভাবে কোড হাইলাইটার ব্যবহার করব"
দেখলাম
এই ভাবে ব্যবহার করতে হয়
কিন্তু আমি চিন্তা করলাম এই সুবিধাটা টুলবারে যুক্ত থাকলে ভাল হত
তাই আজ বসে এই প্লাগিনটা বানিয়ে ফেললাম আশা করছি সবার কাজে আসবে.
ওহ আরো কোড যোগ করতে চাইলে প্লাগিনের ভেতর "editor_plugin.js" ফাইলটা খুলে আরো ল্যাঙ্গুয়েজের নাম যোগ করতে পারেন
আমি ইমরান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
:( :) :D
কাজের জিনিস।যেসব সাইটে সিনটেক্স হাইলাইটার প্লাগিন ব্যবহার করা হয় সেইখানে অনেক সুবিধা হবে। টেকস্পেটে এ এড করে দেখব রাতে। ধন্যবাদ।