মাত্র এক ক্লিকেই আপনার ফায়ারফক্সকে সুপারস্পিডি করে তুলুন!

আসসালামুয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের এই টিউনটি ফায়ারফক্সকে স্পিডি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে। তো শুরু করা যাক।
মোজিলা ফায়ারফক্স এযাবৎ কালের সেরা ব্রাউসার যা সর্বাধিক ফিচারসমৃদ্ধ এবং স্পিডি। যদিও গুগোল ক্রোম এগিয়ে আসছে তূখোর গতিতে, তবুও এখনো ফায়ারফক্স শীর্ষস্থানটি ঠিকি ধরে রেখেছে। ফায়ারফক্সে নিত্যনতুন এড-অন আর বিভিন্ন টুলবার ইত্যাদি যোগ করার কারণে ধীরে ধীরে ফায়ারফক্স স্লো হতে থাকে।

কিছু সাধারণ সমস্যা নিম্নরুপঃ

১.কম্পিউটার চালু করার পর ফায়ারফক্স ওপেন হতে অনেক সময় নেয়।
২.স্বাভাবিক স্পিড থেকে অনেক কম স্পিড পাওয়া।
৩.মাঝে মাঝে হঠাত করেই হ্যাং করা(ব্রাউসার)।
৪.কোন ওয়েবসাইট লোডিং হতে স্বাভাবিক থেকে বেশি সময় নেয়া স আরো নানা সমস্যা হয়।

এসকল সমস্যা থেকে মুক্তি দেয়ার জন্যই তৈরী করা হয়েছে স্পিডিফক্স নামের এক অসাধারণ ফ্রিওয়্যার। এর মাধ্যমে মাত্র এক ক্লিকেই আপনি আপনার ফায়ারফক্সকে স্পিডি করে তুলতে পারবেন। এর মাধ্যমে অপ্টিমাইজ করার পর আপনার মনে হবে যেন আপনি সদ্য ফায়ারফক্স ইন্সটল করেছেন।

স্পিডিফক্সে যে সকল সুবিধাদি পাবেনঃ

১.সর্বপ্রথম সুবিধা হল এটার জন্য আপনার কোন টাকা দেয়া লাগবে না, এমনকি এর জন্য কোন ক্র্যাক বা কিজেনও খুজতে হবে না।
২.এটি ১০০% নিরাপদ এবং স্পাইওয়্যার ফ্রি।
৩.সাইজে খুব ছোট।
৪.ইন্সটল করার কোন ঝামেলাই নেই, ইন্সটল ছাড়াই ব্যবহার করতে পারবেন।
৫.এটি আপনার ব্রাউসার হিস্টোরী এবং কুকিজ এর কোনটিই নামুছে আপনার ফায়ারফক্সের স্পিড বাড়াবে।

ব্যবহার বিধিঃ

১.এটা ব্যবহারের জন্য বিশেষ কিছু করতে হবে না। আপনাকে প্রথমে আমার দেয়া ফাইলটি ডাউনলোড করতে হবে। নিচে ডাউনলো
২.তারপর ফাইলটিতে আপনার কাঙ্খিত ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন।
৩.এবার ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে Speed Up Firefox! বাটনে ক্লিক করুন।
ফায়ারফক্স স্পিডি

৪.ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন ফায়ারফক্স আগের থেকে কিছুটা হলেও বেশি স্পিড পাবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন(মিডিয়াফায়ার লিঙ্ক)

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

অফটপিকঃ

আমার ইসলামি ব্লগকে এগিয়ে নিতে সহায়তা করুন। কপি পেস্ট ছাড়া ইউনিক আরটিকেল সেখানে প্রকাশ করতে পারেন। আপনার লেখায় ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান দান করুন মানুষকে।

ইসলামি ব্লগের link:http://islaminsidetheheart.com/

লেখা পোস্ট করুন এখানে- link:http://islaminsidetheheart.com/submit-your-writing-here/

আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ link:http://myseotipsandtricks.blogspot.com/

দুটো ব্লগই নতুন। তবে প্রথমটা এগিয়ে নিতে আপনাদের সাহায্য কামনা করছি। আশা করি আপনারা সাহায্য করবেন।

আর দ্বিতীয় ব্লগটি কেমন হয়েছে জানালে খুশি হতাম।

-ডিজে আরিফ

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একই সফটওয়ার নিয়ে পুনরাবৃত্তি টিউন ভাল লাগে না। নিচের লিংকটি দেখুন। এক বছর আগে এই সফটওয়ার নিয়ে লিখেছিলাম।
https://www.techtunes.io/internet/tune-id/14748/
Speedyfox দিয়ে আপনার প্রিয় ফায়ারফক্সকে উচ্চ গতিসম্পন্ন করুন !! (১০০%)

    আপনি বোধহয় একটু অন্যরকম মানুষ! টিটির নিয়ম-নীতিতে কি লেখা আছে যে রিটিউন করা যাবে না?
    আপনার টা ছিল ভারশন ১.৪ আর আমারটা ১.৫। এখানে “পুনরাবৃত্তি টিউন” কই পাইলেন?

ভাইয়া আপনি ইসলামি ব্লগ খুলেছেন এতে আমার খুবই ভালো লাগছে। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। আপনার জন্য আমার দরজা সব সময় উন্মক্ত। আমার ফেসবুকঃ http://www.facebook.com/itworldbd । আমার ই-মেইল এবং ইয়াহু ম্যাসেন্জার আইডিঃ [email protected]
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগটাও ভালো হয়েছে তবে বাংলা হলে বেশি ভালো হতো। ধন্যবাদ।

    ধন্যবাদ রহিম ভাই, আমাকে সাহায্য করতে চেয়েছেযজেনে খুশি হলাম। ফেসবুকে চ্যাটে আসেন কথা আসে!

অনেক ধন্যবাদ সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।
আর আপনার ইসলামিক সাইটটি বাংলায় হইলে অবশ্যই সাহায্য করতে পারতাম,
ইংরেজী হওয়ার কারনে আমি অক্ষম তবে আপনার ভাল এই উদ্যেগের সফলতা কামনা করছি।

    ধন্যবাদ আতাউর ভাই, শীঘ্রই আশা করি ইসলামিক সাইটটার বাংলা সাইট রিলিজ করবো। আশা করি সাথে থাকবেন।

যদিও আগে এইরকম টিউন হয়েছিল তারপরেও ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।
আপনার ওয়েব সাইট ২ টির ডিজাইন ভালো লাগলো ।

thankyou apnaka 🙂

Level 0

আমার কমপিউটারে rar ফরমেটের ফাইল ওপেন হয় না।pls..help

[আইটিপ্রেমী রুহুল ] ভাইকে বলছি, আপনি এক বছর আগে এই সফটওয়ার নিয়ে লিখেছিলেন কিনতু এই এক বছরে টিউনারের সংখ্যাও অনেক বেড়েছে ।তাদের অনেকের কাছেই এটা নতুন। তাই আপনার উদ্ধৃত “একই সফটওয়ার নিয়ে পুনরাবৃত্তি টিউন ভাল লাগে না। এক বছর আগে এই সফটওয়ার নিয়ে লিখেছিলাম।” একথাটি একদম গ্রহনযোগ্য নয়, কেননা নতূন বিষয়ে ফালতু টিউন করার চেয়ে পুরানো দরকারী বিষয়ের টিউনের পুনরাবৃত্তি অনেক বেশি প্রশংসাযোগ্য। আশা করি বুঝেছেন……………………

    অভিজিত ভাই, টিটি এর টিউনার ও ভিজিটরের সংখ্যা দিন দিন বাড়ছে। নতুনদের কাছে নতুনতো লাগবেই এমনকি পুরনোদের কাছেও নতুন লাগতে পারে। ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, টিটিতে চমৎকার একটা সার্চ ইঞ্জিন আছে। ঐখানে আপনার চাহিদামত সার্চ দিলেই নতুন পুরনো সবই পাবেন।
    আর হ্যাঁ, একজনের কথা কারো কাছে ভাল লাগে আবার কারো কাছে ভাল লাগে না। ভাই আপনি যদি টিটিএর চমৎকার কিছু টিউনের পুনরাবৃত্তি করেন তাহলে আপনি অনেক প্রশংসা পাবেন। হা হা হা
    আশাকরি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
    (টিউনারদের কাছে বলছি সার্চ ইঞ্জিন ব্যবহার করে টিউন করুন)

    আপনি বোধহয় একটু অন্যরকম মানুষ! টিটির নিয়ম-নীতিতে কি লেখা আছে যে রিটিউন করা যাবে না?
    আপনার টা ছিল ভারশন ১.৪ আর আমারটা ১.৫। এখানে “পুনরাবৃত্তি টিউন” কই পাইলেন?
    ???

    অভিজিত ভাই তোমার সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ।

বুঝতে পারছি ডিজে “আরিফ ভাই” এই টিউনের জন্য যে প্রশংসাগুলো পেয়েছেন সেটা আপনার সহ্য হচ্ছে না। আপনি ভাবছেন যে, প্রথম টিউন করেছেন বলে আপনি টিউনটির একমাত্র মালিক হয়ে গেছেন।

    অভিজিত ভাই, ভাল টিউন করলে সবই প্রশংসা পায়। আমার অসহ্য লাগার কিছুই নাই। জাষ্ট টিউনারদেরকে পরামর্শ দিচ্ছি টিটি এর সার্চ ইঞ্জিন ব্যবহার করার জন্য।

আর আমি আশা করছি টিটিএর ভবিষ্যতে চমৎকার বিষয়ের উপর টিউন পুনরাবৃত্তি করলেও কারো কাছ থেকে নিরুৎসাহ পাবোনা কারণ টিউনটা হবে নতুনদের খুব দরকারী। যে নিরুৎসাহটা আপনি “আরিফ ভাই” কে আপনার প্রথম মন্ত্যবে করেছেন তা সত্যি অগ্রহনযোগ্য।

    ভাই আপনি আরিফ ভাইকে বলুন আমার কমেন্টটি যেন ডিলিট করে দেয়। আর আপনার কমেন্টগুলো যেন প্রথমে রাখে।
    (ডন্ট মাইন্ড)
    🙂

Level 0

জটিল টিউন দিলেন ভাই

ভাই আপনিও কি মন্তব্য + স্প্যাম করা ‍শুরু করলেন?

ডিজে……. অনেক কাজের একটা সফট্ সেয়ার করলা।
ধন্যবাদ।

জিনিয়াস ভাই, আপনি নিজে কত আয় করেছেন? জানান দেখি আমার থেকে বেশি হয় কি না!

টেকটিউনে আমি নতুন। সবার কাছে সাহায্য চাই। আমার দুইটা পেনড্রাইভ আছে ফাইল কপি হয় না। কপি করতে চাইলে লেখা উঠে written protect
এই সমস্যার সমাধান সম্পকে কেউ জানলে সারাদিন। কৃতঞ থাকব। ফরমেট হয়না।

ভাই আপনার টিউনটি জটিল হইছে।

আগে টিউন হলে কি হয়েছে? এটা অনেক কাজের একটা সফ্টওয়্যার। ইদানিং টেক টিউনসে দেখা যায় অনেকেই খুব গর্ববোধ করে বলেন যে,অমুক টিউন আগে করা হয়েছে, রি-টিউন,পেছনে দেখুন,সার্চ করুন আরো হাবিজাবি কতকিছু।ভাই,আপনি জানেন ভালো কথা। তাই বলে সবাইতো আর জানেন না। এভাবে টিউনারদের নিরুৎসাহিত করা হয়।যাহোক,ডিজে ভাইকে ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য।রুহুল ভাইকেও ধন্যবাদ(যেহেতু আপনার এটা পাওনা ছিলো!)

    হ্যা কাজের কথা বলেছেন। যদি এমনটি হত যে আগে করা টিউন কপি পেস্ট করা হয়েছে সেক্ষেত্রে আলাদা কথা ছিল, কিন্তু যেহেতু এমনটি করা হয় নি সেহেতু এটা অবশ্যই গ্রহণযোগ্য।

ভালো লাগলো। ধন্যবাদ……………….

arif vi=>apnar tune tar jonno dhonnobad….amake 1tu sahajjo korle khushi hobo,ta holo amr aage download speed chilo 20-25kbps,r xp setup deyar por ekhon speed pai matro1-2kbps…ekhon ki korle speed ta barbe…ami mobile diye net use kori……………

    মুনতাসির ভাই ডাউনলোড স্পিড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে না। এটা আপনার মোবাইল ফোনে যে সিম ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে। কি সিম ইউজ করছেন?

ভাই আমি নতুন ইউজার। rar ফাইল ডাউনলোড করে install করতে পারছিনা । সমাধান দিবেন দয়া করে।

    এখান থেকে ডাউনলোড করে নিন-http://www.mediafire.com/?kud84d1uazl4bs1
    এটা উইনরার, এটা দিয়ে আপনার রার ফাইল খুলতে পারবেন।

অনেক ধন্যবাদ সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।

@”টেকটিউনস”
“জিনিয়াস” উনি দেখছি সবার পোষ্টে একই কমেন্টস করে যাচ্ছে। তাও আবার স্পাম পোষ্ট। তাই টেকটিউনস এর দৃষ্টি আকর্ষন করছি “জিনিয়াস” ভাইয়ের উপর নজর রাখার জন্য।

make a tune about Blacksheep.Off topic:do you know Fahim Kabir?

ধন্যবাদ আপনাকে আমার সাইটের প্রসংশা করার জন্য।
*ভাই কি সত্যি ৮০৫ ডলার আয় করসেন নাকি মজা করলেন? আপনার সাইটগুলোর ঠিকানা একটু দিবেন যেখানে এডসেন্স এড বসিয়েছেন?

সফটয়ার টা খুব কাজের। আপনাকে ধন্যবাদ