আসসালামুয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের এই টিউনটি ফায়ারফক্সকে স্পিডি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে। তো শুরু করা যাক।
মোজিলা ফায়ারফক্স এযাবৎ কালের সেরা ব্রাউসার যা সর্বাধিক ফিচারসমৃদ্ধ এবং স্পিডি। যদিও গুগোল ক্রোম এগিয়ে আসছে তূখোর গতিতে, তবুও এখনো ফায়ারফক্স শীর্ষস্থানটি ঠিকি ধরে রেখেছে। ফায়ারফক্সে নিত্যনতুন এড-অন আর বিভিন্ন টুলবার ইত্যাদি যোগ করার কারণে ধীরে ধীরে ফায়ারফক্স স্লো হতে থাকে।
১.কম্পিউটার চালু করার পর ফায়ারফক্স ওপেন হতে অনেক সময় নেয়।
২.স্বাভাবিক স্পিড থেকে অনেক কম স্পিড পাওয়া।
৩.মাঝে মাঝে হঠাত করেই হ্যাং করা(ব্রাউসার)।
৪.কোন ওয়েবসাইট লোডিং হতে স্বাভাবিক থেকে বেশি সময় নেয়া স আরো নানা সমস্যা হয়।
এসকল সমস্যা থেকে মুক্তি দেয়ার জন্যই তৈরী করা হয়েছে স্পিডিফক্স নামের এক অসাধারণ ফ্রিওয়্যার। এর মাধ্যমে মাত্র এক ক্লিকেই আপনি আপনার ফায়ারফক্সকে স্পিডি করে তুলতে পারবেন। এর মাধ্যমে অপ্টিমাইজ করার পর আপনার মনে হবে যেন আপনি সদ্য ফায়ারফক্স ইন্সটল করেছেন।
১.সর্বপ্রথম সুবিধা হল এটার জন্য আপনার কোন টাকা দেয়া লাগবে না, এমনকি এর জন্য কোন ক্র্যাক বা কিজেনও খুজতে হবে না।
২.এটি ১০০% নিরাপদ এবং স্পাইওয়্যার ফ্রি।
৩.সাইজে খুব ছোট।
৪.ইন্সটল করার কোন ঝামেলাই নেই, ইন্সটল ছাড়াই ব্যবহার করতে পারবেন।
৫.এটি আপনার ব্রাউসার হিস্টোরী এবং কুকিজ এর কোনটিই নামুছে আপনার ফায়ারফক্সের স্পিড বাড়াবে।
১.এটা ব্যবহারের জন্য বিশেষ কিছু করতে হবে না। আপনাকে প্রথমে আমার দেয়া ফাইলটি ডাউনলোড করতে হবে। নিচে ডাউনলো
২.তারপর ফাইলটিতে আপনার কাঙ্খিত ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন।
৩.এবার ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে Speed Up Firefox! বাটনে ক্লিক করুন।
৪.ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন ফায়ারফক্স আগের থেকে কিছুটা হলেও বেশি স্পিড পাবেন।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
আমার ইসলামি ব্লগকে এগিয়ে নিতে সহায়তা করুন। কপি পেস্ট ছাড়া ইউনিক আরটিকেল সেখানে প্রকাশ করতে পারেন। আপনার লেখায় ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান দান করুন মানুষকে।
ইসলামি ব্লগের link:http://islaminsidetheheart.com/
লেখা পোস্ট করুন এখানে- link:http://islaminsidetheheart.com/submit-your-writing-here/
আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ link:http://myseotipsandtricks.blogspot.com/
দুটো ব্লগই নতুন। তবে প্রথমটা এগিয়ে নিতে আপনাদের সাহায্য কামনা করছি। আশা করি আপনারা সাহায্য করবেন।
আর দ্বিতীয় ব্লগটি কেমন হয়েছে জানালে খুশি হতাম।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
একই সফটওয়ার নিয়ে পুনরাবৃত্তি টিউন ভাল লাগে না। নিচের লিংকটি দেখুন। এক বছর আগে এই সফটওয়ার নিয়ে লিখেছিলাম।
https://www.techtunes.io/internet/tune-id/14748/
Speedyfox দিয়ে আপনার প্রিয় ফায়ারফক্সকে উচ্চ গতিসম্পন্ন করুন !! (১০০%)