আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু | প্রিয় টিউনার ভাইয়েরা, আশা করি মহান
আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন | আমি একজন নতুন রেজিষ্টার টিউনার | যদিও আমি অনেক দিন
ধরেই এই টেকটিউনস এর নিয়মিত পাঠক | এখানের সবগুলো টিউনই আমার পড়তে খুবই ভাল লাগে
তাই কখনও রেজিষ্ট্রেষন করতে আগ্রহী হই নি | আজ এক সমস্যার মধ্য দিয়ে দিয়ে টিউন করা শুরু করলাম |
আশা করি আপনার সবাই এগিয়ে এসে আমাকে সাহায্য করে আমিকে নিয়মিত টিউন করতে আগ্রহী
করে তুলবেন |
আমার সমস্যাটি হচ্ছে আমার মনিটরের লাইট খুব বেশী তাই বেশিক্ষন মনিটরের দিকে তাকিয়ে থাকতে
পারি না | অল্প কিছুদিন হয় আমার মাদারবোর্ডটি পরিবর্তন করেছি | আর মাদারবোর্ড পরিবর্তন করার
পর থেকেই এই সমস্যাটি দেখা দিচ্ছে | আমার
মনিটরঃ SAMSUNG (SyncMaster733NW)
Dynamic Contrast : 15000:1
অপারেটিং সিষ্টেমঃ windows 7
মাদারবোর্ডঃ Asrock G41 chipset Express
প্রসেসরঃ ডুয়েল কোর
আশা করি উপরুক্ত কনফিগারেশন দেখে আপনারা আমার জন্য একটি সঠিক ডিসপ্লে সেটিং করে দিবেন |
যার ফলশ্রুতিতে আমি দির্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করতে পারি | ধন্যবাদ.............
আমি নাজমুল হুদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ডাউনলোড করেন, অটো ব্রাইটনেস কমে যাবে
http://stereopsis.com/flux/