দীর্ঘদিন চেষ্টা করে আমি একটি ওয়েব সাইট Develop করেছি.. এখন কাজ প্রায় শেষের পথে.. কিন্তু একটি সমস্যার সমাধান পাচ্ছিনা। তাই ওয়েব ডেপেলপমেন্ট জানেন এমন কেউ যদি সমাধান দিতেন তবে খুউব উপকৃত হতাম।
আমার ওয়েব সাইট টি মূলত তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট। আমি চাইছি ওয়েবপেজ এর Content Div এর কোনো Text যাতে কেউ Copy Paste করতে না পারে। মানে Content Area টা Read Only করতে চা্ই। অনেক ওয়েব সাইট ঘুরে দেখেছি। কিন্তু কোথাও কোনো সমাধান পাচ্ছিনা।
উল্লেখ্য, সাইটি তে Pure PHP, HTML, CSS, jQuery, Java Script প্রোগামিং ভাষা ব্যবহৃত হয়েছে।
কেউ জানলে প্লিজ জানাবেন.. কমেন্টে অথবা আমাকে Message দিতে পারেন Facebook এ।
http://www.facebook.com/zituxn
আমি মোশারফ হোসেন জিটু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি ভুল ক্যাটাগরিতে পোস্ট করেছেন। সাহায্য/জিজ্ঞাসা বিভাগে পোস্ট করুন। তাহলে এক্সপার্টরা তারাতারি হেল্প করবে।
“অফটটপিক” ল্যাপটপ কনফিগারেশন পেতে এখানে ক্লিক করুন।