কোনটা কেনা ঠিক ? ল্যপটপ নাকি ডেস্কটপ ?

আমি Asus A42F ব্যবহার করছি । একটা ল্যাপটপ সপ্তাহে সর্বোচ্চ কয় ঘণ্টা ব্যাবহার করা যেতে পারে ? 
 আমার এক বন্ধু পিসি কিনতে চাচ্ছে , বাজেট ৪০,০০০/= ।দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা ব্যবহার করবে । ও কি কিনবে ? ল্যপটপ নাকি ডেস্কটপ ?
 কনফিগারেশনটা বলে দিলে ভালো  হয়। কোন জায়গা থেকে কিনলে ভালো হবে ?? আমি মতিঝিল থাকি । দয়া করে কেউ সাহায্য করবেন ।

Level 0

আমি বাতিল প্রতিভা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়তে এলাম, দেখতে এলাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৪০০০০ এ যে পিসি পাবেন, সে টাকায় অত ভালো ল্যাপটপ পাবেননা। টানাটানিট ঝামেলা না থাকলে ডেস্কটপই কিনেন 🙂

😀 ভালো বলেছেন ।

100% right. Desktop will be better 4 u. I am from khulna, my elder brother is a delar of ‘Computer Source’ (However, configuration ar paper a ami apnaka aituku bolta pari j apni AMD Processor, GIGABYET mother board & 8GB Apacer RAM nita paren)

ভাই আমি আগে(২০০৬-২০১১সেপ্টেম্বর) ডেক্সটপ ব্যবহার করতাম, এখন Job করার প্রয়োজন এ ল্যাপটপ(DELL-5110) কিনতে হইসে।আসলে ২ টাই প্রয়োজনীয় । যেমন বাসাই বসে থেকে শুধু ব্রওসিং করা বা গেম খেলা, মুভি দেখার মত কাজ করতে চাইলে ডেক্সটপ বেস্ট। কিন্তু যদি আপনার কাজ হয় এমন যে আপনাকে বাসাতেও কাজ করতে হবে আবার বাসার বাইরেও কাজে নিয়ে যেতে হবে তাহলে(only for carrying purpose) আপনার ল্যাপটপ কেনাই BETTER হবে।(বিঃদ্রঃ ল্যাপটপ ছুরি ও ছিন্হতাই হচ্ছে অহরহ, খুব sensitive -যেকোনো সময় বেকাইদাই ল্যাপটপের ডিসপ্লে খতিগ্রস্ত হতে পারে যার দাম পরবে নিদেন পক্ষে ১০,০০০ টাকা)।টাই সব কিছু বুঝে আপনার বন্ধু কে decision জানান।

Level New

প্রফেশনাল, হার্ডকোরদের জন্য অবশ্যই ডেস্কটপ। আর যাদের সবকিছুই অল্প হলে চলে তাদের জন্য ল্যাপটপ। আপনি আমাকে ফোন করতে পারেন। ০১৬৭৮১৭০৩১৯। এই ব্যাপারে আইডিয়া দেবার জন্য আমি বসেই থাকি!

Level 0

desktop

ভাই এই বাজেটে desktop সব চাইতে ভাল।

Level 0

vi 20000 TK a sudhu PC ar configuration ki rokom hobe?

Desktop এর উপরে আর কিছু আছে নাকি? বাসায় ব্যবহার করতে চাইলে ল্যাপি কেনার দরকার নাই।
আমার চাচাতো ভাই এর পিসি কখনোও বন্ধ হয়না।২৪ঘন্টা চলছে টরেন্ট এর জন্য।