কেন জানি আমার কাছে আমার পিসির সাউন্ড বক্স ভালো লাগছেনা ।
আসলে কিনতেই ভুল করছি কারন চায়না একটা সাউন্ড বক্স কিনলাম।
কারন এটার সাউন্ড কোয়ালিটি ভালো নয়।
এখন আমি নতুন করে সাউন্ড বক্স কিনতে চাচ্ছি ।
কিন্তু কোন সাউন্ড বক্স ভালো হবে বুঝতে পারছিনা।
তাই আমার বড় ভাইদের শরণাপন্ন হলাম।
আর হ্যাঁ আমার বাজেট ৩০০০-৪০০০ টাকা।
সাউন্ড কিন্তূ ফাটাফাটি হতে হবে ।
প্লীজ একটু ইনফো দিন ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদের সাব্বির
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
you can purchase altech lansing speaker. Thats great.