Wifi এর ব্যপারে সহায়তা করুন।

আমার এক বড় ভাই বিদেশ থেকে একটি ল্যাপটপ পাঠাইছে। ইহাতে বার বার Wifi খোজে আসলে আমি বুঝতে পারি না কোন ধরনের নেটওয়ার্কে Wifi পায়। আমি জানতে চাই কোন ধরনের নেটওয়ার্ক Wifi দিয়ে চালানো যাবে। (Brodband, Banglalion না কী অন্য কোন?) আমি গ্রামে বাস করি এবং জি.পির লাইন চালাই। আপনাদের অপেক্ষায় আছি। আশা করি এর সমাধান পাব।

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক থাকলেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। যেমন এয়ারপোর্ট, কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ঢাকার কিছু রেস্টুরেন্ট ইত্যাদি এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক থাকে, ফলে আপনি কোন মডেম বা তার ছাড়াই সেখানে কানেক্টেড হতে পারবেন।

বাংলালায়ন ব্যবহার করতে চাইলে আপনাকে ওয়াইফাই রাউটার সহ মডেমটা কিনতে হবে। তাহলে আপনি শুধু সেটা চালু করলেই ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোন তার, কানেকশন বা ইউএসবি ডিভাইস লাগবেনা 🙂

যদি ওয়াইফাই ব্যবহার না করা হয় তাহলে সাজেশন দিই সেটা বায়োস থেকে বন্ধ রাখুন, অযথা শক্তি খরচ করা উচিত না 🙂

    Level 0

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সাজেশান দেওয়ার জন্য। আরেকটি কথা যদি ওয়াইফাই ব্যবহার না করি তাহলে সেটা বায়োস থেকে কিভাবে বন্ধ রাখব। বললে উপকার হবে?

      @jamal10: ল্যাপটপ চালু হওয়ার সময় F2 বা Del চাপতে হবে (মডেল ভেদে আলাদা হতে পারে), তখন যে লিস্ট আসবে সেখানপ Wireless বা WLAN জাতীয় কিছু পেলে সেটা Turn Off করলেই হবে। এটা ছাড়াও আপনি Fn + WiFi বাটন চেপে ওয়াইফাই বন্ধ করতে পারেন। আর উইন্ডোজ ব্যবহার করলে Win+X চাপলে মেনু পাবেন যেখানে ল্যাপটপের অনেক কিছু টুইক করা সম্ভব।

একটু সংশোধন করে বলি। কোন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক থাকলেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না, যদি না সিকিউরিটি অফ করা থাকে। আর ওয়াইফাই যেকোনো ধরনের ইন্টারনেট সংযোগেই ব্যবহার করা যায়। মোবাইল কোম্পানিগুলো ব্যতীত, কারণ তাদের সংযোগ ব্যবহার করতে হয় কোন USB ডিভাইস দিয়ে, যা কিনা এমনিতেই ওয়্যারলেস।
আপনি যদি বাংলালায়ন বা কিউবি ব্যবহার করতে চান তাহলে তাদের ওয়াইফাই রাউটার সহ মডেমটা কিনুন। এরচেয়ে ভাল হবে যদি আপনি এইরকম কিছু কিনেনঃ
http://www.bdstall.com/listingDetail/index/6272
তাহলে বেশি দাম দিয়ে ওই ওয়াইফাই রাউটার সহ মডেমটা কিনতে হবে না, সাধারণ যেই রাউটারটা দেয়া হয় তা দিয়েই হবে। ওদের USB মডেমটা দিয়ে কিন্তু এইসব হবে না। অপেক্ষায় থাকুন কবে আপনার এলাকায় বাংলালায়ন বা কিউবি আসে।
আর আপনি যদি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করতে চান তাহলে লিঙ্কে দেয়া রাউটারটির মত কিছু কেনা ছাড়া উপায় নেই।

Level 0

Vai, make aktu help korben? ami odesk theke moneybookers e 62 dollar send koresi kintu money bookers er withdrow option e gele nicher massege ti disse ”

Your account is locked for outgoing transfers and credit/debit card payments therefore we cannot complete this transaction. You need to change your Skrill (Moneybookers) account password and e-mail address via the Profile section in order to start the procedure for unlocking your account.”

Vai ami akhon ki vabe taka withdrow korbo please apnader karo sothik information jana thakle amake bolen. Thanks everybody

    @masumbd52:
    আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হয়তবা আপনার সমস্যা সমাধান হতে পারে।
    য়ামার মাম্বার নাম্বার হল ০১৯১৩৩০১৮৬৬

আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হয়তবা আপনার সমস্যা সমাধান হতে পারে।
আমার মোবাইল নাম্বার হল ০১৯১৩৩০১৮৬৬