আমার এক বড় ভাই বিদেশ থেকে একটি ল্যাপটপ পাঠাইছে। ইহাতে বার বার Wifi খোজে আসলে আমি বুঝতে পারি না কোন ধরনের নেটওয়ার্কে Wifi পায়। আমি জানতে চাই কোন ধরনের নেটওয়ার্ক Wifi দিয়ে চালানো যাবে। (Brodband, Banglalion না কী অন্য কোন?) আমি গ্রামে বাস করি এবং জি.পির লাইন চালাই। আপনাদের অপেক্ষায় আছি। আশা করি এর সমাধান পাব।
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক থাকলেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। যেমন এয়ারপোর্ট, কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ঢাকার কিছু রেস্টুরেন্ট ইত্যাদি এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক থাকে, ফলে আপনি কোন মডেম বা তার ছাড়াই সেখানে কানেক্টেড হতে পারবেন।
বাংলালায়ন ব্যবহার করতে চাইলে আপনাকে ওয়াইফাই রাউটার সহ মডেমটা কিনতে হবে। তাহলে আপনি শুধু সেটা চালু করলেই ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোন তার, কানেকশন বা ইউএসবি ডিভাইস লাগবেনা 🙂
যদি ওয়াইফাই ব্যবহার না করা হয় তাহলে সাজেশন দিই সেটা বায়োস থেকে বন্ধ রাখুন, অযথা শক্তি খরচ করা উচিত না 🙂