আমাকে একটু ব্লগস্পট সর্ম্পকে বেশী ধারণা নাই। তাই ব্লগস্পট রেজিষ্টেশন এবং বিভাগ এই দুইটা গেজেট আমি অনেক খোজা খোজি করেও পাইনাই। তাই কারো যদি যানা থাকে তা হলে প্লিজ আমাকে একটু সাহায্য করুণ। আমার উপরোক্ত কথা গুলো কি আপনি বোঝতে পারলেন। না পারলে আবার বলছি। মানে আমি চাচ্ছি যে আমার একটা ব্লগস্পট আছে তাতে টেকটিউনস এর মত রেজিষ্টেশন করে অনেক ব্লগার আমার ব্লগে পোস্ট করবে। তাই আমাকে একটু সাহায্য প্রয়োজন।
ব্লগস্পট লিঙ্ক আপনাদে মাঝে পরে শেয়ার করব।
ভাই পারলে বাংলা ভাষায় মন্তব্য করবেন, কারণ আমি ৬ষ্ট শ্রেনীর পযন্ত লেখাপড়া। তাই ইংলিশ ভাল বুযিনা।
ভুল হলে কমা করবেণ ।
আমি দিলীপ চন্দ্র বর্মন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
টেকটিউনসের প্লাটফরমটি সম্পূর্ন ওয়ার্ডপ্রেসভিত্তিক
তাই আপনি যদি সবার জন্য উন্মুক্ত একতি ব্লগ করতে চান তাহলে আপনার হাতে দুইটি অপশান খোলা থাকবে
১. ফ্রি হোষ্টেড সাইট, যেমন ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি
২. সেলফ হোষ্টেড সাইট
ফ্রিতে চাইলে wordpress.com এর সাবডোমেইন ইউজ করতে পারেন, কারন ব্লগিং্যের জন্য ওয়ার্ডপ্রেসটাই সেরা
আর
প্রিমিয়াম চাইলে আমরাতো আছিই 🙂