Payoneer Debit master card এর ব্যাপারে সাহায্য চাই

আমার একটি Payoneer Debit master card আছে এবং আমি এটা দিয়ে বাংলাদেশে টাকা তুলে থাকি। আমি কি এই Payoneer Debit master card দিয়ে Domain or Hosting কিনতে পারব? পুর কাজটা কিভাবে করব detail বললে ভালো হয়। Domain কেনার জন্য কন সাইট টা বেশি ভাল হয় এবং Re-sell hosting এর জন্য কোনটা ভালো হয় এ ব্যপারে দয়াকরে একটু সাহায্য  করেন । ধন্যবাদ সবাইকে

Level 0

আমি zis3485। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Domain এর জন্য আমার পছন্দ Namecheap.com এবং হোস্টিংয়ের জন্য হোস্ট গ্যাটর।
আপনি কেনার সময় যখন চেক আউট করবেন তখন আপনার কার্ডের ডিটেইলস চাবে। ওটা দিলেই ওরা টাকা কেটে নিবে।

আরেকটা সতর্কতাঃ কম টাকার জন্য আজেবাজে সাইট থেকে কিনেন না। তাতে মাস্টারকার্ডের তথ্য চুরি হয়ে যেতে পারে।

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই help করার জন্য। আর একটি প্রশ্ন… কার্ডের ডিটেইলস এ দেশ কোনটা হবে Bangladesh or USA?

Level 0

ভাই, যখন টাকা তোলেন, তখন কিরকম চার্জ কাটে, কোথায় কাটে একটু কাইন্ডলি জানাবেন? আমারও মাস্টারকার্ড আছে পেওনিয়ার এর…এখন বাইরে থেকে টাকা western union দিয়ে আনলে চার্জ কম হবে নাকি মাস্টারকার্ড দিয়ে উঠালেই কম চার্জ হবে?

টাকা কিভাবে রিচার্জ করবো …?