অনেকেই তাদের ইন্টেল/ এ এম ডি পিসিতে ম্যাক ব্যবহার করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমার মাথায়ও ভুত চাপে ম্যাক ব্যবহার করার।
তাইতো ডাউনলোড করে ফেলি Snow Leopard 10.6.6 SSE2 SSE3 Intel Only by Hazard এই ভার্সনটি। ঠিকঠাক ভাবে ডিস্কে .iso ফাইলটি রাইটকরে সেটাপ দেই সাইফ দি বসের টিউটোরিয়াল অনুযায়ী।
কিন্তু পুরো সন্তুষ্ট হতে পারি নাই। কেননা সেট আপ করার পরে সব ঠিক থাকলেও উইন্ডোজের NTFS সিস্টেমের ড্রাইভ গুলো ব্যবহার করতে পারি নি। আমি ম্যাক ইনস্টলের সময় নিম্নক্ত ভাবে হার্ডওয়্যার কনফিগারেশন করে নিয়েছিলাম।
যাহোক, তারপর আমি আরেকবার ইনস্টলকরি ম্যাক। এক্ষেত্রে কোন প্রকার কাষ্টমাইজেশন মানে ইনস্টল করার সময় হার্ডওয়্যার কোন রকম কাষ্টমাইজ না করেই ইনস্টল করি। এবার সবই ঠিক থাকে কিন্তু সাউন্ড আসেনা।
ইদানিং ট্রায় করে দেখলাম যে ইনস্টলের সময় হার্ডওয়্যার কাষ্টমাইজ করে সেটআপ দিলে সেটা ফেইল দেখায়, কিন্তু নরমালি কাষ্টমাইজ ছাড়া ইনস্টল করলে সেটা সফল হচ্ছে।
যাহোক এখন আমার পিসিতে ম্যাক ইনস্টল আছে, কিন্তু কোন সাউন্ড আসছে না। ইনপুট+আউটপুট ড্রাইভ পাচ্ছে না।
আমার মনিটরের রেজুলেশন ১৪০০*৯০০। কিন্তু আমি পাচ্ছি ১০২৪*৭৮৬।
আমার সিস্টেম কনফিগারেশন:
CPU
Intel Pentium E5300 @ 2.60GHz 41 °C Wolfdale 45nm Technology
RAM
1.00 GB Single-Channel DDR2 @ 399MHz (5-5-5-15)
Motherboard
Gigabyte Technology Co., Ltd. G41M-ES2L (Socket 775)
Graphics
SyncMaster (1440x900@60Hz)
Intel(R) G41 Express Chipset (Microsoft Corporation - WDDM 1.1)
Audio
High Definition Audio Device
এখন কিভাবে সাউন্ড আনা যাবে আর মনিটর রেজুলেশন ঠিক করা যাবে? একটু বলবেন প্লিজ।
আর একটা কথা আমার সিস্টেমের কনফিগারেশনের জন্য ইনষ্টলেশনের সময় হার্ডওয়্যার কাষ্টমাইজেশন কেমন করতে হবে কেউ একটু বলবেন প্লিজ!
আর কিভাবে নতুন সফটওয়্যার এবং নামানো সাউন্ড এবং ডিসপ্লে ড্রাইভার গুলো ইনস্টল করা যাবে?
আমি স্বপ্নীল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।