ফটোশপ-এ বাংলা লিখব কী করে?

আমি আবার সমস্যা নিয়ে হাজির হলাম। আমি তেমন কিছু পারি না। তবে ছোট খাটো ছবি এডিট করা মানে টেক্সট যোগ করা, ছবি ইনসার্ট করা এইসব কাজে photoscape আর ফটোশপ ব্যবহার করি। কিন্তু যেহেতু বাংলা টাইপ করতে অভ্র অথবা মাইক্রোসফ্ট ইন্ডিক টূল ব্যবহার করি, কিন্তু এর কোনটা দিয়েই photoscape আর photoshop –এ বাংলা লিখতে পরতেছি না। দেখায় অথবা দেখায় না। আর দেখাইলেও পরে অন্য রকম লেখা আসে। মানে উল্টা পাল্টা। এই সমস্যার সমাধান দেন প্লিজ। কিভাবে আমি বাংলা লিখে তার উপর ইফফেক্ট নিয়ে কাজ করতে পারি। জানান প্লিজ। অথবা লিংক দেন যেখান থেকে আমি জানতে পারি কী করতে হবে।

sorry, i tried to post using bangla by microsoft indic tools and avro. but the avobe error is happening. plz help me. problem is about bangla typing its clear here. another problem is normally i use photoshop or photoscape to work on pictures, i dont know much. but my works goes on like adding text inserting image or object etc. now the problem is i need to add bangla text, i tried by avro and microsoft indic tools. but not working it just appears as ????????? or blocks...

how can i add bangla text in photo editors like photoscape or photoshop. and how can i fix this error now. it started when i installed avro and before that i was using microsoft indic tool. please help me out. as soon as possible.

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানি না কী হচ্ছে। কিন্তু বাংলা সমস্যা করতেছে। ফায়ারফক্স-এ tab এ বাংলা লেখা গুলো উল্টা পাল্টা আসছে। আমি যখন পোস্ট টাইপ করেছিলাম তখন উপরের বাংলা লেখা গুলো উল্টা পাল্টা ছিল কিন্তু পোস্ট করার পর আবার ঠিক দেখতে পাচ্ছি। কিন্তু tab এ বাংলা লেখা এখনো উল্টা পাল্টা। কী করে ঠিক করব? বাংলার জন্য কী ডিফল্ট ফন্ট বদলে গেছে নাকি?

version change koren tik hoye jabe……..beta 8 use kori amr jonno bangla font lage nai……old gulai problem hoi osob update dileo problem hoi…….

ফটোশপ এরাবিক ভার্সন যদি পারেন নেট থেকে নামিয়ে নিন । অভ্র দিয়ে বাংলা লিখতে পারবেন অনায়াশে যুক্তাক্ষর সহ । তবে দুই একটা অক্ষর ছাড়া যেমন র‌্যাম লিখতে পারবেন না , খন্ডত > ৎ লিখা যায় না
১২০টাকা দিয়ে বিজয় কিনে নিন তাহলে সব গ্রাফিক্স প্রগ্রামে বাংলা লিখতে পারবেন ।

উপরের কমেন্ট ডিলিট করে দেন –
http://sam.azgor.com/2011/11/how-to-write-bangla-in-photoscape-or.html

আপনাকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করে দেখছি।