গ্রাফিক্স কার্ড সংক্রান্ত সাহায্য চাই ।

আমি নতুন গ্রাফিক্স কার্ড কিনতে চাই। বাজেট ৬-৭ হাজার টাকা। আমি mw3, bf3 খেলার জন্য কিনব। আমাকে কেউ জানাবেন কি যে কোন টা কিনলে ভাল হবে? আর আমার এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগবে কিনা। আরেকটা প্রশ্ন nvidia or ati redeon কোনটা ভাল ? প্লিজ আমাকে এক্সপার্ট রা সাহায্য করুন । আমি দুই একদিনের মধ্যেই কিনতে চাচ্ছি।

Level 0

আমি sajib das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিঃসন্দেহে nVIDIA. Its the Graphics Giant!

Shawon vy er sathe abaro sohomot. .ai budget e 5670 chara valo card ar aktao nai. Apni chesta korben 5670 gddr5 card ta kenar gddr3 theke gddr5 card ta odhik karjokor. .ar ati ar nvidia brand 2tai s0man s0man brand dakhe kono din jinish kinben nah kinte hole configuaration dakhe kinben. Shawon vy hard ware er up0re akta tune korechen ota daklei bujhte parben 😀 tobe vy chesta korben gddr5 kenar gddr3 ta tam0n akta subidha dibe nah bf3 te

ইন্টেলের প্রসেসরের জন্য nVidia GeForce ই উপযুক্ত। কেনার সময় nVidia GeForce 500 সিরিজের নেয়া চেস্টা করবেন। কারন এটাই nVidia GeForce এ সর্বশেষ সিরিজ। গেমের জন্য অবশ্যই nVidia GeForce এর GTX বা GTS সিরিজ দেখে নিবেন। এগুলো শুধু গেমের জন্যই তৈরি। আর কম্পানির ভিতর গিগাবাইট, আসুস ইত্যাদি প্রায় সব কম্পাইনিই ভাল। আপনি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের মডেল সম্পর্কে বিস্তরিত জানতে এখানে দেখতে পারেনঃ http://en.wikipedia.org/wiki/GeForce
আমি নিজে আসুসের GT520 Silent ব্যবহার করছি। গেমে দারুন গ্রাফিক্স দেয়। আশা করি তথ্য গুলো কাজে লাগবে।

বাজারে অনেক গ্রাফিক্স কার্ড পাবেন।আপনার বাজেট যেহেতু মোটামুটি মানের আপনি এই দামের যেকোন গ্রাফিক্স কার্ড নিতে পারেন।সবই মোটামুটি একিরকম হবে।অনেক গেমস হাই করে খেলতে পারবেন আবার অনেক গেমস হাই করলে গ্রাফিক্স আটকিয়ে আটকিয়ে আসবে।আপনি আরামসে কল অফ ডিউটি খেলতে পারবেন।তবে ব্যাটলফিল্ড খেলতে গেলে একটু ঝামেলা হতে পারে।

আপনার মনিটরে যদি এইচডিএমআই পোর্ট থাকে,খেয়াল রাখবেন আপনার গ্রাফিক্স কার্ডে যেন একটি এইচডিএমআই পোর্ট যেন থাকে।

Level 0

আপনাদের সবাই কে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কথা শুনে যা বুঝলাম কিছুদিন অপেক্ষা করে আরও কিছু টাকা যোগ করলে ভাল মানের কার্ড পাবো। তাই কিছুদিন অপেক্ষা করার ই সিদ্ধান্ত নিলাম।