জেনে নেই আনলিমিটেড ইন্টারনেট মাত্র ২৫০ টাকায় প্রতি মাসে

ভাই আমি টেকটিউনস এর একজন নিয়মিত সদস্য। তাছাড়া আমি গেমের একজন বড় ভক্ত। কিন্তু আজকাল যেসব বড় সাইজের গেম বেড় হচ্ছে তাতে বাংলাদেশের নেট স্পিড দিয়ে ডাউনলোড করা কষ্টকর। আমি গ্রামিনের p6 প্যকেজটি ব্যবহার করছি। আর এর জন্য আমাকে মাসে ১জিবির জন্য ৩৪৫ টাকা দিতে হয়। কিন্তু আমি কিছুদিন আগে জানতে পারলাম p3 প্যাজেটি নাকি রাত ১২ টা থেকে সকাল ১০ টা পযন্ত আনলিমিটেড। তাই আমি ঠিক করেছি এই প্যাকেজটি নিব। আর এর জন্য আমাকে মাসে মাত্র ২৫০ টাকা দিতে হবে। তাই কেউ যদি এই প্যাকেজটি ব্যবহার করে থাকেন তাহলে আমাকে দয়া করে জানান এই প্যাকেজটিতে ডাউনলোড স্পিড কত?

Level 0

আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Download Speed P6 Er Motoe Tobe Rat 12 Tar Pore Speed Khub Ekta Valo Thake Na Majhe Moddhe Net Connection E Paua Jai Na. Vor 5 Ta Theke Speed Thik Thake 🙂

Level 0

ভাই আপনি Banglalion or Qubee এর ১ জিবি প্যাকেজ use করে দেখতে পারেন(৩০০ টাকা/মাস) যদি আপনার এলাকাতে এদের Network Coverage থাকে । Gp থেকে অনেকগুন ভাল service পাবেন ইনশাল্লাহ।
আমি নিজে পুরানো ঢাকাতে Banglalion Unlimited লাইন use করছি। খুবই ভাল Speed পাচ্ছি আলহামদুলিল্লাহ (Always 512kbps/64KB)। প্রায় প্রতিদিন ৪ – ৪.৫ জিবি ডাউনলোড করি।

Level 0

ভাইয়া আমি আজকেই প্রথম এই পাকেজ টা নিলাম , আজ রাত থেকে সুরু করবো। দেখি কি হয়।

হে হে হে… আনলিমিটেড মানে কি মনে করেছেন? ইন্টারনেট আনলিমিটেড? ওটারও ফেয়ার উজেজ পলিসি আছে। ২-৩জিবির বেশি ডাউনলোড করতে পারবেন না। আর জিপির যেই স্পিড, তাতে ব্যবহার করার কথা চিন্তাও করেন না। বিশেষ করে P3 প্যাকেজে।

তবে হ্যাঁ, আনলিমিটেড মানে, আনলিমিটেড ঝামেলা আর আনলিমিটেড গালাগালি ধরে নিলে আপনি সঠিক রাস্তায় আছেন।

    Level 0

    @শফিউল (Shafiul): Fare Usage Policy ব্যাপারটা আমি জানি। তবে ৪ জিবি এর পরে সেটা Activated হয় পরবর্তি ৩ ঘন্টার জন্য (তখন ডাউনলোড স্পিড অর্ধেক থাকে)। আমি বিগত ৮ বছর ধরে নেট ব্যবহার করছি। and I am satisfied with Banglalion.

use broadband

    Level 0

    @ম্যাকসন: Broadband খুবই ভাল কানেকশন যদি লাইন always পাওয়া যায় (যেটা পুরোপুরি অসম্ভব ব্যাপার)।

      @br.tauhid:

      তাই নাকি ??? আমি ব্রডব্যান্ড ইউজ করি আজকে ৫ বছর, এই ৫ বছরে ৫দিনের কথা মনে করতে পারব কিনা, যখন লাইন পাই নাই সন্দেহ!!! এইটা রেয়ার আমি জানি!! কিন্তু আমি ভাগ্যবান!!

জিপি এর গতি কিছুটা রাত 2টার পরে ভাল পাবেন যদি আপনি যেখানে থাকেন সেখানে ভাল নেট থাকে জিপির আমি রাত 2টার পরে 30-35 কেবি পাই আবার মাঝে মাঝে কমে যায় তবে বেশি ভাগই গড়ে 27-28 পাই মাঝে মাঝে 45 এ থাকে কিছু ক্ষণ পরে আমার নেমে যায় দু’এক মিনিট থাকে 40-45 এর মত। আর আপনি যদি পি3 ব্যবহার করেন তাহলে জিপি পোষ্ট পেইড থেকে ব্যবহার না করাটাই ভাল হবে। প্রি-পেইড থেকে ব্যবহার করুন। এবং 290 টাকার বেশি রিচার্জ করবেন না। কারন আপনার পি3 তে টাকা কাটবে 287.50 ………..আর এর বেশি যদি আপনি টাকা রাখেন তবে আপনি যাদ কোন কিছু ডাউনলোড করেন তা যদি ডানলোড চলাকলে ভুলেও যদি 10টা ওভার হয়ে যায় তাহলে পি1 এর টাকা কাটা শুরু করবে। তাই আপনার বেলেঞ্জে যদি টাকা না থাকে তাহলে ডাউনলোড বন্ধ হয়ে যাবে 10টা বাজলেই……আবার একদম মিলে মিলে 287.50 টাকাই রিচার্জ করিয়েন না..290 টাকা রিচার্জ করুন..কারন জিপি একদম যদি মিলে মিলে দেখে তাহলে আপনাকে রিচার্জ করতে বলতে পারে.কারন তারা গেস্চা কম্পানি….তার পর যদি আমার রিচার্জ করা লাগে তাহলে কিন্তু আরো বেশি বেলেঞ্চ হলে……….তো এখন কি করবেন তা আপনার ইচ্ছা। ধন্যবাদ ভাল থাকুন আর সময় পেলে আমাদের গ্রুপে গুরে আসুন……..http://www.facebook.com/groups/pchelpcenter/

    তবে আরো কথা আছে এর আনলিমিটেড বলতে তারা 5জিবি পর্যন্ত ডাউনলোড করতে দেবে..তার পর 5জিবি ডাউনলোড হয়ে গেলে আপনার হাই ইসপিরিট হবে…3 কেবি এর উপরে না…….

@বাশার: সবই বুঝলাম কিন্তু ইসপিরিট টা কি জিনিস একটু বলবেন? ধন্যবাদ।

Level 0

একটা রবি উদয় সিম কিনেন ৪৯৯ টাকা অসিম ইন্টারনেট ৩৭৫+ ভেট ৩মাস পর সিম ফালাইয়া দেন
কম্পানির ৯০০ টাকা মেরে দেন খুব মজা
এখানে দেখুন http://robi.com.bd/index.php/page/view/315

Level 0

ভাই সবই বুঝলাম কিন্ত রবি উদয়ে ডাউনলোড স্পিড কত হবে?

Level 0

আমি আজ পর্যন্ত যত ব্যাবহার করসি এর মত পাইনাই । ধন্যবাদ
২০/২৫/১৫/৩৫ কেবি পাই

জিপি আনলিমিটেড মানে ৫ GB পযন্ত ।

আমিও P3 নেওয়ার কথা ভাবছি। আমার বাসার উপরে গ্রামীনের টাওয়ার আছে। আমি ডাউনলোড তেমন একটা করি না। ব্রাউজিং স্পীড কেমন পাবো বলে আপনাদের মনে হয়?

Level 0

আমিও দেখার জন্য নিয়েছি, আমার এলাকায় নেট ভালো পায়। তারপরও একটা পেজ ওপেন হতেই ৫ মিনিট লাগে।

Level 0

আমি একজন স্টুডেন্ট . আমি ফ্রি ইন্টারনেট use করতে চাই keo যদি এমন কোনো ভালো উপায় জানেন একটু বলবেন প্লজ এই email:[email protected]