আমার সাইডে লিংক আমি ইতি মধ্যে Google adsenes এর জন্য রিকোয়েষ্ট করেছি,আমার ই-মেইলে তারা একটা লিংক
দিয়েছে তা দিয়ে আমি একটা একাউন্ট করেছি,এবং তারা ইতি মধ্যে আরো দুইটি ই-মেইল করেছে এবং যানিয়েছে কিছু দিন পর তারা জানাবে. এখন আমার জানার বিষয় আমি Google adsenes পেলাম কিনা তা কি ভাবে বুঝব? আমি পেলে তা কি ভাবে আমার সাইডে এ্যাড গুলো বসাব? এবং আমাকে কি ভাবে তারা টাকা দিবে? আমার একাউন্টে টাকা পেলাম কত? আমার এ্যাডে কারা কিল্কি করলে কত টাকা দিবে? আমার কত টাকা হলে আমি পেমেন্ট পেতে পারব? আমি Google adsenes দিয়ে এখানে সার্চ করেছিলাম কিন্তু পাই নি তাই আমার জানা মতে এখানে ভাল ভাল অভিজ্ঞ ভাইয়েরা আছে তাদের কাছে হেল্প চাইলে হেল্প পেতে পারি সেই আসা নিয়ে এখানে পোষ্ট করলাম। আসা করি অভিজ্ঞ ভাইয়েরা আমাকে খালি হাতে ফিরাবে না। ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন। আর আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
না জেনেশুনে গুগল এডসেন্সে কাজ করাটা নেহায়েতই বোকামি। আপনি টেকটিউনসে ওয়েব ডেভেলপমেন্ট বিভাগে থাকা এডসেন্স বিষয়ক লেখা, জিন্নাত উল হাসান ভাইয়ের ব্লগ পড়তে থাকুন। কেননা আপনি যেসব প্রশ্ন করেছে তার উত্তর দিতে গেলে ১টা না কয়েকটা মেগা টিউন করা লাগবে।