সাহায্য দরকার। কম্পিউটার বারবার সেটাপ ফেল করে। সবের্াচ্চ ২০ বার সেটাপ দেয়া হয়েছে। ২ বার রিষ্ট্রাট করলেই এক্সপির ফাইল মিসিং হয়।
সমস্যা: আমার কম্পিউটার ব্যবহারের সময়সীমা প্রায় ১ বছর। গত ২ সপ্তাহ ধরে বারবার সেটাপ ফেল হচ্ছে। প্রথমে ২ বার সেটাপ দেয়ার পর কোন সমাধান না হওয়ায় পরবতর্ীতে আরো কয়েকবার তা প্রায় ২০ বার সেটাপ দিয়েছি। সত্যিই অনেক কষ্টে আছি।
বিশেষ তথ্য: এই সমস্যা সমাধানের জন্য পুরো হার্ড ডিক্স ফরম্যাট করেছি গত ২ দিন আগে। কিন্তু কোন লাভ হয়নি। রাত্রে সেটাপ দিয়ে ঘুমালে সকালে উঠে পিসি অন করলে আর রান হয়না।
তার মানে হচ্ছে কম্পিউটার অফ করার করার পর যদি ২ ঘন্টা পর পুনরায় অন করি তাহলেই আর সেটাপ নেই। মানে সি ড্রাইভ করাপ্ট।
আমি জরুরী সাহায্য চাচ্ছি। এখানে উল্লেখ্য যে, আমি একবার পুরো হার্ড ডিক্স লো লেভেল ফরম্যাট করেছি এবং নতুন করে সব পার্টিশন মুছে আবার নতুন লেবেল দিয়ে পুনরায় পার্টিশন করেছি। কিন্তু সমস্যা একই।
তাই জরুরী ভিত্তিতে সাহায্য দরকার। দয়া করে অসাঞ্জস্য কোন উত্তর দিবেন না। এতে ক্ষতি হতে পারে। তাই অনুরোধ করবো শুধূমাত্র অভিজ্ঞরাই পরামর্শ প্রদান করবেন। আমি খুব সমস্যায় আছি।
ধন্যবাদ।
আমি staive। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Apnar m0ne hocche hard disk e bad sector porse kono valo service center e nia oitar checkup koran. .arekta jinish. .c drive er bodle d/e/f drive gulate setup dia dakhen. .problem solve hoileo hoite pare