আমি Samsung Galaxy Mini কিনতে চাই।কিন্তু কয়েকটা বিষয়ের কারনে সিদ্ধান্ত নিতে পারছিনা...TECHTUNES E অনেক ইউজার আছেন..আপনার প্লিজ হেল্প করেন..
1.এই সেট টাতে কি HD Games খেলা যায়।
2.Samsung জাভা টাচ সেটগুলাতে বেশিরভাগ জাভা গেমই টাচ করে খেলা যায় না।Nokia তে এ সমস্যা নাই।
এখন এটা এন্ড্রয়েড,এটাতেও কি এই ধরনের সমস্যা হয়
3.Music এর জন্য এর কোয়ালিটি কেমন হবে
4.নেট ইউজ করলে ব্যাটারি কেমন খরচ হয়
PLZ আপনারা হেল্প করেন
আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারণ একজন মানুষ
১) আমি এই সেটে খুব বেশি গেম খেলি নাই। তবে সাধারন এংরি বার্ডস আর ফ্রুট নিনজা-ও অনেক সময় স্লো হয়/আটকে যায় (Lags)। সে হিসাবে বলা যায় কয়েকটা HD Games হয়তো রান করবে কিন্তু ভালো মত চলবে না। আসলে এই সেট বেশি resource এর গেম খেলার জন্য উপযুক্ত না। সবচেয়ে ভালো হয় আপনি youtube-এ galaxy mini games লিখে সার্চ দিয়ে ভিডিও গুলো দেখে ধারনা পাবেন।
২) জি না। এন্ড্রয়েড সেট প্রায় সব গুলোই টাচ, সে চিন্তা করেই গেম গুলো ডেভেলপ করা হয়। সব গেমই টাচ করে খেলতে পারবেন, অসুবিধে হওয়ার কথা না।
৩) আমার মিউজিকের প্রতি আগ্রহ নাই বললেই চলে – সেটে মাত্র একটা mp3 লোড করা। তবে আপনি কোয়ালিটি বলতে যদি sound quality বুঝিয়ে থাকেন তাহলে আমার কাছে গান-টা খুবই চমৎকার লেগেছে। built-in মিউজিক প্লেয়ার এর sound আমার কাছে শ্রুতি মধুর মনে হয়েছে এমনকি হেড ফোন ছাড়াই পিসির স্পিকার এর সাথে তেমন পার্থক্য বোধ হয় নি। অবশ্য এটা আমার ব্যক্তিগত অভিমত, যারা মিউজিক বিষয়ে অভিজ্ঞ তারা ভালো বলতে পারবেন।
৪) এন্ড্রয়েড সেট গুলোর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে – চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সাধারন এপ্লিকেশনেও অনেক চার্জ খায় আর গেম হলে তো কথাই নাই। নেট ইউজ করলে ব্যাটারী বেশ ভালোই খরচ হয় বিশেষ করে আমি যখন wifi তে connect থাকি। তবে এন্ড্রয়েড সেট ব্যবহার করতে চাইলে ব্যাটারির ব্যাপারটা মাথায় রেখেই কিনতে হবে। এই ব্যাপারে ত্যাগ স্বীকার করতেই হবে; এমনকি দিনে একাধিক বার ফুল চার্জ দিতে হতে পারে।
সেটের খারাপ দিক গুলোর বলতে গেলে –
১) RAM আর internal memory একটু কম
২) screen resolution কম ২৫৬ কিলো পিক্সেল, QVGA screen. তাই কিছু এপ্লিকেশনে ফুল কালার কোয়ালিটি পাবেন না।
৩) ক্যামেরা কোয়ালিটি বেশ খারাপ। fixed focus camera. no flash। এই সেটে ভালো মানের ছবি তোলার আশা করবেন না।
এছাড়া বাজেট ফোন এর মধ্যে এটা বেশ ভালো এন্ড্রয়েড ফোন; প্রয়োজনীয় সব কিছুই আছে। টাচ কোয়ালিটি অসাধারন। প্রথম এন্ড্রয়েড এর স্বাদ নিতে চাইলে বেশ ভালো চয়েজ। আমি ব্যবহার করে খুবই সন্তুষ্ট।
ঢাকার অনেক জায়গায় গ্যালাক্সি সেট গুলো Live experience নেয়ার ব্যবস্থা করা আছে (যেমন বসুন্ধরা সিটি)। সব চেয়ে ভালো হয় প্রথমে সেসব জায়গা থেকে সেটের সব গুলো ফিচার মনের মত করে পরীক্ষা করে তারপর কেনার সিদ্ধান্ত নেয়া। ধন্যবাদ।