Nokia PC Suite কানেকশনে সমস্যা

আমার মোবাইল Nokia 2700 classic ।

ডাটা ক্যাবল দিয়ে কানেকশন দিলে PC suite কানেক্ট হয় না ।

মোবাইলে "No Host Found" দেখায় । আর পিসিতে দেখায় "No driver found" ।

কিন্তু Data Storage দিলে কানেক্ট হয় ।

মোবাইল দিয়ে নেট ব্যবহার করতে পারছি না । প্লিজ কেউ help করেন । আগে PC suite দিয়ে কানেক্ট করেছি । কিন্তু গত কয়েক মাস সমস্যা করছে । এটা কি মোবাইল এর সমস্যা নাকি আমার পিসির ? Help me please.

Level 0

আমি তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা আপনার ডাটাকেবলের সমস্যা হতে পারে , তবে সিওর না |আর যদি পিসি সুইটের সমস্যা হয় তবে আপনি নকিয়ার ওয়েবসাইট থেকে আপনার সেটের মডেল সিলেক্ট করে আপডেট ভার্সন ডাউনলোড করে নিতে পারেন |মনে হয় আপনার সমস্যা ঠিক হয়ে যাবে |
🙂

Level 0

না তমাল আপনার ডাটা কেবল ঠিক আছে। এধরনের সমস্যা আমারও হয়েছিল, এক্সপি সা-৩ এ সাধারনত এ সমস্যা হয়। এর জন্য আমি নোকিয়ার সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলেছিল xp problem, করলাম যোগাযোগ Microsoft এর সাথে, ঘন্টা দুয়েক team viewer দিয়া আমার p.c ঘাটাঘাটি করলো, অবশেষে বলল, নোকিয়া সুইটের problem. তাদের সাথে যোগাযোগ করেন. ফ্যাকরা আরকি!!!! অবশেষে অনেক ঘাটাঘাটির পর এর সমাধান পেয়েছি এবং আমি আমার নোকিয়া ৬১২০ দিয়ে দিব্যি নেট ইউস করছি…. যেহেতু এটা একটা বড় সমস্যা তাই একটা টিউনই করে ফেললাম… আপনি কিছুক্ষনের মধ্যেই টিউনটি পেয়ে যাবেন.. আর সমাধান হলে ধন্যবাদ জানাবেন এই নম্বরে: ০১৮৪২৪২২২৩৪ হাহাহা..