আমার একটি ৮জিবি পেনড্রাইভ আছে।একটা প্রতিষ্ঠান থেকে গিফট পাওয়া।বাইরের।ওইটা আমি আমার প্রফেশনের নানা কাজে ব্যবহার করি।গত দুইদিন থেকে সমস্যা হচ্ছে,পেনড্রাইভটি ল্যাপ্টপে কানেক্ট করলে ড্রাইভ টা এসে আবার চলে যায়।মানে ডিস কানেক্ট হয়ে যায়।এটা কেন হচ্ছে?আমি এখন কি করতে পারি?
খুবই জরুরী সাহায্য দরকার।কেউ সাহায্য করেন ভাই।খুব জরুরী সাহায্য দরকার।ডকুমেন্টগুলো কি কোন ভাবে রিকভার করা যাবে?এডমিনের কাছে দুঃখ প্রকাশ করছি এই পোস্টটি প্রথম পাতায় দেয়ার জন্য যদিও এটা সাহায্য পাতার জন্য।কিন্তু কিছু করার নেই ভাই।আমার খুব জরুরী সাহাযায় দরকার।
আমি babu_ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
4 gb Pendrive write protected !! Solution what ?