আগেই বলি এডমিনকে, এই টিউনটা কাটবেন না। মাথা পুরাই খারাপ হইয়া গেছে। দিনে ১০ বার 504 gateway প্রব্লেম আর অন্তত ৩০ বার সাইট রিসেট প্রব্লেম। আর কত? টিটি কি কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নাকি? আপনার কি খেয়াল করছেন টিটি ভিজিটর যে এখন অর্ধেক থেকেও কইমা আসছে? আগে প্রতিদিন নিম্নে টিউন হইত ২০ টা আর এখন ৫ টা টিউন ও হয় না। এইটার কারণ কি? এডমিনরা কি এই বেপার সম্পর্কে অবগত না? সেই সুন্দর টিটি কে ক্লাউড সার্ভার আনা থেকে সমস্যা শুরু হইলো। আর এখন পর্যন্ত চলতেই আছে। মাঝখানে ২০ দিনের মত পুরাই সার্ভার ডাউন। আমার মত কয়েক হাজার টিটি প্রেমিক তখন অস্থির। যাই হোক অনেক দিন পর যখন টিটি ঠিক হল,আমরা ঈদ থিকা বেশি খুশি হইলাম। কিন্তু সেই খুশি থাকল কই? বলছিলেন ডোনার নিয়া প্রব্লেম। আমরা সবাই মত দিলাম এড দেয়ার জন্য। আমরা টিটির জন্য শুধু এইটুকু না আরও অনেক কিছুই করতে পারি। প্রয়োজনে আমাদের নিজেদের টাকা দিয়া টিটি চলব কিন্তু আমরা সেই আগের টিটি কে চাই। যেখানে,হাসান জুবায়ের,আকাশ শুভ্র,প্রবাসী,নেট মাস্টার,হাসিব,সাইফুল ভাইদের মত টপ টিউনার আর আতাউর ভাইদের মত উৎসাহ প্রদান মন্তব্যকারির প্রতিদিন আনাগোনা থাকবে। আজকে পুচকি টিউনার পেজে গেলেও এত সমস্যার মুখে কাউকে পরতে হয় না। কিন্তু আমরা তো টিটিকে ভালবাসি। আমি এডমিনকে শুধু একটা কথাই বলব দয়া করে টিটি কে থিক করেন।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
আমার মনের কথা বলেছেন। সব চেয়ে আফসুস লাগে মডু আর এডমিনরা এই ব্যাপারে কোন কথা কানেই নেয়না