আমি এখন আলজেরিয়াতে কর্মরত আছি। আমরা এখানে প্রায় এক হাজার জন বাংলাদেশী কাজ করি। অনেকের কাছেই লেপটপ আছে যা কোন রকম সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করে থাকি এবং তা ফ্রীতে করে দেই। অনেকের সিডিরম নষ্ট থাকলে পেনড্রাইভের সাহায্যে উইন্ডোজ ইন্সটল করে থাকি। আমি চাই আমার একটি ৮ ডিবি পেনড্রাইভ এ হিরেন বুট, এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ এর মাল্টিবুটেবল পেনড্রাইভ তৈরী করে রাখতে যাতে করে আমার পেনড্রাইভটিকে বার বার ফরমেট করতে না হয়। তাই এই ব্যপারে অভিজ্ঞজনের সাহায্য চাই। যদি কোন উপায় থাকে তাহলে বিস্তারিত জানানোর অনুরোধ রইল।
ধন্যবাদ সবাইকে।
দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যেমনঃ দাদা > বাবা > ছেলে > ...... কিন্তু যাবার কোন সিরিয়াল নেই যেমনঃ বাবার আগে ছেলে চলে যেতে পারে বা দাদার আগে নাতী চলে যেতে পারে এই ক্ষনস্থায়ী পৃথীবি থেকে। আমরা যারা ভাবতেছি যে এখনতো আমার যুবক সামনেতো আরো দিন পরে আছে বুড়ো হলে ধর্ম কর্ম পালন করা যাবে তাদের কাছে অনুরোধ দয়া করে এই ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসুন। চিনুন এবং জানুন সৃষ্টিকর্তাকে এবং পালন করুন সকল রীতি নীতি, ভয় করুন আল্লাহকে। জানার নাম ইসলাম নয় মানার নামই হল ইসলাম।
আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেনড্রাইবে কিভাবে মাল্টিবুট করতে হয় তা আমি জানিনা কিন্তু আপনার ২য় অংশটা পড়ে খুব ভাল লাগল । আপনি ঠিক কথাই বলেছেন… জানার নাম ঈমান না, মানার নামই ঈমান । অশেষ ধন্যবাদ আপনাকে এই লেখার জন্য । আশা করি যেখানেই আছেন যেভাবেই আছেন ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।