সাহায্য চাই android mobile বিষয়ক

আমার ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন কে কি কোন ভাবে স্যামসাঙ  galaxy s android phone আ উসে করা যাবে? কেউ জানলে অনুগ্রহ করে হেল্প করবেন। কিছুদিন আগে এক্তা পোস্ট দেখেছিলাম যে কিভাবে কম্পিউটার এর ব্রডব্যান্ড কে ওয়াইফাই হিসাবে use করা জায় মোবাইল এ। কিন্তু সফল হতে পারি নাই।কেউ কি পারসেন নাকি।দয়া করে জানাবেন ।ধন্যবাদ

Level 0

আমি ras। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

life stars in peace buts ends in war.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar ekti wifi modem lagbe jemon Netgear or others. erpor nirdesona onujayi setup korben. i use it but in china

Level 0

laptop hole just connectify download koren… then hotspot create korlei hobe…. but if desktop.. then ekta wifi modem lagbe…

Level 0

vai bole wifi ap not supported

আমিও আমার ব্রডব্যান্ড ইনটারনেটকে আমার Samsung Galaxy Y তে ব্যবহার করছি। সাথে আমার পিসিতেও। আমাকে আমার এক ফ্রেন্ড করে দিয়ে গেছে।
যা লাগবে :
১. (যদি শুধুমাত্র ব্রডব্যান্ড ইনটারনেটকে ফোনে ব্যবহার করতে চান তাহলে লাগবে) একটা ‘রাউটার’ আর কিছু না।
তারপর সেই রাউটারটি তে আপনার ব্রডব্যান্ড ইনটারনেটের কানেকশান দিতে হবে রাউটারের WAN নামক পোর্টটিতে। রাউটারের পাওয়ার চালু করতে হবে। এবং সবশেষে রাউটারটিকে সেটআপ করাতে হবে। এটা আমি পারি না।
২. সাথে পিসিতে চালাতে হলে লাগবে একটি ইনটারনেটের ক্যাবল যার দুই মাথাতেই পোর্ট বসানো থাকবে। এবং একমাথা থাকবে আপনার পিসির ল্যানকার্ডটির সাথে আর এক মাথে থাকবে রাউটারেটের 1 থেকে 4 টা পোর্ট থাকবে (আরও কম/বেশি হতে পারে, কিন্তু আমার রাউটারের চার্টি পোর্ট আছে) তার যে কোন একটিতে। আমি লাগিয়েছি 4 নাম্বার পোর্ট এ। সেই পোর্টগুলির নাম LAN পোর্ট। ব্যাস কাজ শেষ। এছাড়াও WiFi LAN Card দিয়েও করা যায় যা আমি জানি না কি করে করতে হয়। আমি সুন্দর চালাচ্ছি। এই সব স্মার্ট ফোনের জন্য রাউটার যে কি জিনিস যা বলার বাহিরে। আপনার মজা শতগুন বাড়িয়ে দেবে। যদি পিসি বন্ধ করে দেন কিন্তু রাউটার অন করেই রাখেন, তাহলেও সব সময় ফোনে ব্রডব্যান্ড ইনটারনেট চালাতে পারবেন। আমি ইউটিউব, রেডিও ইত্যাদি ব্যবাহার করি। ফাইলও ডাউনলোড করা যাবে। সেইম স্পীড, বরং একটু বেশি পেতে পারেন কারন মোবালে সব কিছু লো ভর্সনে আসার কথা। 😀 আমি আমার ফোনে গানটান বা কোন ফাইল ভরার জন্য বারে বারে USB Cable ব্যবহার করি না। রাউটার দ্বারা ওয়াইফাই এর কারনে ফাইল ট্রান্সফার হয় যেমন ব্লুটুথে হয়। তবে ব্লুটুথ আর ওয়াইফাই আকাশ পাতাল পার্থক্য। অবশ্য এই জন্য ফোনে একটা এ্যাপস লাগবে যার নাম : Expert File যা আপনি এনড্রয়েন মার্কেটেই ফ্রীতে পাবেন। 🙂

Level 0

vai ami symphony w100(19990) nibo naki ainol novo 7 (11500)
please ektu help koren