আস্সালামুয়ালাইকুম, সকল টেকী ভাইদের জানাই শুভেচ্ছা । আমি একজন নতুন ফ্রিল্যন্সার । কিছুদিন আগে odesk থেকে ১০০$ মানিবুকারে ট্রান্সফার করি উল্লেখ্য এটিই আমার প্রথম ট্রান্সফার এবং আমার account address varified । কিন্ত পরবর্তীতে টাকা withdrow
করতে গেলে নিম্নোক্ত মেসেজ আসে ।
|
যার বিকল্প আমি খুঁজে পাচ্ছিনা ।ডাচ্ বাংলা ব্যংকের সাথে যোগাযোগ করার পর তারা বলল বাংলাদেশ থেকে
নাকি বাইরের ব্যাংকে ডলার পাঠানো যায় না । প্রিয় টেকী ভাইরা যদি কোন সাহায্য করেন তবে চির কৃতজ্ঞ থাকবো ।
আমি x_benzir_x। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ব্যাংক একাউন্ট ভ্যারিফাই করতে হবে।
আপনাকে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট বা মিনি স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে, তাতে মানিবুকারস থেকে যে টাকা এসেছে তা উল্লেখ থাকতে হবে। আর যদি আপনার ব্যাংক যদি ইন্টারনেট ব্যাংকি সার্পোট করে(যেমন ব্রাক ব্যাংক) তাহলে লগইন করে সেখান থেকে যে পেজে ট্রানজেকশন গুলো আছে মানিবুকারস ট্রানজেকশন সহ, সেটা স্নাপসট নিয়ে ইমেজ হিসেবে রাখুন।
এবার
[email protected] ঠিকানায় ইমেইল এটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন। ইমেইলের Subject হিসেবে Manual Account Verification উল্লেখ করুন এবং তাদেরকে জানিয়ে দিন বাংলাদেশ থেকে যেহেতু কোন টাকা মানিবুকারসে পাঠানো সম্ভব নয় তাই আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট কাগজের স্ক্যান কপি ইমেইলের সাথে পাঠাচ্ছেন। তারা যেন Manually আপনার ব্যাংক একাউন্ট যাচাই করে নেয়।
এরপর ৫দিন অপেক্ষা করুন। তারা এর মধ্যে জানিয়ে দিবে Account Verification এর ব্যাপারে।
আর ডাচ্ বাংলা ব্যংকে এরপরও অনেক ঝামেলা করে, ভুল ইনফরমেশন দেয়, তাই অন্য ব্যাংকে ট্রাই করুন।