আমি সম্প্রতি নতুন একটি androifd সেট হাতে পেয়েছি। আমার সেটের মডেল samsung i5500
আমার সমস্যা সমূহ
১। আমি আমার মেমোরী কার্ডে কিভাবে গান ,ছবি ,ভিডিও কপি করবো? অন্যান্য ফোনের মেমোরী কার্ডের ভিতর যেমন কতগুলি ফোল্ডার থাকে photos, music ইত্যাদি কিন্তু আমার মেমোরী কার্ডের ভেতর এধরনের কোন অপশন নেই।
২। আমি কিভাবে মেমোরী কার্ডে application install করবো।
৩। root problem: নেটে খুজে খুজে অনেক কিছু পেলাম ,কিন্তু বুঝতে পারছিনা , অনেক যায়গায় বলেছে প্রথমে root করতে ,সেই অনুযায়ী আমি universal androot নামক application টা নেট থেকে নামিয়ে তারপর মেমোরী কার্ডের android ফোল্ডারে কপি করে , তারপর ফোন থেকে সেই application ক্লিক করার কিছু সময় পর দেখায় rooted successfully , কিন্তু আমি কিভাবে বুঝবো আমার ফোন সঠিকভাবে রুটেড হয়েছে কিনা?
প্লীজ যে যেভাবে পারুন সাহায্য করুন
অগ্রীম ধন্যবাদ রইলো
আমি শুভ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। চায়না মোবাইল বা অন্যান্য কিছু মোবাইলের মত এন্ড্রয়েডে নির্দীষ্ট ফোল্ডারে ফাইল রাখতে হয়না। আপনি নিজের ইচ্ছামত ফোল্ডার তৈরী করে বা না করে ফাইলগুলো রাখতে পারেন। অ্যাপ্লিকেশনগুলো নিজে থেকে স্ক্যান করে নিবে।
২। ব্যাপারটা আমি ভালভাবে বুঝিনি। আপনি যদি চান এপ্লিকেশনগুলো অটোমেটিক ভাবে SD কার্ডে জমা হোক তাহলে Move2SD Enabler অ্যাপলিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।
৩। রুট হয়ে গেলে সুপার ইউজার নামে একটা অ্যাপ পাবেন।