আমার ২ খান হার্ড ডিস্ক (হার্ড ডিস্ক) । একটা ১ টেরা, একটা ১৬০। ১৬০ টায় উইন্ডোস ৭ দেয়া ছিল, কিন্তু ডিস্ক টা প্রব্লেম শুরু করায় ১ টেরা তে উইন্ডোস ইন্সটাল করি। ১৬০ টা দেড় বছর আগে ট্রাঞ্জিস্টার পুরে গেসিল, তার পরেউ চলতেসে কিন্তু ইদানিং প্রব্লেম শুরু করসে লোড হউয়ার সময়, তাই ১ টেরা টায় উইন্ডোস ইন্সটাল করি। ১ টেরা ডিস্ক টায় ৪ টার বেশি পার্টিশন দিতে পারলাম না (জানিনা দেয়া যায় কিনা) । এর আগে ১ টেরা সাব হিসেবে ব্যাবহার করতাম। এখন এটায় উইন্ডোস ইন্সটাল করে দেখি আমার ড্রাইভ মাত্র ৩ টা, মানে আরেকটা হাওয়া। উইন্ডোস এর ডিভিডি ঢুকিয়ে দেখলাম ড্রাইভ টা শো করছে কিন্তু সেটা সিস্টেম ড্রাইভ হয়ে আছে, কিন্তু আমার উইন্ডোস ইন্সটাল দেয়া ২০০ জিবি এর একটা প্রাইমারি ড্রাইভে। ৩ টা ড্রাইভ মাই কম্পিউটার এ শো করছে কিন্তু এইটা শো করছেনা, এটা এখন কিভাবে আনবো? অনেক ছবি আছে ড্রাইভ টাতে এই সমস্যায় আমি নতুন পরলাম তাই বুঝতেসিনা
আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন
একটা ডিস্কে ৪টার বেশী প্রাইমারী পার্টিশন হয়না। আর উইনডোজের জন্য বেশীরভাগ ক্ষেত্রেই রিকোভারীর জন্য ১০০ মেগাবাইটের ছোট্ট পার্টিশন হয় সেটা হিডেনন থাকে। তাই ৩টাই দেখতে পাবেন। একাধিক পার্টিশন করতে চাইলে বলুন, নিয়ম বলি।