আমার Advanced System Care এ কীজেন নিচ্ছে না, আমি Techtunes এর টিউনে দেয়া সবকটি ভার্সন ও তার কীজেন ডাউনলোড করে দেখেছি কোনোটাতে কাজ হয় না। টরেন্ট থেকে নামিয়েও কাজ হয় না।
কীজেন দিলে অনলাইন চেকিং হয়ে এই উইন্ডোটা আসে
আবার ইন্টারনেট কানেকশন বন্ধ করে অ্যাক্টিভেট করার চেষ্টা করলে এই উইন্ডোটা দেখায়
কিন্তু আমি আগে এই সফটওয়্যারটি কীজেন দিয়ে ব্যবহার করেছি, তাহলে এখন কি সমস্যা হচ্ছে।কীজেন গুলো সব ঠিক আছে কারন আমার বন্ধুদের পিসি তে কাজ হয় ঐ একই সফটওয়্যারে এবং কীজেন নেয় কিন্তু আমার পিসিতে কাজ হয় না। আমি AVG অ্যান্টিভাইরাস ব্যবহার করি, ফায়ারওয়াল ডিসেবেল করেও কাজ হয় না।
এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে যেগুলি আগে Patch করে ব্যবহার করেছি এখন Patch হয় না , Patch করলে Error দেখায় । কেন Error দেখাচ্ছে বুঝতে পারছি না।
এখন আপনাদের কাছে আমার আবেদন যে আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন, প্লিজ।
১/ আমার পিসিতে Advanced system Care এর কীজেন কাজ হচ্ছে না কেন? কিভাবে কাজ হবে?
২/ অন্য যে সফটওয়্যারগুলি যেগুলো Patch করে আগে ব্যবহার করতাম এখন Patch করা যাচ্ছে না কেন? কিভাবে পুনরায় Patch করব?
আর কারো কাছে Advanced System Care এর প্রীঅ্যাক্টিভ ভার্সন থাকলে শেয়ার করবেন প্লিজ।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
আপনার সমষ্যা মনে হচ্ছে এন্টিভাইরাসের । AVG অ্যান্টিভাইরাস পেচ ফাইল এবং কীজেনারেটর ব্যাবহার করতে দিচ্ছে না ………..এটা আমার ধারনা ।