আমি একজন ফ্রি-ল্যান্সার হতে চাই ....ফ্রিল্যান্সিং এ ৩ডি এনিমেশন আমাকে খুব আকর্শন করে.....আমি শিখতে চাই এবং খুব ভাল ভাবে...সমস্যা হল আমি ভাল কোন টিউটোরিয়াল সাইট পাচ্ছি না 🙁 .....যেমনটি ফরেক্স এর জন্য babypips আর ওয়েব ডেভেলপ এর জন্য w3schools ...... আমি আগে বেসিক নিজে নিজে শিখতে চাই পরে দরকার হলে কোন প্রতিষ্টান এ শিখতে হবে/কোন প্রতিষ্টান থেকে প্রথমেই কোর্স করতে হবে তা জানালে অনেক খুশি হতাম...সবাইকে ধন্যবাদ
আমি ian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar ami nai re....
isohunt.com এইখানে যেয়ে ৩ডি টিউটোরিয়াল লিখে সার্চ দেন। আরও এই রকম কিছু কি ওয়ার্ড দিয়া সার্চ দেন। আর যে প্রোগ্রাম শিখবেন ঐ প্রোগ্রামের হেল্প ফাইল পড়েন। যা পাবেন তা শেষ করতে করতে আপনি মিডিয়াম মানের কিছু একটা হয়ে যাবেন। আর youtube এও সার্চ দিতে পারেন। আর গুগল মামু তো আছেই।