হ্যালো কম্পিউটার গুরু’স…

>Start বাটন প্রেস করে পিসি অন করার পর উইন্ডোজ আসে না,বার বার manually restart করার পর কোন একবার desktop এর দেখা মেলে 🙁 ।

>Desktop আসার ১০-১৫ মিনিট পর কোন কারন ছাড়াই shut down অথবা restart করে :’(

>shut down হবার পর start বাটন প্রেস করলে পিসি start হয় না,power cable খুলে ফেলে ৫/১০ মিনিট পর আবার লাগালে পিসি স্টার্ট করে 🙁

ভাই বড় কষ্টে আছি... পারলে হেল্পান প্লিজ

Level 0

আমি Walking Man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.facebook.com/freemaan


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

RAM or power supply problem. Check all the cables too.

    @সেতু: ভাই RAM প্রবলেম নাই পাওয়ার সাপ্লাই এ প্রব্লেম হতে পারে।এখন সমাধান বলেন 🙁 কমেন্টের জন্য ধন্যবাদ।

আমার পিসিতেও এমনটি হয়েছিল। কিন্তু কারো কাছে যাবার মতো ছিল না। নিজে নিজে ধারণা করে কিছু কাজ করেছিলাম। আপনিও চাইলে তা করতে পারেন। তবে বিরক্তিকর মনে হতে পারে।
প্রথমে সব ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করুন।
সিপিইউ এর ভিতরে পরিস্কার করুন
Ram খুলে তা আবার ভালোভাবে লাগান।
এরপর আবার নতুন করে সব কিছু ঠিকমত লাগিয়ে পিসি অন করে দেখুন কাজ হয় কিনা।
না হলে আপনি নতুনকরে উইন্ডোজ ইন্সটল দিন…….. আশা করি সমস্যা থাকবে না।

    @Mamun Abdullah: ভাই উইন্ডোজ প্লাস উবুন্তু দিয়া ট্রাই করে দেখছি।এখন আপনার পরামর্শ অনুযায়ি সব ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে আবার লাগাইয়া দেখি।দোয়া করবেন ভাই।কমেন্টের জন্য ধন্যবাদ মামুন ভাই।

এই সমস্যা আমার অফিস এ মাঝে মাঝে এই সমস্যা হত । আপনি মাদারবোর্ডের জাম্পারটা একবার খুলে Reset করে দেখতে পারেন ।

    @খোকন: মাদারবোর্ডের জাম্পারের ব্যাপারে বেশি কিছু জানি না।তবুও চেষ্টা করে দেখছি।ধন্যবাদ খোকন ভাই।

mamun Abdullah vai er poramorsho follow korun, tate kaj na hole ram change kore dekhun……

r tao jodi kaj na hoy tahole ekti dusongbad ase(may be)

apnar oti sokher motherboard ti nosto hoye gese(probably ram slot)………

    @সাজ্জাদ: RAM চেঞ্জ করে দেখছি ভাই RAM এ কোণ প্রব্লেম নাই। :(( ধন্যবাদ সাজ্জাদ ভাই।

Walking Man৥
প্রশ্নকর্তার কোনো জবাব পাচ্ছি না। পরামর্শ হয়তো কাজে নাও লাগতে পারে। কিন্তু আমরা তো জানতে পারি আপনার বর্তমান অবস্থা। ধন্যবাদ

    মামুন ভাই আমি খুবই দুঃখিত। আমি আপনাদের অবশ্যই জানাব। এখনো কোন সমাধানে যেতে পারি নি।দোয়া রাখবেন।

আমার মন্তব্যের ব্যপারে আমি ৯০% নিশ্চত । Try করুন ।

    @খোকন: আপনার কথা মত কাজ করছি কিন্তু কোন সমাধানে আসতে পারি নি। 🙁

Level New

সিপিইউ এর তাপমত্রা খেয়াল করুন। যদি ৬০ ডিগ্রীর বা তার অনেক বেশি হয় তাহলে সেটাই সমস্যার কারণ হতে পারে। ফ্যানের মরলা পরিস্কার করুন।

    তাপমাত্রা ঠিক আছে সেতু ভাই।

Level 0

APNI FULL FORMAT KORE XP INSTALL KORUN ARR AVG 2012 INSTALL KORUN, ASHA KORI THIK HOY JABE, AAR JODI NA HOY TO JANABEN

    Level New

    @Jonty: অপারেটিং সিস্টেমের সাথে এই সমস্যার কোনো সম্পর্কে নেই ভাই।

হুম, আমারও অনেকটা ঠিক এমনই সমস্যা হয়েছিল। শাওন ভাইকে অনেক ডিস্টার্ব করেছিলাম।
আমার সমস্যাগুলো আগে একটু বলিঃ
১। আমার পিসি কোন মোটামুটি হাই রেজোলিউশান এর কিছু দেখাতে গেলেই অক্কা পেত (সে সময়ের জন্য)
২। .exe ফাইল গুলো দেখাতে গেলে হ্যাং হয়ে যেত।
৩। রিস্টার্ট হত না রিস্টার্ট করলেও !! শাটডাউন হত।
৪। কারণ ছাড়াই পিসি অফ হয়ে যেত।

এখন আমি আমার পিসির পাওয়ার সাপ্লাই বদলানোর পর এধরণের সমস্যা এখনো দেখা যায় নি।
বিশেষ দ্রষ্টব্যঃ এটা ছিল আমার পিসির ২-৩ মাস আগের অবস্থা, পাওয়ার সাপ্লাই বদলানোর পর এখন ঠিক আছে।

আপনার জন্য একটা উপদেশ রইলঃ দেখুন ধারে কাছে কোন বন্ধুর ভাল পাওয়ার সাপ্লাই পান কিনা! আর সেটা দিয়ে টেস্ট করলেই আমার মনে হয় আপনি বুঝতে পারবেন।

আপনার জন্য শুভকামনা রইল।

    @নিওফাইটের রাজ্যে: ধন্যবাদ ভাই।আমার অবস্থা ভাই আরও খারাপ।কাজ করতে করতে হঠাত সাট ডাউন আর এখন তো পিসি অনই করতে পারছি না।ফ্রেন্ডের পিসি দিয়া কাজ করতে হচ্ছে 🙁 খুবই করুন অবস্থায় আছি 🙁

নতুন করে আবার ঝামেলা পাকাইছি।সব ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে আবার লাগানোর পর দেখি হার্ড ডিস্ক কাজ করে না।পিসি স্টার্ট করার পর পরই হার্ড ডিস্কের এক জায়গায়(যে পাশে সার্কিট) ফায়ার করে।কয় একবার স্টার্ট করে দেখছি একই অবস্থা।পরে হার্ড ডিস্ক খুলে এক ফ্রেডের পিসিতে লাগালাম ওখানেও দেখি একই অবস্থা স্টার্ট করার পর পরই ফায়ার করে। হেল্প করতে পারবেন এমন কেউ আমার ফেসবুকে আপনার সেল নাম্বারটা এস এম এস করে দিন প্লিজ https://www.facebook.com/freemaan

    @Walking Man: সময় থাকতে ভালো টেকনিশিয়ানের কাছে নিয়া যান, এসব কেস নিজে সামলাতে গেলে ডাটা লস হতে পারে। অনেক ক্ষেত্রে নষ্ট বা ত্রুটিপূর্ণ হার্ডডিস্কের কারণে পিসির পাওয়ার সাপ্লাই, বোর্ড, র্যাম, প্রসেসরের ক্ষতি হয় এমন বাস্তব অভিজ্ঞতা আছে।